কানাডার ধোঁয়ায় ঢেকে গেছে ‘স্ট্যাচু অব লিবার্টি’

  
০৮ জুন ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

কানাডার চলমান দাবানলের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরও ছেয়ে গেছে। নিউইয়র্কের ‘স্ট্যাচু অব লিবার্টি’ দূর থেকে ধূসর দেখাচ্ছে। এই অবস্থায় উত্তর আমেরিকাজুড়ে লাখ লাখ মানুষের জন্য বায়ু উচ্চ-ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। ফলে সতর্কতা জারি করা হয়েছে। দাবানলের ধোঁয়া কানাডার টরন্টো এবং এর আশপাশের এলাকাসহ অন্টারিও এবং কুইবেকের প্রধান শহরগুলো ঢেকে গেছে। এ ছাড়া ধোঁয়া যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি এবং কানেকটিকাট পর্যন্ত পৌঁছেছে। বেশির ভাগ ধোঁয়াই কুইবেক থেকে আসছে, যেখানে ১৬০টি এলাকায় আগুন জ্বলছে। ‘এনভায়রনমেন্ট কানাডা’ মঙ্গলবার অটোয়ার জন্য কঠোর সতর্কতা জারি করেছে। কানাডার রাজধানীতে বাতাসের মান মানুষের স্বাস্থ্যের জন্য ‘উচ্চমাত্রার ঝুঁকি’ বলে মনে করা হচ্ছে। টরন্টো এবং এর আশপাশের এলাকার অবস্থাও একই। ইতিমধ্যেই ‘ইউএস এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি (ইপিএ)’ উত্তর-পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্রের বেশির ভাগ বায়ুর মানকে ‘অস্বাস্থ্যকর’ হিসাবে ধরা হয়েছে। বিশেষ করে যারা ইতোমধ্যেই শ্বাসকষ্টে ভুগছেন তাদের জন্য। পূর্ব পেনসিলভানিয়া, নিউইয়র্ক এবং নিউইংল্যান্ডের অংশগুলোতে বায়ুর গুণগত মান সূচক সর্বোচ্চ ২০০ দেখাচ্ছে। এর অর্থ এমন পরিস্থিতি সবার জন্য খুবই অস্বাস্থ্যকর। বিবিসি।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন