ছোট খবর

স্পেনের সমান মেরিন পার্ক বানাবে অস্ট্রেলিয়া

  
০৫ জুন ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

স্পেনের আয়তনের প্রায় সমান আকারের মেরিন পার্ক তৈরির পরিকল্পনা করছে অস্ট্রেলিয়া। দেশটির দক্ষিণ-পূর্ব উপকূলে প্রত্যন্ত দ্বীপের চারপাশে এই পার্ক তৈরি করা হবে। খালিজ টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়া তার দক্ষিণ-পূর্ব উপকূলে প্রত্যন্ত দ্বীপের চারপাশে প্রায় স্পেনের আয়তনের সমান একটি মেরিন পার্ক তৈরি করার পরিকল্পনা করেছে বলে সরকার রোববার ঘোষণা করেছে।

এএফপি বলছে, প্রস্তাবগুলোর অধীনে বিদ্যমান ম্যাককুয়ারি আইল্যান্ড দ্বীপ মেরিন পার্কের আকার তিনগুণ বৃদ্ধি করা হবে। এর মাধ্যমে মোট ৪ লাখ ৭৫ হাজার ৪৬৫ বর্গ কিলোমিটার (১ লাখ ৮৩ হাজার ৫৭৮ বর্গ মাইল) এলাকা সুরক্ষা বা নিরাপত্তার আওতায় আনা হবে।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন