বন্যা হলে স্বয়ংক্রিয়ভাবেই ভেসে উঠবে বাড়ি
প্রযুক্তিবিদ, বৈজ্ঞানিক ও গবেষকদের অভিনব পরিকল্পনা বিশ্ববাসীকে বিভিন্ন বিপর্যয়ের হাত থেকে রক্ষা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। মহামারি হোক বা প্রাকৃতিক বিপর্যয়-তারা সবসময়ই মানুষের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছেন। ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষকে বাঁচাতে এ দুর্যোগসহনীয় বাড়ি বানিয়েছিলেন জাপানের প্রকৌশলীরা। এবার তারাই উদ্ভাবন করলেন বন্যার পানিতে ভেসে থাকতে পারে এমন বাড়ির নকশা। ওডিটি সেন্ট্রাল। সম্প্রতি বন্যার হাত থেকে বাঁচার জন্যে আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে জাপানের একটি সংস্থা। ‘ইচিজো কোমুতেন’ নামে আবাসন নির্মাণকারী সংস্থা প্রধানত বন্যাপ্রবণ এলাকার জন্য এক বিশেষ ধরনের বাড়ি তৈরি করছে। বন্যার সময় পানি জমতে শুরু করলে এই বাড়ির ভেতরে পানি ঢুকতে পারবে না। বরং পানির ওপরেই ভেসে থাকবে পুরো বাড়িটি। খবরটি প্রকাশ্যে আসার পর সবার কৌতূহল বেড়ে যায়। অনেকে গুজব ভাবলেও এক মার্কিন টেলিভিশন চ্যানেল থেকে সংস্থার কর্মীদের সাক্ষাৎকার নেওয়া হয়। এছাড়াও জাপানের টিবিস টিভি চ্যানেলেও এ নিয়ে খবর প্রচার হয়। পানিতে বাড়িটি কীভাবে ভেসে থাকবে, তা-ও ভিডিওর মাধ্যমে দেখানো হয়। মাটির ওপরে পানির স্তর একটি নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত পৌঁছলে বাড়িটিও ধীরে ধীরে উপরের দিকে ভেসে উঠবে।প্রকৌশলীদের নকশা অনুযায়ী বাড়িটি মাটির তলায় লোহার রডের সঙ্গে কেবল দিয়ে আটকানো অবস্থায় থাকবে। পানির ওপর প্রায় পাঁচ মিটার উচ্চতা পর্যন্ত বাড়িটি ভেসে উঠতে পারবে। পানির মাত্রা কমার সঙ্গে সঙ্গে বাড়িটি আবার মাটিতে নেমে আসবে। যত রকমের বৈদ্যুতিক সংযোগ তা বাড়ির ওপরের দিকেই থাকবে, যাতে ভেসে ওঠার সময় পানির সংস্পর্শে এসে কোনো ক্ষতি না হয়। কবে নাগাদ এই মডেলের বাড়ি বানানো সম্পন্ন হবে, তা জানানো হয়নি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বন্যা হলে স্বয়ংক্রিয়ভাবেই ভেসে উঠবে বাড়ি
প্রযুক্তিবিদ, বৈজ্ঞানিক ও গবেষকদের অভিনব পরিকল্পনা বিশ্ববাসীকে বিভিন্ন বিপর্যয়ের হাত থেকে রক্ষা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। মহামারি হোক বা প্রাকৃতিক বিপর্যয়-তারা সবসময়ই মানুষের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছেন। ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষকে বাঁচাতে এ দুর্যোগসহনীয় বাড়ি বানিয়েছিলেন জাপানের প্রকৌশলীরা। এবার তারাই উদ্ভাবন করলেন বন্যার পানিতে ভেসে থাকতে পারে এমন বাড়ির নকশা। ওডিটি সেন্ট্রাল। সম্প্রতি বন্যার হাত থেকে বাঁচার জন্যে আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে জাপানের একটি সংস্থা। ‘ইচিজো কোমুতেন’ নামে আবাসন নির্মাণকারী সংস্থা প্রধানত বন্যাপ্রবণ এলাকার জন্য এক বিশেষ ধরনের বাড়ি তৈরি করছে। বন্যার সময় পানি জমতে শুরু করলে এই বাড়ির ভেতরে পানি ঢুকতে পারবে না। বরং পানির ওপরেই ভেসে থাকবে পুরো বাড়িটি। খবরটি প্রকাশ্যে আসার পর সবার কৌতূহল বেড়ে যায়। অনেকে গুজব ভাবলেও এক মার্কিন টেলিভিশন চ্যানেল থেকে সংস্থার কর্মীদের সাক্ষাৎকার নেওয়া হয়। এছাড়াও জাপানের টিবিস টিভি চ্যানেলেও এ নিয়ে খবর প্রচার হয়। পানিতে বাড়িটি কীভাবে ভেসে থাকবে, তা-ও ভিডিওর মাধ্যমে দেখানো হয়। মাটির ওপরে পানির স্তর একটি নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত পৌঁছলে বাড়িটিও ধীরে ধীরে উপরের দিকে ভেসে উঠবে।প্রকৌশলীদের নকশা অনুযায়ী বাড়িটি মাটির তলায় লোহার রডের সঙ্গে কেবল দিয়ে আটকানো অবস্থায় থাকবে। পানির ওপর প্রায় পাঁচ মিটার উচ্চতা পর্যন্ত বাড়িটি ভেসে উঠতে পারবে। পানির মাত্রা কমার সঙ্গে সঙ্গে বাড়িটি আবার মাটিতে নেমে আসবে। যত রকমের বৈদ্যুতিক সংযোগ তা বাড়ির ওপরের দিকেই থাকবে, যাতে ভেসে ওঠার সময় পানির সংস্পর্শে এসে কোনো ক্ষতি না হয়। কবে নাগাদ এই মডেলের বাড়ি বানানো সম্পন্ন হবে, তা জানানো হয়নি।