ইসরাইলের ১৪তম প্রধানমন্ত্রী লাপিদ
ইসরাইলের ১৪তম প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন লিবারেল রাজনৈতিক দল ইয়াশ আটিডের নেতা ইয়াইর লাপিদ। ১ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নেওয়ায় লাপিদের মেয়াদ সংক্ষিপ্ত হতে পারে। নির্বাচন পর্যন্ত দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করবেন তিনি। ইহুদিদের জন্য সমৃদ্ধশালী, গণতান্ত্রিক একটি রাষ্ট্র গঠনের চেষ্টা করবেন বলে জানিয়েছেন নতুন প্রধানমন্ত্রী। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নতুন প্রধানমন্ত্রীকে এক টুইট বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন। বাইডেন টুইটে লেখেন, ‘মার্কিন-ইসরাইল অটুট অংশীদারিত্ব উদযাপনের জন্য আমি উন্মুখ হয়ে আছি।’ উল্লেখ্য, লাপিদের কাছে ক্ষমতা হস্তান্তরের আগে নাফতালি বেনেট ও ইয়ার লাপিদ সংসদ বিলুপ্তের ঘোষণা দেন। এক সংবাদ সম্মেলনে বেনেট আশা করেন, ‘লাপিদের মতো একজন সম্মানিত ব্যক্তি সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর করবেন।’ এনডিটিভি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ইসরাইলের ১৪তম প্রধানমন্ত্রী লাপিদ
ইসরাইলের ১৪তম প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন লিবারেল রাজনৈতিক দল ইয়াশ আটিডের নেতা ইয়াইর লাপিদ। ১ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নেওয়ায় লাপিদের মেয়াদ সংক্ষিপ্ত হতে পারে। নির্বাচন পর্যন্ত দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করবেন তিনি। ইহুদিদের জন্য সমৃদ্ধশালী, গণতান্ত্রিক একটি রাষ্ট্র গঠনের চেষ্টা করবেন বলে জানিয়েছেন নতুন প্রধানমন্ত্রী। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নতুন প্রধানমন্ত্রীকে এক টুইট বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন। বাইডেন টুইটে লেখেন, ‘মার্কিন-ইসরাইল অটুট অংশীদারিত্ব উদযাপনের জন্য আমি উন্মুখ হয়ে আছি।’ উল্লেখ্য, লাপিদের কাছে ক্ষমতা হস্তান্তরের আগে নাফতালি বেনেট ও ইয়ার লাপিদ সংসদ বিলুপ্তের ঘোষণা দেন। এক সংবাদ সম্মেলনে বেনেট আশা করেন, ‘লাপিদের মতো একজন সম্মানিত ব্যক্তি সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর করবেন।’ এনডিটিভি।