আফগানিস্তানে সিরিজ হামলা, নিহত ১৬
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশ ও রাজধানী কাবুলে সিরিজ বোমা হামলায় নিহত হয়েছেন ১৬ জন। আহত হয়েছেন অনেকে। বুধবার ঘটে বোমা বিস্ফোরণের ঘটনাটি। এনডিটিভি। বুধবার বালখ প্রদেশের প্রধান শহর মাজার-ই শরিফে তিটি মিনিবাসে বোমা বিস্ফোরণ ঘটে। অত্যন্ত ১০ জন নিহত হন। আহত হন আরও ১৫ জন। নিহতদের মধ্যে তিনজন নারী রয়েছেন, জানান বালখ প্রাদেশিক স্বাস্থ্যসেবা বিভাগের প্রধান নাজিবুল্লাহ তাওয়ানা। মাজার ই শরিফের প্রাদেশিক পুলিশের মুখপাত্র আসিফ ওয়াজিরি বলেন, ‘শহরের বিভিন্ন সড়কে তিনটি মিনিবাসে বোমা রাখা হয়েছিল।’ একই দিন কাবুলের একটি মসজিদে বোমা হামলায় দুজন নিহত ও ১০ জন আহত হয়েছেন, জানিয়েছে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আহতদের কাবুলের ইমার্জেন্সি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায় স্বীকার করে ঘটনার কয়েক ঘণ্টা পর।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আফগানিস্তানে সিরিজ হামলা, নিহত ১৬
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশ ও রাজধানী কাবুলে সিরিজ বোমা হামলায় নিহত হয়েছেন ১৬ জন। আহত হয়েছেন অনেকে। বুধবার ঘটে বোমা বিস্ফোরণের ঘটনাটি। এনডিটিভি। বুধবার বালখ প্রদেশের প্রধান শহর মাজার-ই শরিফে তিটি মিনিবাসে বোমা বিস্ফোরণ ঘটে। অত্যন্ত ১০ জন নিহত হন। আহত হন আরও ১৫ জন। নিহতদের মধ্যে তিনজন নারী রয়েছেন, জানান বালখ প্রাদেশিক স্বাস্থ্যসেবা বিভাগের প্রধান নাজিবুল্লাহ তাওয়ানা। মাজার ই শরিফের প্রাদেশিক পুলিশের মুখপাত্র আসিফ ওয়াজিরি বলেন, ‘শহরের বিভিন্ন সড়কে তিনটি মিনিবাসে বোমা রাখা হয়েছিল।’ একই দিন কাবুলের একটি মসজিদে বোমা হামলায় দুজন নিহত ও ১০ জন আহত হয়েছেন, জানিয়েছে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আহতদের কাবুলের ইমার্জেন্সি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায় স্বীকার করে ঘটনার কয়েক ঘণ্টা পর।