যুক্তরাষ্ট্রের ৬ রাজ্যে ৪০ টর্নেডো
jugantor
যুক্তরাষ্ট্রের ৬ রাজ্যে ৪০ টর্নেডো

   

০২ এপ্রিল ২০২৩, ০০:০০:০০  |  প্রিন্ট সংস্করণ

ঘরবাড়ি সব হারিয়ে প্রতিবেশীকে জড়িয়ে ধরেছেন এক নারী। পেছনে ধসে পড়া বাড়িটি হয়তো তারই। মাটিতে আছড়ে পড়েছে বিশালদেহী গাছগুলোও। শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রের ছয় রাজ্যে অন্তত ৪০টি টর্নেডোর তাণ্ডবে এ ধ্বংসযজ্ঞ চলে। এতে মৃত্যুর খবর পাওয়া গেছে এ পর্যন্ত তিনজনের। এর মধ্যে ইলিনয়ের অ্যাপোলো থিয়েটারের ছাদ ধসে মৃত্যু হয় একজনের। সেখানে উপস্থিত ২৬০ জনের অনেকেই গুরুতর আহত হন। আরকানসাস রাজ্যে দুজনের মৃত্যুসহ অন্তত ২৮ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা যায়। এছাড়া ঘরবাড়ি ও রাস্তাঘাটের মারাত্মক ক্ষয়ক্ষতিসহ বিদ্যুৎহীন ছিল টর্নেডোকবলিত অঞ্চলগুলো এএফপি

যুক্তরাষ্ট্রের ৬ রাজ্যে ৪০ টর্নেডো

  
০২ এপ্রিল ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

ঘরবাড়ি সব হারিয়ে প্রতিবেশীকে জড়িয়ে ধরেছেন এক নারী। পেছনে ধসে পড়া বাড়িটি হয়তো তারই। মাটিতে আছড়ে পড়েছে বিশালদেহী গাছগুলোও। শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রের ছয় রাজ্যে অন্তত ৪০টি টর্নেডোর তাণ্ডবে এ ধ্বংসযজ্ঞ চলে। এতে মৃত্যুর খবর পাওয়া গেছে এ পর্যন্ত তিনজনের। এর মধ্যে ইলিনয়ের অ্যাপোলো থিয়েটারের ছাদ ধসে মৃত্যু হয় একজনের। সেখানে উপস্থিত ২৬০ জনের অনেকেই গুরুতর আহত হন। আরকানসাস রাজ্যে দুজনের মৃত্যুসহ অন্তত ২৮ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা যায়। এছাড়া ঘরবাড়ি ও রাস্তাঘাটের মারাত্মক ক্ষয়ক্ষতিসহ বিদ্যুৎহীন ছিল টর্নেডোকবলিত অঞ্চলগুলো এএফপি

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন