ক্ষেপেছে জনগণ, চাপে নেতানিয়াহু
jugantor
ইসরাইলে লাখ লাখ মানুষের বিক্ষোভ
ক্ষেপেছে জনগণ, চাপে নেতানিয়াহু

  যুগান্তর ডেস্ক  

২৮ মার্চ ২০২৩, ০০:০০:০০  |  প্রিন্ট সংস্করণ

বিচারব্যবস্থার সংস্কার ঠেকাতে এবার ক্ষেপে উঠেছে পুরো ইসরাইল। প্রায় প্রতিদিনই দেশটির রাজপথে জড়ো হচ্ছে হাজার হাজার মানুষ। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে বিক্ষোভের আগুন জ্বলছে দেশটিতে। রোববার সে আগুনে গরম ঘি ঢেলে দিলেন নেতানিয়াহু নিজেই। ‘বিচারব্যবস্থা সংস্কারের’ বিরুদ্ধে কথা বলায় বরখাস্ত করলেন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তেকে। আর এতেই ফুঁসে উঠেছে দেশটির আপামর জনসাধারণ। পার্লামেন্ট ভবন থেকে শুরু করে নেতানিয়াহু ব্যক্তিগত বাসভবন-সবখানেই জড়ো হয় সরকার পতন বিক্ষোভের জটলা। তবে সবেচেয়ে বেশি চাপে পড়েছেন সোমবার। দেশটির সবচেয়ে বড় ও জাতীয় শ্রমিক ইউনিয়ন সংগঠন ‘হিসট্রাদ’ ধর্মঘটে নামার পর। স্থানীয় সময় বেলা ১১টায় জাতির উদ্দেশে বক্তব্য দেওয়ার কথা থাকলেও সন্ধ্যা পর্যন্তও বক্তব্য দেননি তিনি। এএফপি, আলজাজিরা।

রোববার নেতানিয়াহুর নেওয়া ‘বিচারব্যবস্থা সংস্কার’ সংশোধনের জন্য ক্ষমতাসীন লিকুদ পার্টির প্রথম জ্যেষ্ঠ সদস্য, যিনি এই উদ্যোগের বিরুদ্ধে কথা বলেছেন। প্রধানমন্ত্রীকে তার সরকারের নেওয়া বিতর্কিত প্রস্তাবগুলো বাতিলের আহ্বান জানিয়েছিলেন ইয়োভ গ্যালান্ত। বিচারব্যবস্থা সংস্কারের বিরুদ্ধে গত কয়েক মাস ধরে বিক্ষোভ চলছে ইসরাইলে। দিনে দিনে অসন্তোষ আরও বাড়ছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, নেতানিয়াহুর পদত্যাগের দাবি জোরালো হচ্ছে। দেশটির রাজনৈতিক অঙ্গনেও চরম অস্থিরতা দেখা দিয়েছে। সেনাবাহিনীর মধ্যে অসন্তোষের জন্ম দিয়েছে। এর মধ্যে প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করে চলমান অস্থিরতাকে আরও উসকে দিয়েছেন নেতানিয়াহু। রোববার সন্ধ্যায় রাজপথে জনতার ঢল নামে। আন্দোলনকারীরা সড়কে আগুন জ্বালিয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দেন। বিক্ষোভকারীরা জেরুজালেমে নেতানিয়াহুর ব্যক্তিগত বাড়ির কাছাকাছি পুলিশি ব্যারিকেড ভাঙার চেষ্টা করে। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। পুলিশের সঙ্গে সংঘর্ষ বেধে যায় তাদের। ক্ষুব্ধ জনগণ তেল আবিবের প্রধান সড়ক অবরোধ করে, রাস্তায় নীল-সাদা পতাকা ওড়ায়। কিছুক্ষণের মধ্যে জনসমুদ্রে পরিণত হয় রাজপথ। বিয়ারশেবা, হাইফা, জেরুজালেম, তেল আবিবসহ অনেক জায়গায় বিক্ষোভ হয়।

পার্লামেন্টের দিকেও অগ্রসর হতে দেখা যায় আন্দোলনকারীদের। ইসরাইলজুড়ে এমন পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র বলেন, যত দ্রুত সম্ভব সমঝোতা খুঁজে বের করতে ইসরাইলি নেতাদের আহ্বান জানাচ্ছে যুক্তরাষ্ট্র।

