ভারতের নতুন সংসদ ভবনের পথচলা শুরু
জওহরলাল নেহরুর স্মৃতিঘেরা শতবর্ষী পুরোনো ভবনকে অশ্রুসিক্ত বিদায়
সংসদের পুরোনো ভবনকে অশ্রুসিক্ত চোখে বিদায় জানিয়ে মঙ্গলবার নতুন ভবনে প্রথম অধিবেশন শুরু হলো। আর তার সঙ্গেই ইতিহাসের একটি অধ্যায়ের যবনিকা পড়ল। শুরু হলো নতুন ইতিহাস। নতুন সংসদ ভবনের নাম রাখা হয়েছে ‘পার্লামেন্ট হাউজ অব ইন্ডিয়া’। পুরোনো ভবনের নাম হবে ‘সংবিধান সদন’। ভারত বনাম ইন্ডিয়া নাম পরিবর্তনের বিতর্কের মধ্যে নয়া সংসদ ভবনে ‘ইন্ডিয়া’র নাম অটুট থাকাও কম চমক নয়। মঙ্গলবার নয়াদিল্লির নতুন সংসদ ভবনে অধিবেশন শুরুর আগে সেন্ট্রাল হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘নতুন সংসদ ভবনের হাত ধরে নতুন ভবিষ্যতের সূচনা হলো।’ লোকসভার স্পিকার ওম বিড়লা বলেন, ‘নতুন সংসদ ভবন সবার জন্য নতুন আশা-আকাঙ্ক্ষা নিয়ে আসবে।’
সোমবার পুরোনো সংসদ ভবনের শেষ অধিবেশন ছিল। ৯৬ বছরের পুরোনো ভবন নিয়ে আবেগতাড়িত ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বলেন, ১৯২৭ সাল থেকে এ পর্যন্ত ৭ হাজার ৫০০ এমপি পুরোনো ভবনে বসেছেন। তাদের প্রত্যেকের প্রতিই শ্রদ্ধা নিবেদন করছেন তিনি। ব্রিটিশ আর্কিটেক্ট লুটিয়েনের তৈরি ওই গোল ভবনে ১৯৪৭ সালের ১৫ আগস্ট মধ্যরাতে প্রথম স্বাধীন ভারতের বক্তৃতা দিয়েছিলেন জওহরলাল নেহরু। আর শেষ ভাষণ দিলেন নরেন্দ্র মোদি। ওই ভবনেই ভারতীয় সংবিধান গ্রহণ করা হয়। বস্তুত, জায়গার অভাব এবং প্রযুক্তির উন্নয়নের কারণেই নতুন সংসদ ভবন তৈরি করা হয়েছে। তিন কোনা নতুন ভবন পুরোনো ভবনের চেয়ে অনেকটাই আলাদা দেখতে। সব ধরনের প্রযুক্তির ব্যবহার আছে নতুন ভবনে। সব এমপির জন্য আলাদা চেম্বারও রাখা হয়েছে নতুন ভবনে। মঙ্গলবার পুরোনো ভবনের সেন্ট্রাল হলে একটি বিদায়ি অনুষ্ঠানে দেশটির তিন বর্ষীয়ান রাজনীতিক বক্তৃতা দেন। তারা হলেন সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, ঝাড়খন্ড মুক্তি মোর্চার নেতা শিবু সোরেন এবং বিজেপি সংসদ-সদস্য মানেকা গান্ধী। পুরোনো ভবনে সব এমপিকে নিয়ে ফটোসেশনের পর প্রধানমন্ত্রী মোদি সংবিধানের একটি কপি হাতে নিয়ে নতুন পার্লামেন্ট ভবনে প্রবেশ করেন। পেছনে ছিলেন বাকি সব এমপিরা।
রীতিমতো ঢেলে সাজানো হয়েছে ভারতের নতুন সংসদ ভবনের অন্দরমহল। দেশটির বিভিন্ন রাজ্যের বিখ্যাত উপকরণ নিয়ে তৈরি হয়েছে নতুন সংসদ ভবন। নাগপুরের সেগুনকাঠ থেকে শুরু করে উত্তরপ্রদেশের মির্জাপুর থেকে আনা কার্পেট! কী নেই সেখানে।
