অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্থনি
অ্যান্থনি অ্যালবানিজের বিরোধী লেবার পার্টি অস্ট্রেলিয়ার নির্বাচনে জয়ী হয়েছে। এ রিপোর্ট লেখার সময়ও ভোট গণনা চলছিল। সুতরাং বলা যাচ্ছে না, দলটি সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে কি-না। শনিবার শেষবেলায় অবশ্য পরাজয় মেনে নিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী স্কট মরিসন। তিনি সিডনিতে এক টেলিভিশন বক্তৃতায় বলেন, ‘আমি বিরোধীদলীয় নেতা এবং ভবিষ্যৎ প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে কথা বলেছি। নির্বাচনে বিজয়ী হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছি।’ সেই সঙ্গে মরিসন জানিয়েছেন, তিনি লিবারেল পার্টির দলনেতার পদ থেকে সরে দাঁড়াবেন। শেষ খবর পাওয়া পর্যন্ত শনিবার অনুষ্ঠিত ভোটে ৭২টি আসন পেয়েছে লেবার পার্টি। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে তাদের নিশ্চিত করতে হবে ৭৬টি আসন। যদি তা না হয়, তবে ২০১০ সালের পর প্রথমবারের মতো একটি ঝুলন্ত পার্লামেন্ট পাবে অস্ট্রেলিয়া। রোববার সন্ধ্যার মধ্যে পূর্ণাঙ্গ ফল পাওয়া যাবে। আলজাজিরা।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্থনি
অ্যান্থনি অ্যালবানিজের বিরোধী লেবার পার্টি অস্ট্রেলিয়ার নির্বাচনে জয়ী হয়েছে। এ রিপোর্ট লেখার সময়ও ভোট গণনা চলছিল। সুতরাং বলা যাচ্ছে না, দলটি সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে কি-না। শনিবার শেষবেলায় অবশ্য পরাজয় মেনে নিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী স্কট মরিসন। তিনি সিডনিতে এক টেলিভিশন বক্তৃতায় বলেন, ‘আমি বিরোধীদলীয় নেতা এবং ভবিষ্যৎ প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে কথা বলেছি। নির্বাচনে বিজয়ী হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছি।’ সেই সঙ্গে মরিসন জানিয়েছেন, তিনি লিবারেল পার্টির দলনেতার পদ থেকে সরে দাঁড়াবেন। শেষ খবর পাওয়া পর্যন্ত শনিবার অনুষ্ঠিত ভোটে ৭২টি আসন পেয়েছে লেবার পার্টি। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে তাদের নিশ্চিত করতে হবে ৭৬টি আসন। যদি তা না হয়, তবে ২০১০ সালের পর প্রথমবারের মতো একটি ঝুলন্ত পার্লামেন্ট পাবে অস্ট্রেলিয়া। রোববার সন্ধ্যার মধ্যে পূর্ণাঙ্গ ফল পাওয়া যাবে। আলজাজিরা।