ইমরান খানের খেলা শেষ : মরিয়ম

 যুগান্তর ডেস্ক 
২৮ মে ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) জ্যেষ্ঠ সহসভাপতি ও নওয়াজ শরিফ কন্যা মরিয়ম নওয়াজ বলেছেন, ইমরান খানের ‘খেলা শেষ’। শনিবার স্থানীয় দৈনিক ডনের খবরে বলা হয়, শুক্রবার পাকিস্তানের ভেহারিতে পিএমএল-এন-এর এক যুব সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন। সম্মেলনে তিনি ৯ মে ইমরান খানের গ্রেফতারের পর পাকিস্তানজুড়ে সহিংস বিক্ষোভ নিয়ে কথা বলেন। এ সময় তিনি ইমরান খানের দল ও তার নেতাদের দলত্যাগের জন্য উপহাস করেন। ঠাট্টা করে বলেন, ‘দল ছাড়া নেতারা অনেকে প্রশ্ন তুলছেন।’

দেশের বিভিন্ন স্থানে সেনা স্থাপনায় ‘পরিকল্পিত হামলার’ মাস্টারমাইন্ড ইমরান খান ছিলেন বলেও অভিযোগ করেন মরিয়ম নওয়াজ। এ সময় ইসরান খানের উদ্দেশে তিনি বলেন, ‘আপনার খেলা শেষ হয়ে গেছে। আর পরবর্তী নির্বাচনে কেউ পিটিআই টিকিট পাওয়ার চেষ্টা করবে না।’ জাতি ইমরান খান অথবা তার ‘সুযোগদাতাদের’ কাউকেই রেহাই দেবে না বলে বিশ্বাস করেন তিনি। ইমরান খান ও তার স্ত্রীসহ ৬০০ নেতার নাম নো ফ্লাই লিস্টে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন