কাজে ফিরেছেন নারী পুলিশ

 অনলাইন ডেস্ক 
২৬ সেপ্টেম্বর ২০২২, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

অবশেষে কাজে ফেরার সুযোগ পেয়েছেন শতাধিক নারী পুলিশ। শতাধিক নারী পুলিশ অফিসারকে পুনঃনিয়োগ করা হয়েছে। বেশির ভাগই আগের প্রশাসনে দায়িত্ব পালন করেছেন।

শনিবার বাদাখশানের পুলিশ কমান্ডার আব্দুল হক আবু ওমর বলেছেন, আমাদের এখন প্রায় ২০ থেকে ২৫ জন নারী পুলিশ অফিসার এবং ৭০-৮০ জন নারী পুলিশ সদস্য রয়েছে।

কিছু নারী পুলিশ সদস্য আরও বেশি নারীকে সরকারি প্রতিষ্ঠানে কাজ করার অনুমতি দিতে ইসলামিক আমিরাতের কাছে অনুরোধ জানিয়েছে। তোলো নিউজ।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন