যুদ্ধের আগুনে ঘি ঢালল জার্মানি
যুদ্ধে রাশিয়াকে হারাতে উঠেপড়ে লেগেছে গোটা পশ্চিমসহ মার্কিন ঘনিষ্ঠ বিশ্বের অন্য দেশগুলো। চলমান এই যুদ্ধে শুরু থেকেই পশ্চিমা দেশগুলোর কাছে আধুনিক সামরিক সরঞ্জাম দেওয়ার আহ্বান জানিয়ে আসছে ইউক্রেন। পেয়েছেও অনেক- যুদ্ধ সরঞ্জাম, আর্থিক, কূটনৈতিক সবই। ইউক্রেনকে অস্ত্র দিয়ে সাহায্য করার তালিকায় রয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ কম-বেশি প্রায় সব পশ্চিমা রাষ্ট্রই। তবে এবার দূরপাল্লার আক্রমণ ক্ষমতাসম্পন্ন সবচেয়ে শক্তিশালী ট্যাংক সরবরাহ করে যুদ্ধের আগুনে নতুন করে ঘি ঢালল জার্মানি। সোমবার পাঠানো ওই ‘বিরাট বহরে’ ছিল ১৮টি লেপার্ড-২ ট্যাংক। এর আগে সমরাস্ত্রগুলো ব্যবহারের জন্য নিজ ভূখণ্ডেই ইউক্রেন সেনাদের প্রশিক্ষণের ব্যবস্থা করে জার্মানি। বিবিসি, রয়টার্স, সিএনএন। জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বারিস পিস্টোরিয়াস বলেন, আমি নিশ্চিত যুদ্ধের ফ্রন্টলাইনে ট্যাংকগুলো ‘গুরুত্বপূর্ণ ভূমিকা’ পালন করতে পারবে। আরও বলেন, ‘প্রতিশ্রুতি অনুযায়ী সময় মতোই আমাদের ইউক্রেন বন্ধুদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছে।’ জার্মান এর আগে ইউক্রেনে ট্যাংক সরবরাহ করতে সম্মত হয়েছিল জানুয়ারিতে। লেপার্ড-২ এর আগমনের বিষয়ে কোনো মন্তব্য করেনি ইউক্রেন সরকার। তবে তারা যুক্তরাজ্যে নির্মিত চ্যালেঞ্জার-২ ট্যাংকের আগমন নিশ্চিত করেছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ছোট খবর
যুদ্ধের আগুনে ঘি ঢালল জার্মানি
যুদ্ধে রাশিয়াকে হারাতে উঠেপড়ে লেগেছে গোটা পশ্চিমসহ মার্কিন ঘনিষ্ঠ বিশ্বের অন্য দেশগুলো। চলমান এই যুদ্ধে শুরু থেকেই পশ্চিমা দেশগুলোর কাছে আধুনিক সামরিক সরঞ্জাম দেওয়ার আহ্বান জানিয়ে আসছে ইউক্রেন। পেয়েছেও অনেক- যুদ্ধ সরঞ্জাম, আর্থিক, কূটনৈতিক সবই। ইউক্রেনকে অস্ত্র দিয়ে সাহায্য করার তালিকায় রয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ কম-বেশি প্রায় সব পশ্চিমা রাষ্ট্রই। তবে এবার দূরপাল্লার আক্রমণ ক্ষমতাসম্পন্ন সবচেয়ে শক্তিশালী ট্যাংক সরবরাহ করে যুদ্ধের আগুনে নতুন করে ঘি ঢালল জার্মানি। সোমবার পাঠানো ওই ‘বিরাট বহরে’ ছিল ১৮টি লেপার্ড-২ ট্যাংক। এর আগে সমরাস্ত্রগুলো ব্যবহারের জন্য নিজ ভূখণ্ডেই ইউক্রেন সেনাদের প্রশিক্ষণের ব্যবস্থা করে জার্মানি। বিবিসি, রয়টার্স, সিএনএন। জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বারিস পিস্টোরিয়াস বলেন, আমি নিশ্চিত যুদ্ধের ফ্রন্টলাইনে ট্যাংকগুলো ‘গুরুত্বপূর্ণ ভূমিকা’ পালন করতে পারবে। আরও বলেন, ‘প্রতিশ্রুতি অনুযায়ী সময় মতোই আমাদের ইউক্রেন বন্ধুদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছে।’ জার্মান এর আগে ইউক্রেনে ট্যাংক সরবরাহ করতে সম্মত হয়েছিল জানুয়ারিতে। লেপার্ড-২ এর আগমনের বিষয়ে কোনো মন্তব্য করেনি ইউক্রেন সরকার। তবে তারা যুক্তরাজ্যে নির্মিত চ্যালেঞ্জার-২ ট্যাংকের আগমন নিশ্চিত করেছে।