জাপান সাগরে মিসাইল ছুড়ল রাশিয়া

  
২৯ মার্চ ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

এবার জাপান সাগরে সুপারসনিক অ্যান্টি-শিপ (জাহাজ-বিধ্বংসী) মিসাইল নিক্ষেপ করল রাশিয়া। মঙ্গলবার দেশটির নৌবাহিনী জাপান সাগরে একটি কৃত্রিম লক্ষ্যবস্তুতে ওই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে। আলজাজিরা, এবিসি নিউজ, রয়টার্স, এপি।

জাপান সাগরে সুপারসনিক মিসাইল নিক্ষেপের বিষয়ে মঙ্গলবার নিজেদের টেলিগ্রাম অ্যাকাউন্টে বিবৃতি দিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, ‘প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের ক্ষেপণাস্ত্রবাহী জাহাজগুলো জাপান সাগরের পানিতে একটি কৃত্রিম সামুদ্রিক লক্ষ্যবস্তুতে মস্কিট ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে মস্কো।’ রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, ‘কৃত্রিম ওই লক্ষ্যবস্তুটি প্রায় ১০০ কিলোমিটার (৬২.১৪ মাইল) দূরত্বে অবস্থান করছিল। দুটি মস্কিট ক্রুজ মিসাইল দিয়ে সরাসরি সেটিতে সফলভাবে আঘাত হানা হয়েছে।’ সংবাদ সংস্থা রয়টার্স বলছে, পি-২৭০ মস্কিট হচ্ছে রাশিয়ার সোভিয়েত আমলের মাঝারি-পাল্লার সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র। ১২০ কিলোমিটার (৭৫ মাইল) পর্যন্ত যেকোনো জাহাজকে এই ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম। জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমাসা হায়াশি বলেছেন, টোকিও মস্কোর সামরিক এ ধরনের অভিযানের বিরুদ্ধে সজাগ থাকবে। তিনি আরও বলেছেন, সুপারসনিক এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এক সংবাদ সম্মেলনে হায়াশি বলেন, ‘ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন অব্যাহত থাকার মধ্যেই রুশ বাহিনী জাপানের আশপাশের অঞ্চলসহ দূরপ্রাচ্যে আরও সক্রিয় হয়ে উঠছে।’ রয়টার্স।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন