কাঠমান্ডুতে ফুচকা নিষিদ্ধ
নেপালে কলেরায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এ কারণে দেশটির রাজধানী কাঠমান্ডুতে ফুচকা খাওয়া নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ফুচকা বা গোলগাপ্পা কিংবা পানিপুরিতে কলেরার ব্যাকটেরিয়া পাওয়ার পরই নড়েচড়ে বসা প্রশাসন এমন সতর্ক পদক্ষেপ নিয়েছে। ইতোমধ্যে অন্তত ১২ জনের দেহে কলেরার জীবাণু ধরা পড়েছে। এই পরিস্থিতিতে কাঠমান্ডুর ললিতপুর মেট্রোপলিটন সিটির (এলএমসি) পক্ষ থেকে জানানো হয়, ফুচকায় ব্যবহৃত পানিতে কলেরার ব্যাকটেরিয়া পাওয়ার এমন সিদ্ধান্ত নেওয়া হয়। বর্ষাকালে পানিতে নানা রকম সংক্রমণ ধরা পড়ে। এ অবস্থায় কাঠমান্ডুর প্রশাসন মনে করছে, শিগগির ফুচকা বিক্রি বন্ধ না করলে সেখানে উদ্বেগজনকভাবে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। এনডিটিভি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কাঠমান্ডুতে ফুচকা নিষিদ্ধ
নেপালে কলেরায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এ কারণে দেশটির রাজধানী কাঠমান্ডুতে ফুচকা খাওয়া নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ফুচকা বা গোলগাপ্পা কিংবা পানিপুরিতে কলেরার ব্যাকটেরিয়া পাওয়ার পরই নড়েচড়ে বসা প্রশাসন এমন সতর্ক পদক্ষেপ নিয়েছে। ইতোমধ্যে অন্তত ১২ জনের দেহে কলেরার জীবাণু ধরা পড়েছে। এই পরিস্থিতিতে কাঠমান্ডুর ললিতপুর মেট্রোপলিটন সিটির (এলএমসি) পক্ষ থেকে জানানো হয়, ফুচকায় ব্যবহৃত পানিতে কলেরার ব্যাকটেরিয়া পাওয়ার এমন সিদ্ধান্ত নেওয়া হয়। বর্ষাকালে পানিতে নানা রকম সংক্রমণ ধরা পড়ে। এ অবস্থায় কাঠমান্ডুর প্রশাসন মনে করছে, শিগগির ফুচকা বিক্রি বন্ধ না করলে সেখানে উদ্বেগজনকভাবে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। এনডিটিভি।