রাহুল এখন সাধারণের কাতারে

  
২৮ মে ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

কূটনৈতিক পাসপোর্ট ছেড়ে একেবারে সাধারণের কাতারে মিশে গেলেন ভারতের প্রধান বিরোদী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। শক্রবার তাকে নতুন পাসপোর্ট তৈরির অনুমতি দিয়েছেন দিল্লির আদালত। তবে তিন বছরের জন্য সাধারণ পাসপোর্ট ব্যবহার করতে পারবেন তিনি। ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে। সম্প্রতি ‘মোদিরা চোর’ মন্তব্যের জন্য সুরাটের একটি আদালত রাহুল গান্ধীকে দুই বছরের কারাদণ্ডের শাস্তি দেন। এর ফলে খারিজ হয়ে যায় রাহুলের সংসদ-সদস্য পদ। এমপি হিসাবে কংগ্রেস নেতার কাছে যে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ছিল, সেটি ফিরিয়ে দিতে হয় সরকারকে। ফলে রাহুলের কাছে কোনো পাসপোর্ট ছিল না। গত সপ্তাহে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেন রাহুল গান্ধী। এর জন্য নো অবজেকশন সার্টিফিকেটের আবেদন করেছিলেন তিনি। কিন্তু সেই পাসপোর্ট পেতে বাধা হয়ে দাঁড়ান বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। রাহুলের ‘এনওসি’ আবেদনের বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হন স্বামী। সুব্রহ্মণ্যম স্বামীর দাবি, ২০০৩ সালে ব্রিটেনে রেজিস্টার হওয়া একটি সংস্থা, বয়াকপ লিমিটেডের ডিরেক্টর ও সেক্রেটারি হিসাবে রাহুল গান্ধীর নামের উল্লেখ ছিল। তদন্তে জানা যায়, সেখানে রাহুল গান্ধী নিজেকে ব্রিটিশ নাগরিক হিসাবে দাবি করেছেন। ভারতীয় আইন অনুসারে তার ভারতীয় নাগরিকত্ব সরাসরি বাতিল হওয়া দরকার। কারণ ভারতীয় আইনে দ্বৈত নাগরিকত্বের স্থান নেই। এর পরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে রাহুল গান্ধীকে নোটিশ পাঠানো হয়। সুব্রহ্মণ্যম স্বামীর অভিযোগ, সম্প্রতিই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে তার নাগরিকত্ব নিয়ে তথ্য জানার জন্য নোটিশ পাঠানো হয়েছিল এবং ১৫ দিনের মধ্যে জবাব চাওয়া হয়েছিল।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন