কলম্বিয়ার কারাগারে দাঙ্গা, আগুন
কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এক কারাগারে দাঙ্গার সময় আগুন লেগে অন্তত ৪৯ কয়েদি প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন কারারক্ষীসহ অন্তত ৩০ জন। মঙ্গলবার প্রথম প্রহরে টুলুয়া কারগারে কয়েদিদের মধ্যে দাঙ্গার সূত্রপাত হয়। কারারক্ষীরা যাতে বাধা দিতে না পারে, সেজন্য কয়েদিরা একপর্যায়ে ম্যাট্রেসে আগুন লাগিয়ে দেয়। এরপর সেই আগুন ছড়িয়ে পড়ে। যে ওয়ার্ডে আগুন লাগানো হয়েছিল, সেখানে ১৮০ জন কয়েদি ছিলেন। এ দুর্ঘটনার সুযোগে কেউ পালাতে পারেনি বলে কারাগারের কর্মকর্তারা জানিয়েছেন। পর্তুগাল সফরে থাকা কলম্বিয়ার বিদায়ি প্রেসিডেন্ট ইভান দুকে এই প্রাণহানির ঘটনায় শোক জানিয়ে ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। বিবিসি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কলম্বিয়ার কারাগারে দাঙ্গা, আগুন
কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এক কারাগারে দাঙ্গার সময় আগুন লেগে অন্তত ৪৯ কয়েদি প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন কারারক্ষীসহ অন্তত ৩০ জন। মঙ্গলবার প্রথম প্রহরে টুলুয়া কারগারে কয়েদিদের মধ্যে দাঙ্গার সূত্রপাত হয়। কারারক্ষীরা যাতে বাধা দিতে না পারে, সেজন্য কয়েদিরা একপর্যায়ে ম্যাট্রেসে আগুন লাগিয়ে দেয়। এরপর সেই আগুন ছড়িয়ে পড়ে। যে ওয়ার্ডে আগুন লাগানো হয়েছিল, সেখানে ১৮০ জন কয়েদি ছিলেন। এ দুর্ঘটনার সুযোগে কেউ পালাতে পারেনি বলে কারাগারের কর্মকর্তারা জানিয়েছেন। পর্তুগাল সফরে থাকা কলম্বিয়ার বিদায়ি প্রেসিডেন্ট ইভান দুকে এই প্রাণহানির ঘটনায় শোক জানিয়ে ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। বিবিসি।