রাহুলের সঙ্গে এবার প্রিয়াঙ্কা
ভারত জোড়ো যাত্রা
যুগান্তর ডেস্ক
২৫ নভেম্বর ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
দাদাকে মনোবল জোগাতে এবার ভারত জোড়ো যাত্রায় পা মেলালেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীও। ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে পাখির চোখ বানিয়েই জনসংযোগ কর্মসূচিতে নেমেছে কংগ্রেস।
কন্যাকুমারী থেকে কাশ্মীর অবধি পদযাত্রা করে গোটা দেশে একতার বার্তা দেওয়াই ভারত জোড়ো যাত্রার লক্ষ্য। এই যাত্রার নেতৃত্ব দিচ্ছেন কংগ্রেস সাংসদ তথা প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। ১৭ সেপ্টেম্বরে কন্যাকুমারী থেকে শুরু হওয়া ভারত জোড়ো যাত্রা বুধবারই মহারাষ্ট্র থেকে মধ্য প্রদেশে প্রবেশ করে। বৃহষ্পতিবার এই যাত্রা ৭৮ দিনে পড়ল ।
আর এদিন সকালেই মধ্যপ্রদেশে যান প্রিয়াঙ্কা গান্ধী ভঢরা। রাহুল গান্ধীর সঙ্গে পা মিলিয়ে পদযাত্রায় অংশ নেন। তবে একা নন, স্বামী রবার্ট ভঢরা ও ছেলে রায়হান ভঢরাও শামিল হয়েছেন এ যাত্রায়। প্রিয়াঙ্কা গান্ধী ভারত জোড়ো যাত্রায় যোগ দিতেই কংগ্রেসের তরফে গান্ধী ভাই-বোনের ছবি শেয়ার করা হয়। ছবির ক্যাপশনে হিন্দিতে লেখা, আমাদের পদক্ষেপ আরও শক্তিশালী হবে যখন আমরা একসঙ্গে হাঁটব।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ভারত জোড়ো যাত্রা
রাহুলের সঙ্গে এবার প্রিয়াঙ্কা
দাদাকে মনোবল জোগাতে এবার ভারত জোড়ো যাত্রায় পা মেলালেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীও। ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে পাখির চোখ বানিয়েই জনসংযোগ কর্মসূচিতে নেমেছে কংগ্রেস।
কন্যাকুমারী থেকে কাশ্মীর অবধি পদযাত্রা করে গোটা দেশে একতার বার্তা দেওয়াই ভারত জোড়ো যাত্রার লক্ষ্য। এই যাত্রার নেতৃত্ব দিচ্ছেন কংগ্রেস সাংসদ তথা প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। ১৭ সেপ্টেম্বরে কন্যাকুমারী থেকে শুরু হওয়া ভারত জোড়ো যাত্রা বুধবারই মহারাষ্ট্র থেকে মধ্য প্রদেশে প্রবেশ করে। বৃহষ্পতিবার এই যাত্রা ৭৮ দিনে পড়ল ।
আর এদিন সকালেই মধ্যপ্রদেশে যান প্রিয়াঙ্কা গান্ধী ভঢরা। রাহুল গান্ধীর সঙ্গে পা মিলিয়ে পদযাত্রায় অংশ নেন। তবে একা নন, স্বামী রবার্ট ভঢরা ও ছেলে রায়হান ভঢরাও শামিল হয়েছেন এ যাত্রায়। প্রিয়াঙ্কা গান্ধী ভারত জোড়ো যাত্রায় যোগ দিতেই কংগ্রেসের তরফে গান্ধী ভাই-বোনের ছবি শেয়ার করা হয়। ছবির ক্যাপশনে হিন্দিতে লেখা, আমাদের পদক্ষেপ আরও শক্তিশালী হবে যখন আমরা একসঙ্গে হাঁটব।