ইসরাইলে লাখ লাখ মানুষের বিক্ষোভ

ক্ষেপেছে জনগণ, চাপে নেতানিয়াহু

 যুগান্তর ডেস্ক 
২৮ মার্চ ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

বিচারব্যবস্থার সংস্কার ঠেকাতে এবার ক্ষেপে উঠেছে পুরো ইসরাইল। প্রায় প্রতিদিনই দেশটির রাজপথে জড়ো হচ্ছে হাজার হাজার মানুষ। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে বিক্ষোভের আগুন জ্বলছে দেশটিতে। রোববার সে আগুনে গরম ঘি ঢেলে দিলেন নেতানিয়াহু নিজেই। ‘বিচারব্যবস্থা সংস্কারের’ বিরুদ্ধে কথা বলায় বরখাস্ত করলেন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তেকে। আর এতেই ফুঁসে উঠেছে দেশটির আপামর জনসাধারণ। পার্লামেন্ট ভবন থেকে শুরু করে নেতানিয়াহু ব্যক্তিগত বাসভবন-সবখানেই জড়ো হয় সরকার পতন বিক্ষোভের জটলা। তবে সবেচেয়ে বেশি চাপে পড়েছেন সোমবার। দেশটির সবচেয়ে বড় ও জাতীয় শ্রমিক ইউনিয়ন সংগঠন ‘হিসট্রাদ’ ধর্মঘটে নামার পর। স্থানীয় সময় বেলা ১১টায় জাতির উদ্দেশে বক্তব্য দেওয়ার কথা থাকলেও সন্ধ্যা পর্যন্তও বক্তব্য দেননি তিনি। এএফপি, আলজাজিরা।

রোববার নেতানিয়াহুর নেওয়া ‘বিচারব্যবস্থা সংস্কার’ সংশোধনের জন্য ক্ষমতাসীন লিকুদ পার্টির প্রথম জ্যেষ্ঠ সদস্য, যিনি এই উদ্যোগের বিরুদ্ধে কথা বলেছেন। প্রধানমন্ত্রীকে তার সরকারের নেওয়া বিতর্কিত প্রস্তাবগুলো বাতিলের আহ্বান জানিয়েছিলেন ইয়োভ গ্যালান্ত। বিচারব্যবস্থা সংস্কারের বিরুদ্ধে গত কয়েক মাস ধরে বিক্ষোভ চলছে ইসরাইলে। দিনে দিনে অসন্তোষ আরও বাড়ছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, নেতানিয়াহুর পদত্যাগের দাবি জোরালো হচ্ছে। দেশটির রাজনৈতিক অঙ্গনেও চরম অস্থিরতা দেখা দিয়েছে। সেনাবাহিনীর মধ্যে অসন্তোষের জন্ম দিয়েছে। এর মধ্যে প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করে চলমান অস্থিরতাকে আরও উসকে দিয়েছেন নেতানিয়াহু। রোববার সন্ধ্যায় রাজপথে জনতার ঢল নামে। আন্দোলনকারীরা সড়কে আগুন জ্বালিয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দেন। বিক্ষোভকারীরা জেরুজালেমে নেতানিয়াহুর ব্যক্তিগত বাড়ির কাছাকাছি পুলিশি ব্যারিকেড ভাঙার চেষ্টা করে। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। পুলিশের সঙ্গে সংঘর্ষ বেধে যায় তাদের। ক্ষুব্ধ জনগণ তেল আবিবের প্রধান সড়ক অবরোধ করে, রাস্তায় নীল-সাদা পতাকা ওড়ায়। কিছুক্ষণের মধ্যে জনসমুদ্রে পরিণত হয় রাজপথ। বিয়ারশেবা, হাইফা, জেরুজালেম, তেল আবিবসহ অনেক জায়গায় বিক্ষোভ হয়।

পার্লামেন্টের দিকেও অগ্রসর হতে দেখা যায় আন্দোলনকারীদের। ইসরাইলজুড়ে এমন পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র বলেন, যত দ্রুত সম্ভব সমঝোতা খুঁজে বের করতে ইসরাইলি নেতাদের আহ্বান জানাচ্ছে যুক্তরাষ্ট্র।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন