আমার নাম বেশি নিলে তোমার স্বামীর মন খারাপ হতে পারে : ইমরান
ছোট খবর
২২ মে ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)-এর ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজের উদ্দেশে এক বেফাঁস মন্তব্য করে সমালোচিত হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। শুক্রবার মুলতানের এক সমাবেশে ইমরান বলেন, ‘আমার নাম এত জোরে নিও না, যাতে তোমার স্বামীর মন খারাপ হতে পারে।’ জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, গত ১৯ মে সারগোধার জনসভায় ইমরান খানের কড়া সমালোচনা করেন মরিয়ম নওয়াজ। ওই জনসভায় দেওয়া বক্তব্যের প্রতি ইঙ্গিত করেই এ মন্তব্য করেন ইমরান খান। সাবেক প্রধানমন্ত্রীর মুখে এমন নারীবিদ্বেষী বক্তব্যের সমালোচনায় মুখর হয়েছেন পাকিস্তানের রাজনীতিক, সাংবাদিক ও সুশীল সমাজ। কড়া সমালোচনা করেছেন মরিয়মের চাচা প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। টুইটারে তিনি বলেন, মরিয়ম নওয়াজের বিরুদ্ধে এ ধরনের ‘নিন্দনীয় ভাষা’ গোটা জাতির, বিশেষ করে, নারীদের শক্তভাবে নিন্দা জানানো উচিত। দেশ ও জাতির বিরুদ্ধে করা আপনার (ইমরান খান) অপরাধ, আপনার নিচুমানের রসবোধ দিয়ে আড়াল করা যাবে না।
এদিকে, শনিবার ইমরান-সরকারে থাকা সাবেক কেন্দ্রীয় মন্ত্রী শিরিন মাজারিকে গ্রেফতার করেছে পাঞ্জাবের দুর্নীতি দমন বিভাগ। তার মেয়ে ঈমান জয়নব অভিযোগ করে বলেন, ‘আমার মাকে পুলিশ মারধর করে তুলে নিয়ে গেছে।’ হিন্দুস্তান নিউজ হাব।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ছোট খবর
আমার নাম বেশি নিলে তোমার স্বামীর মন খারাপ হতে পারে : ইমরান
পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)-এর ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজের উদ্দেশে এক বেফাঁস মন্তব্য করে সমালোচিত হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। শুক্রবার মুলতানের এক সমাবেশে ইমরান বলেন, ‘আমার নাম এত জোরে নিও না, যাতে তোমার স্বামীর মন খারাপ হতে পারে।’ জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, গত ১৯ মে সারগোধার জনসভায় ইমরান খানের কড়া সমালোচনা করেন মরিয়ম নওয়াজ। ওই জনসভায় দেওয়া বক্তব্যের প্রতি ইঙ্গিত করেই এ মন্তব্য করেন ইমরান খান। সাবেক প্রধানমন্ত্রীর মুখে এমন নারীবিদ্বেষী বক্তব্যের সমালোচনায় মুখর হয়েছেন পাকিস্তানের রাজনীতিক, সাংবাদিক ও সুশীল সমাজ। কড়া সমালোচনা করেছেন মরিয়মের চাচা প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। টুইটারে তিনি বলেন, মরিয়ম নওয়াজের বিরুদ্ধে এ ধরনের ‘নিন্দনীয় ভাষা’ গোটা জাতির, বিশেষ করে, নারীদের শক্তভাবে নিন্দা জানানো উচিত। দেশ ও জাতির বিরুদ্ধে করা আপনার (ইমরান খান) অপরাধ, আপনার নিচুমানের রসবোধ দিয়ে আড়াল করা যাবে না।
এদিকে, শনিবার ইমরান-সরকারে থাকা সাবেক কেন্দ্রীয় মন্ত্রী শিরিন মাজারিকে গ্রেফতার করেছে পাঞ্জাবের দুর্নীতি দমন বিভাগ। তার মেয়ে ঈমান জয়নব অভিযোগ করে বলেন, ‘আমার মাকে পুলিশ মারধর করে তুলে নিয়ে গেছে।’ হিন্দুস্তান নিউজ হাব।