পাকিস্তানের নতুন সেনাপ্রধান জেনারেল আসিম মুনির
যুগান্তর ডেস্ক
৩০ নভেম্বর ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
পাকিস্তানের নতুন সেনাপ্রধান হিসাবে দায়িত্ব নিলেন জেনারেল সৈয়দ আসিম মুনির আহমদ। পাকিস্তান ফ্রন্টিয়ার কোর, প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা আইএসআই, জনসংযোগ বিভাগ আইএসপিআর ও সেনা সদরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকারী আসিম মুনির কেবল দক্ষ সৈনিক ও কমান্ডার নন, তিনি একজন হাফেজ-এ-কুরআন। নতুন সেনাপ্রধানের কাছে দায়িত্ব হস্তান্তরকালে এ কথা জানিয়েছেন বিদায়ী সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া। ডন।
মঙ্গলবার সকালে রাওয়ালপিন্ডির সেনা সদরে আনুষ্ঠানিকভাবে আসিম মুনিরের কাছে কমান্ড ব্যাটন হস্তান্তর করেন জেনারেল কামার জাভেদ বাজওয়া। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ গত সপ্তাহে ১৭তম সেনাপ্রধান হিসাবে আসিম মুনিরকে মনোনীত করেন। আসিম মুনির জেনারেল বাজওয়ার ঘনিষ্ঠ ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরোধী হিসেবে পরিচিত। চাকরির বয়স অনুযায়ী আসিম মুনিরের ২৭ নভেম্বর রোববার অবসরে যাওয়ার কথা ছিল। বিষয়টিকে পাশ কাটাতে গত সপ্তাহে তাকে তাৎক্ষণিকভাবে চার-তারকা জেনারেল হিসাবে পদোন্নতি দিয়ে চাকরির মেয়াদ বাড়ানো হয়। রাওয়ালপিন্ডিতে মঙ্গলবার আনুষ্ঠানিকতার মাধ্যমে তাকে সেনাপ্রধান নিয়োগের পরিকল্পনা বাস্তবায়িত হলো। ১৯৮৬ সালে পাকিস্তান সেনাবাহিনীর অফিসার্স ট্রেইনিং স্কুলের মাধ্যমে সৈনিক জীবন শুরু করেন আসিম মুনির। সীমান্ত রক্ষায় নিয়োজিত ফ্রন্টিয়ার ফোর্স রেজিমেন্টে তিনি কমিশন প্রাপ্ত হন। বিদায়ী সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া এক্স কোরের কমান্ডার থাকাকালে তার অধীনে ব্রিগেডিয়ার হিসেবে উত্তরাঞ্চলীয় ফোর্সের কমান্ডারের দায়িত্ব পালন করেন আসিম মুনীর। সেখান থেকেই দু’জনের ঘনিষ্ঠতা শুরু।
বাজওয়া সেনাপ্রধান হবার পর আসিম মুনিরকে ২০১৭ সালের শুরুতে মিলিটারি ইন্টেলিজেন্সের ডিরেক্টর পদে নিয়োগ দেন। ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে তাকে তিন-তারকা জেনারেল হিসেবে পদোন্নতি দেওয়া হয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পাকিস্তানের নতুন সেনাপ্রধান জেনারেল আসিম মুনির
পাকিস্তানের নতুন সেনাপ্রধান হিসাবে দায়িত্ব নিলেন জেনারেল সৈয়দ আসিম মুনির আহমদ। পাকিস্তান ফ্রন্টিয়ার কোর, প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা আইএসআই, জনসংযোগ বিভাগ আইএসপিআর ও সেনা সদরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকারী আসিম মুনির কেবল দক্ষ সৈনিক ও কমান্ডার নন, তিনি একজন হাফেজ-এ-কুরআন। নতুন সেনাপ্রধানের কাছে দায়িত্ব হস্তান্তরকালে এ কথা জানিয়েছেন বিদায়ী সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া। ডন।
মঙ্গলবার সকালে রাওয়ালপিন্ডির সেনা সদরে আনুষ্ঠানিকভাবে আসিম মুনিরের কাছে কমান্ড ব্যাটন হস্তান্তর করেন জেনারেল কামার জাভেদ বাজওয়া। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ গত সপ্তাহে ১৭তম সেনাপ্রধান হিসাবে আসিম মুনিরকে মনোনীত করেন। আসিম মুনির জেনারেল বাজওয়ার ঘনিষ্ঠ ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরোধী হিসেবে পরিচিত। চাকরির বয়স অনুযায়ী আসিম মুনিরের ২৭ নভেম্বর রোববার অবসরে যাওয়ার কথা ছিল। বিষয়টিকে পাশ কাটাতে গত সপ্তাহে তাকে তাৎক্ষণিকভাবে চার-তারকা জেনারেল হিসাবে পদোন্নতি দিয়ে চাকরির মেয়াদ বাড়ানো হয়। রাওয়ালপিন্ডিতে মঙ্গলবার আনুষ্ঠানিকতার মাধ্যমে তাকে সেনাপ্রধান নিয়োগের পরিকল্পনা বাস্তবায়িত হলো। ১৯৮৬ সালে পাকিস্তান সেনাবাহিনীর অফিসার্স ট্রেইনিং স্কুলের মাধ্যমে সৈনিক জীবন শুরু করেন আসিম মুনির। সীমান্ত রক্ষায় নিয়োজিত ফ্রন্টিয়ার ফোর্স রেজিমেন্টে তিনি কমিশন প্রাপ্ত হন। বিদায়ী সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া এক্স কোরের কমান্ডার থাকাকালে তার অধীনে ব্রিগেডিয়ার হিসেবে উত্তরাঞ্চলীয় ফোর্সের কমান্ডারের দায়িত্ব পালন করেন আসিম মুনীর। সেখান থেকেই দু’জনের ঘনিষ্ঠতা শুরু।
বাজওয়া সেনাপ্রধান হবার পর আসিম মুনিরকে ২০১৭ সালের শুরুতে মিলিটারি ইন্টেলিজেন্সের ডিরেক্টর পদে নিয়োগ দেন। ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে তাকে তিন-তারকা জেনারেল হিসেবে পদোন্নতি দেওয়া হয়।