বিক্ষোভের আগুনে জ্বলছে ইসরাইল

  
০৫ জুন ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

বিচারব্যবস্থা সংস্কার পরিকল্পনা বাতিলের দাবিতে আন্দোলনের ২২তম সপ্তাহে প্রবেশ করেছে ইসরাইলি বাসিন্দারা। সাপ্তাহিক আন্দোলনের অংশ হিসাবে শনিবার তেল আবিবের রাস্তায় জড়ো হন কয়েক হাজার আন্দোলনকারী। খবর আলজাজিরার। ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের বিচারব্যবস্থা সংস্কারের প্রতিবাদে সাপ্তাহিক আন্দোলনের অংশ হিসাবে এদিন রাজপথে নামেন হাজার হাজার মানুষ। ইসরাইলের জাতীয় পতাকা হাতে, ড্রাম বাজিয়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান দেন তারা। একটাই দাবি, বিচারব্যবস্থা সংস্কারের উদ্যোগ বাতিল করা হোক। আন্দোলনকারীদের অভিযোগ, নেতানিয়াহু সরকারের বিচারব্যবস্থা সংস্কার গণতন্ত্রকে হুমকির মুখে ফেলবে। তাছাড়া, এই বিচার ব্যবস্থা কার্যকরের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে চলা আইনি মামলা থেকে বাঁচার সুযোগ খুঁজছেন বলেও অভিযোগ করেন তারা।

 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন