পুলিশের গাড়িতে বোমা হামলা
রাস্তার ধারে উলটে পড়ে আছে আত্মঘাতী বোমা হামলায় বিধ্বস্ত পুলিশের ট্রাক। কীভাবে হলো পাশে দাঁড়িয়ে সেটাই বোঝার চেষ্টা করছে পুলিশ ও স্থানীয়রা। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটার বেলালি এলাকায় বুধবার সকালের এ হামলায় কমপক্ষে পাঁচজন নিহত ও ২৮ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে পুলিশ সদস্য ছাড়াও কয়েকজন নারী-শিশু রয়েছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠন টিটিপি এ হামলার দায় স্বীকার করেছে। পুলিশের একজন কর্মকর্তা জানান, টহলরত পুলিশের একটি ট্রাক লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। এতে পুলিশের একজন এসআই ছাড়াও বেশ কয়েকজন নিহত হন। আহত হয়েছেন কমপক্ষে ২৮ জন, যার মধ্যে ১৬ জন পুলিশ সদস্য। তারা পোলিও টিকাদানে নিয়োজিত একটি টিমের সুরক্ষায় দায়িত্ব পালন করছিলেন। বার্তা সংস্থা রয়টার্সের কাছে পাঠানো খুদে বার্তায় জঙ্গিবাদী গোষ্ঠী টিটিপি এ হামলার দায় স্বীকার করেছে। চলতি সপ্তাহের শুরুতে টিটিপি পাকিস্তান সরকারের সঙ্গে যুদ্ধবিরতি অবসানের ঘোষণা দিয়েছিল -এএফপি
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পুলিশের গাড়িতে বোমা হামলা
রাস্তার ধারে উলটে পড়ে আছে আত্মঘাতী বোমা হামলায় বিধ্বস্ত পুলিশের ট্রাক। কীভাবে হলো পাশে দাঁড়িয়ে সেটাই বোঝার চেষ্টা করছে পুলিশ ও স্থানীয়রা। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটার বেলালি এলাকায় বুধবার সকালের এ হামলায় কমপক্ষে পাঁচজন নিহত ও ২৮ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে পুলিশ সদস্য ছাড়াও কয়েকজন নারী-শিশু রয়েছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠন টিটিপি এ হামলার দায় স্বীকার করেছে। পুলিশের একজন কর্মকর্তা জানান, টহলরত পুলিশের একটি ট্রাক লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। এতে পুলিশের একজন এসআই ছাড়াও বেশ কয়েকজন নিহত হন। আহত হয়েছেন কমপক্ষে ২৮ জন, যার মধ্যে ১৬ জন পুলিশ সদস্য। তারা পোলিও টিকাদানে নিয়োজিত একটি টিমের সুরক্ষায় দায়িত্ব পালন করছিলেন। বার্তা সংস্থা রয়টার্সের কাছে পাঠানো খুদে বার্তায় জঙ্গিবাদী গোষ্ঠী টিটিপি এ হামলার দায় স্বীকার করেছে। চলতি সপ্তাহের শুরুতে টিটিপি পাকিস্তান সরকারের সঙ্গে যুদ্ধবিরতি অবসানের ঘোষণা দিয়েছিল -এএফপি