ছোট খবর
অস্ট্রেলিয়ার উপকূলে ২৩০ পাইলট তিমি
অনলাইন ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২২, ১২:০০ এএম | প্রিন্ট সংস্করণ
খাবারের খেঁঋজে উপকূলে এসে মরে পড়ে আছে এক ‘পাইলট তিমি’। অস্ট্রেলিয়ার তাসমানিয়া প্রদেশের পশ্চিম উপকূলে এমন প্রায় ২৩০টি তিমি আটকে আছে। পরিবেশ বিভাগ বুধবার জানিয়েছে, আটকে থাকা তিমির মধ্যে অন্তত অর্ধেক এখনো বেঁচে আছে। সামুদ্রিক সম্পদ সুরক্ষা প্রকল্পের একটি দল তিমি উদ্ধারের সরঞ্জামসহ উল্লিখিত এলাকার উদ্দেশে রওয়ানা হয়েছে।
বিষয়টিকে ‘বড় ঘটনা’ আখ্যায়িত করা হয়েছে পুরো অস্ট্রেলিয়ায়। এলাকাবাসীকে ঘটনাস্থল থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের মেরিন বিজ্ঞানী ওলাফ মেইনেক জানান, উষ্ণ তাপমাত্রার কারণে সমুদ্রের স্রোতের দিক পরিবর্তন হয়ে থাকতে পারে। যার ফলে তদের খাবারের উৎসগুলোও হয়তো দূরে সরে গেছে।
এরকম পরিস্থিতিতে তারা ভিন্ন খাবারের উৎসের জন্য ভিন্ন অঞ্চলে চলে যাবে। ক্ষুধার্ত অবস্থায় বেশি ঝুঁকি নেয় এবং উপকূলের কাছাকাছি চলে আসে। এএফপি।
অস্ট্রেলিয়ার উপকূলে ২৩০ পাইলট তিমি
ছোট খবর
অনলাইন ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
খাবারের খেঁঋজে উপকূলে এসে মরে পড়ে আছে এক ‘পাইলট তিমি’। অস্ট্রেলিয়ার তাসমানিয়া প্রদেশের পশ্চিম উপকূলে এমন প্রায় ২৩০টি তিমি আটকে আছে। পরিবেশ বিভাগ বুধবার জানিয়েছে, আটকে থাকা তিমির মধ্যে অন্তত অর্ধেক এখনো বেঁচে আছে। সামুদ্রিক সম্পদ সুরক্ষা প্রকল্পের একটি দল তিমি উদ্ধারের সরঞ্জামসহ উল্লিখিত এলাকার উদ্দেশে রওয়ানা হয়েছে।
বিষয়টিকে ‘বড় ঘটনা’ আখ্যায়িত করা হয়েছে পুরো অস্ট্রেলিয়ায়। এলাকাবাসীকে ঘটনাস্থল থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের মেরিন বিজ্ঞানী ওলাফ মেইনেক জানান, উষ্ণ তাপমাত্রার কারণে সমুদ্রের স্রোতের দিক পরিবর্তন হয়ে থাকতে পারে। যার ফলে তদের খাবারের উৎসগুলোও হয়তো দূরে সরে গেছে।
এরকম পরিস্থিতিতে তারা ভিন্ন খাবারের উৎসের জন্য ভিন্ন অঞ্চলে চলে যাবে। ক্ষুধার্ত অবস্থায় বেশি ঝুঁকি নেয় এবং উপকূলের কাছাকাছি চলে আসে। এএফপি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023