বাংলাদেশ সীমান্তে ৯৫ ক্যামেরা বসাল ভারত
বাংলাদেশের সঙ্গে ত্রিপুরার ৮৫৬ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত বরাবর ২৪টি স্থানে ৯৫টি স্মার্ট নজরদারি ক্যামেরা বসিয়েছে ভারত। ত্রিপুরা বিএসএফের মহাপরিদর্শক সুশান্ত কুমার নাথ বুধবার এ তথ্য জানিয়েছেন। চোরাচালান, অপরাধ এবং অনুপ্রবেশের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতেই এসব ক্যামেরা বসানো হয়েছে বলে জানিয়েছেন এ কর্মকর্তা। ভারতীয় কর্মকর্তা আরও জানান, একটি কাঁটাতারের বেড়া এবং সীমান্তে প্রযুক্তিগত সুবিধা স্থাপনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বিএসএফ এই বছরের মধ্যে ত্রিপুরার সঙ্গে সমগ্র ৮৫৬ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্তে বেড়া দেওয়ার কাজ শেষ করার চেষ্টা করছে বলে জানান সুশান্ত কুমার নাথ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বাংলাদেশ সীমান্তে ৯৫ ক্যামেরা বসাল ভারত
বাংলাদেশের সঙ্গে ত্রিপুরার ৮৫৬ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত বরাবর ২৪টি স্থানে ৯৫টি স্মার্ট নজরদারি ক্যামেরা বসিয়েছে ভারত। ত্রিপুরা বিএসএফের মহাপরিদর্শক সুশান্ত কুমার নাথ বুধবার এ তথ্য জানিয়েছেন। চোরাচালান, অপরাধ এবং অনুপ্রবেশের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতেই এসব ক্যামেরা বসানো হয়েছে বলে জানিয়েছেন এ কর্মকর্তা। ভারতীয় কর্মকর্তা আরও জানান, একটি কাঁটাতারের বেড়া এবং সীমান্তে প্রযুক্তিগত সুবিধা স্থাপনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বিএসএফ এই বছরের মধ্যে ত্রিপুরার সঙ্গে সমগ্র ৮৫৬ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্তে বেড়া দেওয়ার কাজ শেষ করার চেষ্টা করছে বলে জানান সুশান্ত কুমার নাথ।