২০২৩ সালেই পারমাণবিক বিস্ফোরণ
ভাঙ্গা বাবার ভবিষ্যদ্বাণী নিয়ে শোরগোল
বুলগেরিয়ার অন্ধ সন্ন্যাসী ভাঙ্গা বাবার ভবিষ্যদ্বাণী নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। ২০২৩ সালের কতগুলো ঘটন-অঘটন নিয়ে বেশ কয়েকটি ভবিতব্য করেছিলেন ভাঙ্গা বাবা। তার মধ্যে একটি হলো এ বছরই হতে চলেছে ভয়াবহ পারমাণবিক বিস্ফোরণ। ২৫ বছর আগে মারা যাওয়া ভাঙ্গা বাবা বিশ্ব ইতিহাসের বড় বড় কিছু ঘটনার ভবিষ্যৎ করে গিয়েছেন। রহস্যবাদী এ নারীর ৮৫ শতাংশ ভবিষ্যদ্বাণীই সত্য হয়েছে বলে জানা যায়। ২০২৩ সাল নিয়ে করা আরও একটি ভবিষ্যদ্বাণী হলে পৃথিবীর কক্ষপথ পরিবর্তন হবে। সূর্যের কাছাকাছি অবস্থানরত একটি গ্রহের হিমবাহ গলবে এবং গ্রহটিকে প্লাবিত করবে। বড় কোনো প্রযুক্তির ব্যর্থতার কারণে হতে পারে সৌর সুনামি।
তিনি আরও বলে গিয়েছেন, শক্তিশালী কোনো পরাশক্তি জৈবিক অস্ত্র ব্যবহার করার ফলে হাজার হাজার মানুষের মৃত্যু হবে। বিশ্বাসীরা বলছেন, হয়তো রাশিয়া-ইউক্রেন যুদ্ধেই ব্যবহৃত হবে আত্মপ্রকাশ ঘটবে সেসব জীবাণু অস্ত্রের।
অবশেষে তিনি এও বলেন, ২০২৩ সালে প্রাকৃতিকভাবে গর্ভধারণের সমাপ্তি ঘটবে। তার অনুসারিরা দাবি করেন যে, শিশুদের পরীক্ষাগারে তৈরি করা হবে। অভিভাবকরা নিজেদের সন্তানে তাদের পছন্দমতো বৈশিষ্ট্যগুলো বেছে নিতে সক্ষম হবে।
বাবা ভাঙ্গা ১৯৯৬ সালের ১১ আগস্ট ৭৫ বছর বয়সে মারা যায়। জীবদ্দশায় কোভিড-১৯ মহামারি, ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলা এমনকি প্রিসেন্স ডায়নার মৃত্যু নিয়েও ভবিষ্যদ্বাণী করেছিলেন। পরবর্তীতে ঠিক তাই ঘটেছে। ২০০০ সালে কুর্স্ক ডুবে যাওয়ার ঘটনা সঠিকভাবে ভবিষ্যদ্বাণী করে ভাঙ্গা বাবা প্রথম খ্যাতি অর্জন করেন। তবে ভাঙ্গা বাবার সব ভবিষ্যদ্বাণীই যে সত্যি হয়েছে এমনটা নয়। তার ভুল ভবিষ্যদ্বাণীগুলোর মধ্যে ছিল যুক্তরাষ্ট্রের ৪৫তম রাষ্ট্রপতি সংকটের মুখোমুখি হবে যা ‘দেশের পতন ঘটাবে’। সাবেক রাষ্ট্রপতি ডোনাল্ট ট্রাম্প ক্ষমতায় থাকাকালীন চ্যালেঞ্জের সম্মুখীন হলেও যুক্তরাষ্ট্র এখনও টিকে আছে। ১৯৯৪ সালে বিশ্বকাপে ফাইনাল দলের প্রথম অক্ষর টি এবং বি দিয়ে শুরু হওয়ার কথা থাকলেও তাও ভুল প্রমাণিত হয়। ২০১০ এবং ২০১৪ সালে পারমাণবিক বিস্ফোরণের ভবিষ্যদ্বাণীও সত্য প্রমাণিত হয়নি। আল-আরাবিয়া।
২০২৩ সালেই পারমাণবিক বিস্ফোরণ
ভাঙ্গা বাবার ভবিষ্যদ্বাণী নিয়ে শোরগোল
