ছোট খবর

রিয়াদে এবার ‘সৌদি আইডল’

  
২৭ সেপ্টেম্বর ২০২২, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

আন্তর্জাতিক রিয়েলিটি শো ‘আইডল’। সংগীতবিষয়ক এই অনুষ্ঠানটির সৌদি সংস্করণ ‘সৌদি আইডল’। শিগগিরই টেলিভিশনের পর্দায় দেখতে পারবেন দর্শকেরা। জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটি (জিইএ) এবং এমবিসি গ্রুপ শনিবার যৌথভাবে জানায়, প্রতিযোগিতাটি শুরু হবে ডিসেম্বরে। বিচারক হিসাবে দেখা যাবে সৌদি সংগীতশিল্পী আসিল আবু বকর, আমিরাতের সংগীতশিল্পী ও অভিনয়শিল্পী আহলাম, আরব শিল্পী আসালা (সিরীয় নাগরিক) ও ইরাকি-সৌদি সংগীতশিল্পী ও সুরকার মাজেদ আল মোহান্দিসকে। এমবিসির ট্রেন্ডিং শোতেও ঘোষণা দেওয়া হয় এই আয়োজনের। সেখানে জানানো হয়, সংগীত প্রতিযোগিতার প্রস্তুতি হিসাবে আগামী অক্টোবর থেকে ভিডিওচিত্র ধারণ শুরু হবে। আরব নিউজ।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন