ছোট খবর

দুই বছর পর চীনে আলিবাবা

  
২৮ মার্চ ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

প্রায় দুই বছর পর চীনের মূল ভূখণ্ডে ফিরেছেন আলিবাবা গ্রুপের প্রতিষ্ঠাতা জ্যাক মা। নাম জ্যাক মা হলেও আলিবাবা নামেই তিনি বেশি পরিচিত। সোমবার দেশটির দক্ষিণাঞ্চলের হাংঝোউ শহরে নিজের প্রতিষ্ঠিত একটি স্কুল পরিদর্শন করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে জ্যাক মা’র স্কুল পরিদর্শনের ছবি ছড়িয়ে পড়ে। এএফপি।

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে জানা যায়, সোমবার জ্যাক মা হাংঝোউ শহরের ইউনগু স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন। ২০১৭ সালে আলিবাবার অর্থায়নে স্কুলটি প্রতিষ্ঠিত হয়। পরিদর্শনকালে এই ধনকুবের শিক্ষাব্যবস্থা ও আলোচিত চ্যাটজিপিটি প্রযুক্তি নিয়ে কথা বলেন। হংকংয়ে যাত্রাবিরতি শেষে চীনের মূল ভূখণ্ডে ফেরেন জ্যাক মা। শহরটিতে তিনি বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ করেন। চিত্রকর্মের একটি প্রদর্শনী ঘুরে দেখেছেন তিনি। চিত্রকর্ম ও শিল্পকর্মের বিষয়ে জ্যাক মা’র আগ্রহ নতুন নয়। এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানায়, জ্যাক মা’র চীনে ফেরার খবর প্রকাশের পর হংকংয়ে আলিবাবার শেয়ারের দাম ৪ শতাংশ বেড়ে যায়। উল্লেখ্য, সাউথ চায়না মর্নিং পোস্টেরও মালিক আলিবাবা। তবে আলিবাবার চেয়ারম্যান পদ থেকে অবসর নিয়েছেন জ্যাক মা। ২০১৯ সালে নিজের ৫৫তম জন্মদিনে তিনি এ পদ ছাড়েন। এর পর থেকে বিশ্বের বিভিন্ন দেশে থাকতে শুরু করেন এই ধনকুবের। মাঝে অনেকটা সময় নিরুদ্দেশ ছিলেন জ্যাক মা। সাম্প্রতিক বছরগুলোতে তাকে জনসমক্ষে দেখা যায়নি। এমনকি মৃত্যুর গুজবও ছড়িয়ে পড়েছিল। তবে গত বছর খবর প্রকাশিত হয়, জ্যাক মা জাপানের টোকিওতে রয়েছেন। তার আগে স্প্যানিশ দ্বীপ ম্যালোরকাতেও সময় কাটিয়েছেন তিনি। সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছিল, চীন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার পরপরই জ্যাক মা টোকিওতে আত্মগোপনে চলে যান। এরপর তাকে সবশেষ হংকংয়ে দেখা যায়। জ্যাক মা চীনের সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি ছিলেন। কিন্তু চীন সরকারের সমালোচনা শুরু করলে বিপত্তি বাধে। সরকারের সমালোচনার পর জ্যাক মা’র প্রতিষ্ঠান আলিবাবার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয় বেইজিং। ২.৭৫ বিলিয়ন ডলার জরিমানা করে দেশটির কমিউনিস্ট সরকার। এসবের জেরেই আত্মগোপনে যান তিনি। সম্প্রতি চীনা কর্তৃপক্ষ বেসরকারি খাতের উন্নয়নে সমর্থনের ঘোষণা দেয়। পাশাপাশি প্রযুক্তি প্রতিষ্ঠানসহ বেসরকারি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ বন্ধ করার কথা জানায়। এর পরিপ্রেক্ষিতে জ্যাক মা দেশে ফিরেছেন বলে মনে করছেন অনেকে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কিছু জানা যায়নি।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন