ছোট খবর

অস্ট্রেলিয়ার উপকূলে ২৩০ পাইলট তিমি

 অনলাইন ডেস্ক 
২২ সেপ্টেম্বর ২০২২, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

খাবারের খেঁঋজে উপকূলে এসে মরে পড়ে আছে এক ‘পাইলট তিমি’। অস্ট্রেলিয়ার তাসমানিয়া প্রদেশের পশ্চিম উপকূলে এমন প্রায় ২৩০টি তিমি আটকে আছে। পরিবেশ বিভাগ বুধবার জানিয়েছে, আটকে থাকা তিমির মধ্যে অন্তত অর্ধেক এখনো বেঁচে আছে। সামুদ্রিক সম্পদ সুরক্ষা প্রকল্পের একটি দল তিমি উদ্ধারের সরঞ্জামসহ উল্লিখিত এলাকার উদ্দেশে রওয়ানা হয়েছে।

বিষয়টিকে ‘বড় ঘটনা’ আখ্যায়িত করা হয়েছে পুরো অস্ট্রেলিয়ায়। এলাকাবাসীকে ঘটনাস্থল থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের মেরিন বিজ্ঞানী ওলাফ মেইনেক জানান, উষ্ণ তাপমাত্রার কারণে সমুদ্রের স্রোতের দিক পরিবর্তন হয়ে থাকতে পারে। যার ফলে তদের খাবারের উৎসগুলোও হয়তো দূরে সরে গেছে।

এরকম পরিস্থিতিতে তারা ভিন্ন খাবারের উৎসের জন্য ভিন্ন অঞ্চলে চলে যাবে। ক্ষুধার্ত অবস্থায় বেশি ঝুঁকি নেয় এবং উপকূলের কাছাকাছি চলে আসে। এএফপি।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন