একাধিক বিয়ে পরিহারের আদেশ তালেবান নেতার
আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের কর্মকর্তাদের একাধিক বিয়ে থেকে বিরত থাকার নির্দেশনা দিয়ে নতুন আদেশ জারি করেছেন ক্ষমতাসীন তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা। শুক্রবার টুইটারে আফগান সংবাদমাধ্যম টোলো নিউজের পোস্ট করা দাপ্তরিক নির্দেশনায় বলা হয়, ‘ইসলামিক আমিরাতের সর্বোচ্চ নেতা মৌলভি হিবাতুল্লাহ আখুন্দজাদা নতুন আদেশে ইসলামিক আমিরাতের সদস্যদের দুটি, তিনটি অথবা চারটি বিয়ে পরিহারের নির্দেশনা দিয়েছেন, যা অপ্রয়োজনীয় ও ব্যয়বহুল।’ ক্ষমতায় আসার আগে গত বছরের জানুয়ারিতে একই ধরনের এক আদেশে নেতা ও কমান্ডারদের একাধিক বিয়ে করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছিল তালেবান। তখন বলা হয়েছিল, এ ধরনের অনুশীলন ‘আমাদের শত্রুদের সমালোচনার সুযোগ করে দেয়।’ দ্য এক্সপ্রেস ট্রিবিউন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
একাধিক বিয়ে পরিহারের আদেশ তালেবান নেতার
আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের কর্মকর্তাদের একাধিক বিয়ে থেকে বিরত থাকার নির্দেশনা দিয়ে নতুন আদেশ জারি করেছেন ক্ষমতাসীন তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা। শুক্রবার টুইটারে আফগান সংবাদমাধ্যম টোলো নিউজের পোস্ট করা দাপ্তরিক নির্দেশনায় বলা হয়, ‘ইসলামিক আমিরাতের সর্বোচ্চ নেতা মৌলভি হিবাতুল্লাহ আখুন্দজাদা নতুন আদেশে ইসলামিক আমিরাতের সদস্যদের দুটি, তিনটি অথবা চারটি বিয়ে পরিহারের নির্দেশনা দিয়েছেন, যা অপ্রয়োজনীয় ও ব্যয়বহুল।’ ক্ষমতায় আসার আগে গত বছরের জানুয়ারিতে একই ধরনের এক আদেশে নেতা ও কমান্ডারদের একাধিক বিয়ে করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছিল তালেবান। তখন বলা হয়েছিল, এ ধরনের অনুশীলন ‘আমাদের শত্রুদের সমালোচনার সুযোগ করে দেয়।’ দ্য এক্সপ্রেস ট্রিবিউন।