যুগান্তর ডেস্ক
০৮ জুন ২০২৩, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
বুলগেরিয়ার অন্ধ সন্ন্যাসী ভাঙ্গা বাবার ভবিষ্যদ্বাণী নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। ২০২৩ সালের কতগুলো ঘটন-অঘটন নিয়ে বেশ কয়েকটি ভবিতব্য করেছিলেন ভাঙ্গা বাবা। তার মধ্যে একটি হলো এ বছরই হতে চলেছে ভয়াবহ পারমাণবিক বিস্ফোরণ। ২৫ বছর আগে মারা যাওয়া ভাঙ্গা বাবা বিশ্ব ইতিহাসের বড় বড় কিছু ঘটনার ভবিষ্যৎ করে গিয়েছেন। রহস্যবাদী এ নারীর ৮৫ শতাংশ ভবিষ্যদ্বাণীই সত্য হয়েছে বলে জানা যায়। ২০২৩ সাল নিয়ে করা আরও একটি ভবিষ্যদ্বাণী হলে পৃথিবীর কক্ষপথ পরিবর্তন হবে। সূর্যের কাছাকাছি অবস্থানরত একটি গ্রহের হিমবাহ গলবে এবং গ্রহটিকে প্লাবিত করবে। বড় কোনো প্রযুক্তির ব্যর্থতার কারণে হতে পারে সৌর সুনামি।
তিনি আরও বলে গিয়েছেন, শক্তিশালী কোনো পরাশক্তি জৈবিক অস্ত্র ব্যবহার করার ফলে হাজার হাজার মানুষের মৃত্যু হবে। বিশ্বাসীরা বলছেন, হয়তো রাশিয়া-ইউক্রেন যুদ্ধেই ব্যবহৃত হবে আত্মপ্রকাশ ঘটবে সেসব জীবাণু অস্ত্রের।
অবশেষে তিনি এও বলেন, ২০২৩ সালে প্রাকৃতিকভাবে গর্ভধারণের সমাপ্তি ঘটবে। তার অনুসারিরা দাবি করেন যে, শিশুদের পরীক্ষাগারে তৈরি করা হবে। অভিভাবকরা নিজেদের সন্তানে তাদের পছন্দমতো বৈশিষ্ট্যগুলো বেছে নিতে সক্ষম হবে।
বাবা ভাঙ্গা ১৯৯৬ সালের ১১ আগস্ট ৭৫ বছর বয়সে মারা যায়। জীবদ্দশায় কোভিড-১৯ মহামারি, ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলা এমনকি প্রিসেন্স ডায়নার মৃত্যু নিয়েও ভবিষ্যদ্বাণী করেছিলেন। পরবর্তীতে ঠিক তাই ঘটেছে। ২০০০ সালে কুর্স্ক ডুবে যাওয়ার ঘটনা সঠিকভাবে ভবিষ্যদ্বাণী করে ভাঙ্গা বাবা প্রথম খ্যাতি অর্জন করেন। তবে ভাঙ্গা বাবার সব ভবিষ্যদ্বাণীই যে সত্যি হয়েছে এমনটা নয়। তার ভুল ভবিষ্যদ্বাণীগুলোর মধ্যে ছিল যুক্তরাষ্ট্রের ৪৫তম রাষ্ট্রপতি সংকটের মুখোমুখি হবে যা ‘দেশের পতন ঘটাবে’। সাবেক রাষ্ট্রপতি ডোনাল্ট ট্রাম্প ক্ষমতায় থাকাকালীন চ্যালেঞ্জের সম্মুখীন হলেও যুক্তরাষ্ট্র এখনও টিকে আছে। ১৯৯৪ সালে বিশ্বকাপে ফাইনাল দলের প্রথম অক্ষর টি এবং বি দিয়ে শুরু হওয়ার কথা থাকলেও তাও ভুল প্রমাণিত হয়। ২০১০ এবং ২০১৪ সালে পারমাণবিক বিস্ফোরণের ভবিষ্যদ্বাণীও সত্য প্রমাণিত হয়নি। আল-আরাবিয়া।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023