মরক্কোয় দলবেঁধে গাছে ওঠে ছাগল!
দলবেঁধে ছাগলও গাছে ওঠে! ব্যতিক্রম হলেও ঘটনা সত্য। সম্প্রতি দ্যা সান-এর টুইটার অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় যে, বেশ কয়েকটি ছাগল গাছের উপরে উঠে আছে। একটি ডালের মধ্যে অন্তত আটটি ছাগল ভারসাম্য বজায় রেখে দাঁড়িয়ে আছে। জানা গেছে, মরক্কোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আরগান নামে এক ধরনের গাছ পাওয়া যায়। সেই গাছের ফল ছাগলের খুব প্রিয়। ‘পছন্দের’ ফল খেতে ৩০ ফুট উঁচু পর্যন্ত উঠে যায় অবলীলায়। ছাগল গাছে উঠলে মালিকরাও খুশি হন। কারণ হলো, তাদের দরকার আরগান ফলের বীচি। কথিত আছে, ছাগলের বিষ্ঠা থেকে বীচি সংগ্রহ করে সেগুলো দিয়ে তেল তৈরি করা হয়। এই তেল রপ্তানি করে মরক্কো বছরে গড়ে প্রায় সাড়ে ছয় মিলিয়ন ডলার আয় করে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
মরক্কোয় দলবেঁধে গাছে ওঠে ছাগল!
দলবেঁধে ছাগলও গাছে ওঠে! ব্যতিক্রম হলেও ঘটনা সত্য। সম্প্রতি দ্যা সান-এর টুইটার অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় যে, বেশ কয়েকটি ছাগল গাছের উপরে উঠে আছে। একটি ডালের মধ্যে অন্তত আটটি ছাগল ভারসাম্য বজায় রেখে দাঁড়িয়ে আছে। জানা গেছে, মরক্কোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আরগান নামে এক ধরনের গাছ পাওয়া যায়। সেই গাছের ফল ছাগলের খুব প্রিয়। ‘পছন্দের’ ফল খেতে ৩০ ফুট উঁচু পর্যন্ত উঠে যায় অবলীলায়। ছাগল গাছে উঠলে মালিকরাও খুশি হন। কারণ হলো, তাদের দরকার আরগান ফলের বীচি। কথিত আছে, ছাগলের বিষ্ঠা থেকে বীচি সংগ্রহ করে সেগুলো দিয়ে তেল তৈরি করা হয়। এই তেল রপ্তানি করে মরক্কো বছরে গড়ে প্রায় সাড়ে ছয় মিলিয়ন ডলার আয় করে।