বিক্ষোভের মুখে করোনা বিধিনিষেধ শিথিল
বিক্ষোভের মুখে করোনার বিধিনিষেধ শিথিল করল চীন। বৃহস্পতিবার দেশটির গুরুত্বপূর্ণ শহর সাংহাই ও গুয়াংজুও প্রায় ডজন খানক শহরে বধিনিষেধ শিথিলের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। বিবিসির খবরে বলা হয়, গুয়াংজুর অর্ধেক এলাকা থেকে বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। এ ছাড়া গণহারে পিসিআর টেস্টও বন্ধ করা হয়েছে। এখন থেকে শহরটির বাসিন্দারা করোনায় আক্রান্তের কাছাকাছি থাকতে পারবে। তবে এ ক্ষেত্রে হোম কোয়ারেন্টিনে থাকার মতো নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। করোনা মহামারির শুরু থেকে লকডাউনসহ একের পর এক বিধিনিষেধে ক্ষুব্ধ চীনের জনগণ। সম্প্রতি দেশটির গুরুত্বপূর্ণ বিভিন্ন শহরে লকডাউনবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। মঙ্গলবার গুয়াংজুতে বড় ধরনের লকডাউনবিরোধী বিক্ষোভ হয়। গুয়াংজুতে এদিন বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাও ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সংক্রমণ প্রতিরোধী সাদা পোশাক পরিহিত কয়েক ডজন দাঙ্গা পুলিশ মাথার ওপর বর্ম ধরে এগিয়ে যাচ্ছে। এ সময় ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীদের পুলিশের দিকে ঢিল ছুড়তে দেখা যায়। অন্য আরেকটি ভিডিও ফুটেজে লোকজনকে পুলিশের দিকে বিভিন্ন জিনিসপত্র ছুড়তে দেখা যায়। আরেকটি ভিডিওতে দেখা যায়, সরু একটি গলিতে টিয়ার শেল থেকে বাঁচতে দৌড়ে পালাচ্ছে লোকজন। এ ছাড়া হ্যান্ডকাফ পরিয়ে একদল লোককে পাহারা দিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যেতে দেখা যায়। এদিকে চীনে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। প্রতিদিনই গড়ে ৩০ হাজার মানুষ আক্রান্ত হচ্ছে এ ভাইরাসে। বুধবার দেশটিতে ৩৬ হাজার ৬১ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ছোট খবর
বিক্ষোভের মুখে করোনা বিধিনিষেধ শিথিল
বিক্ষোভের মুখে করোনার বিধিনিষেধ শিথিল করল চীন। বৃহস্পতিবার দেশটির গুরুত্বপূর্ণ শহর সাংহাই ও গুয়াংজুও প্রায় ডজন খানক শহরে বধিনিষেধ শিথিলের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। বিবিসির খবরে বলা হয়, গুয়াংজুর অর্ধেক এলাকা থেকে বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। এ ছাড়া গণহারে পিসিআর টেস্টও বন্ধ করা হয়েছে। এখন থেকে শহরটির বাসিন্দারা করোনায় আক্রান্তের কাছাকাছি থাকতে পারবে। তবে এ ক্ষেত্রে হোম কোয়ারেন্টিনে থাকার মতো নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। করোনা মহামারির শুরু থেকে লকডাউনসহ একের পর এক বিধিনিষেধে ক্ষুব্ধ চীনের জনগণ। সম্প্রতি দেশটির গুরুত্বপূর্ণ বিভিন্ন শহরে লকডাউনবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। মঙ্গলবার গুয়াংজুতে বড় ধরনের লকডাউনবিরোধী বিক্ষোভ হয়। গুয়াংজুতে এদিন বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাও ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সংক্রমণ প্রতিরোধী সাদা পোশাক পরিহিত কয়েক ডজন দাঙ্গা পুলিশ মাথার ওপর বর্ম ধরে এগিয়ে যাচ্ছে। এ সময় ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীদের পুলিশের দিকে ঢিল ছুড়তে দেখা যায়। অন্য আরেকটি ভিডিও ফুটেজে লোকজনকে পুলিশের দিকে বিভিন্ন জিনিসপত্র ছুড়তে দেখা যায়। আরেকটি ভিডিওতে দেখা যায়, সরু একটি গলিতে টিয়ার শেল থেকে বাঁচতে দৌড়ে পালাচ্ছে লোকজন। এ ছাড়া হ্যান্ডকাফ পরিয়ে একদল লোককে পাহারা দিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যেতে দেখা যায়। এদিকে চীনে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। প্রতিদিনই গড়ে ৩০ হাজার মানুষ আক্রান্ত হচ্ছে এ ভাইরাসে। বুধবার দেশটিতে ৩৬ হাজার ৬১ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।