বিমানের চাকায় আফ্রিকা থেকে নেদারল্যান্ডস
আন্তর্জাতিক ডেস্ক
২৫ জানুয়ারি ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
দ. আফ্রিকা থেকে নেদারল্যান্ডসের আমস্টারডাম শিফোল বিমানবন্দরে অবতরণ করা একটি বিমানের চাকার নিচে লুকিয়ে থাকা এক ব্যক্তিকে জীবিত পাওয়ার কথা জানিয়েছে ডাচ পুলিশ। মালবাহী বিমানটির জোহানেসবার্গ থেকে আমস্টারডামে পৌঁছাতে সময় লেগেছে ১১ ঘণ্টা।
কেবল কেনিয়ার নাইরোবিতে বিমানটি একবার যাত্রাবিরতি করেছে। বিমান উড্ডয়নের পর এত উচ্চতায় ঠান্ডা ও অক্সিজেন স্বল্পতায় এত দীর্ঘ যাত্রায় ওই ব্যক্তির বেঁচে থাকা খুবই বিরল ঘটনা। তার বয়স ও জাতীয়তা সম্পর্কে এখনো নিশ্চিত কিছু জানা যায়নি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বিমানের চাকায় আফ্রিকা থেকে নেদারল্যান্ডস
দ. আফ্রিকা থেকে নেদারল্যান্ডসের আমস্টারডাম শিফোল বিমানবন্দরে অবতরণ করা একটি বিমানের চাকার নিচে লুকিয়ে থাকা এক ব্যক্তিকে জীবিত পাওয়ার কথা জানিয়েছে ডাচ পুলিশ। মালবাহী বিমানটির জোহানেসবার্গ থেকে আমস্টারডামে পৌঁছাতে সময় লেগেছে ১১ ঘণ্টা।
কেবল কেনিয়ার নাইরোবিতে বিমানটি একবার যাত্রাবিরতি করেছে। বিমান উড্ডয়নের পর এত উচ্চতায় ঠান্ডা ও অক্সিজেন স্বল্পতায় এত দীর্ঘ যাত্রায় ওই ব্যক্তির বেঁচে থাকা খুবই বিরল ঘটনা। তার বয়স ও জাতীয়তা সম্পর্কে এখনো নিশ্চিত কিছু জানা যায়নি।