‘আমার ছেলে হিংস্র ছিল না’
সালভাদর রামোস। টেক্সাসের স্কুলে গুলি চালিয়ে ১৯ শিশুসহ ২১ জনের হত্যাকারী। অথচ মা বলেছেন, তার ছেলে কখনোই ‘হিংস্র’ ছিল না। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এটি জানিয়েছে বৃহস্পতিবার।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, স্কুলে হামলা চালানোর আগে তিনি নিজের দাদিকে গুলি করেন। হাসপাতালে চিকিৎসাধীন দাদির সঙ্গে আছেন রামোসের মা অ্যাড্রিনা রেয়েস। তিনি বলেন, ‘আমার ছেলে কখনোই হিংস্র ছিল না। সে যা করেছে, তাতে আমি ভীষণ অবাক হয়েছি।’
ছেলের সঙ্গে সম্পর্ক ভালো নয় এমন অভিযোগ অস্বীকার করেন রেয়েস। বলেন, ‘তার সঙ্গে (আমার) সুন্দর সম্পর্ক ছিল। নিজের মতো করেই থাকত। খুব বেশি বন্ধু ছিল না। সব কিছুর জন্য আমি খুবই মর্মাহত। অনেক কিছু ঘটে গেছে। আমি ভালো বোধ করছি না’।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ছোট খবর
‘আমার ছেলে হিংস্র ছিল না’
সালভাদর রামোস। টেক্সাসের স্কুলে গুলি চালিয়ে ১৯ শিশুসহ ২১ জনের হত্যাকারী। অথচ মা বলেছেন, তার ছেলে কখনোই ‘হিংস্র’ ছিল না। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এটি জানিয়েছে বৃহস্পতিবার।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, স্কুলে হামলা চালানোর আগে তিনি নিজের দাদিকে গুলি করেন। হাসপাতালে চিকিৎসাধীন দাদির সঙ্গে আছেন রামোসের মা অ্যাড্রিনা রেয়েস। তিনি বলেন, ‘আমার ছেলে কখনোই হিংস্র ছিল না। সে যা করেছে, তাতে আমি ভীষণ অবাক হয়েছি।’
ছেলের সঙ্গে সম্পর্ক ভালো নয় এমন অভিযোগ অস্বীকার করেন রেয়েস। বলেন, ‘তার সঙ্গে (আমার) সুন্দর সম্পর্ক ছিল। নিজের মতো করেই থাকত। খুব বেশি বন্ধু ছিল না। সব কিছুর জন্য আমি খুবই মর্মাহত। অনেক কিছু ঘটে গেছে। আমি ভালো বোধ করছি না’।