২০২০ সালের ১০ ডিসেম্বর। নয়া সংসদ ভবনের ভূমিপূজা এবং শিলান্যাস করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রায় আড়াই বছর ধরে চলেছিল ভবন নির্মাণের কাজ। এরপর ২০২৩ সালের ২৮ মে উদ্বোধন হয়েছিল নতুন সংসদ ভবনের। উদ্বোধনের আগে ভবনের মাটি ছুঁয়ে সাষ্টাঙ্গ প্রণাম করেছিলেন মোদি। সেই সংসদ ভবনেই এদিন আনুষ্ঠানিকভাবে প্রবেশ করলেন এমপিরা। দুপুর ১টা ১৫ মিনিট থেকে নতুন লোকসভা ভবনে শুরু হয় সংসদের বিশেষ অধিবেশন। ‘গণেশ চতুর্থী’র দিনে নতুন ভবনে প্রবেশকে কেন্দ্র করে এদিন সকাল থেকেই প্রস্তুতি ছিল তুঙ্গে। নতুন সংসদ ভবনে প্রবেশের আগে পুরোনো সংসদ ভবনের সামনে ‘ফটোসেশন’ করেন সংসদ-সদস্যরা। মধ্যমণি হয়ে ছবি তুলতে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। পরে পুরোনো সংসদ ভবন থেকে নতুন সংসদ ভবনে সংবিধান নিয়ে প্রবেশ করেন মোদি। নতুন সংসদ ভবনের নাম ‘পার্লামেন্ট হাউজ অব ইন্ডিয়া’। নতুন সংসদ ভবনের মোট ছয়টি প্রবেশদ্বার রয়েছে। আর সেই ছয় দরজায় পাহারায় রয়েছে ছয় ‘বিশেষ’ রক্ষী। কয়েকটি বাস্তবের এবং কয়েকটি পৌরাণিক কাহিনির প্রাণীর মূর্তি বসানো হয়েছে ছয়টি দরজায়। প্রত্যেকটি মূর্তি সংসদের বিভিন্ন দিক নির্দেশ করে। এই ছয়টি প্রবেশদ্বার হলো-গজদ্বার, অশ্বদ্বার, গরুড়দ্বার, মকরদ্বার, শার্দূলদ্বার এবং হংসদ্বার। উচ্চ এবং নিম্নকক্ষের (রাজ্যসভা এবং লোকসভা) ‘ফলস সিলিং’ তৈরিতে ব্যবহৃত ইস্পাতের কাঠামো কেন্দ্রশাসিত অঞ্চল দমন এবং দিউ থেকে আনা। ভবনের পাথরের ‘জালি’র কাজগুলো রাজস্থানের রাজনগর এবং উত্তরপ্রদেশের নয়ডা থেকে আনানো হয়েছিল। নতুন সংসদ ভবনে থাকা অশোকস্তম্ভে ব্যবহৃত উপকরণগুলো মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ এবং রাজস্থানের জয়পুর থেকে আমদানি করা। নতুন লোকসভা হলে মোট আসনের সংখ্যা ৮৮৮। নতুন সংসদের নিম্নকক্ষের নকশা ভারতের জাতীয় পাখি ময়ূরের থিমের ওপর তৈরি করা হয়েছে। উচ্চকক্ষ রাজ্যসভার অন্দরের নকশা তৈরি হয়েছে জাতীয় ফুল পদ্মের থিমে। রাজ্যসভা হলের মোট আসন সংখ্যা ৩০০টি। সংসদ ভবনে পাকাপাকিভাবে স্থান পেতে চলেছে স্বর্ণদণ্ড ‘সেঙ্গল’।
ভারতের নতুন সংসদ ভবনের পথচলা শুরু
জওহরলাল নেহরুর স্মৃতিঘেরা শতবর্ষী পুরোনো ভবনকে অশ্রুসিক্ত বিদায়
যুগান্তর ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
সংসদের পুরোনো ভবনকে অশ্রুসিক্ত চোখে বিদায় জানিয়ে মঙ্গলবার নতুন ভবনে প্রথম অধিবেশন শুরু হলো। আর তার সঙ্গেই ইতিহাসের একটি অধ্যায়ের যবনিকা পড়ল। শুরু হলো নতুন ইতিহাস। নতুন সংসদ ভবনের নাম রাখা হয়েছে ‘পার্লামেন্ট হাউজ অব ইন্ডিয়া’। পুরোনো ভবনের নাম হবে ‘সংবিধান সদন’। ভারত বনাম ইন্ডিয়া নাম পরিবর্তনের বিতর্কের মধ্যে নয়া সংসদ ভবনে ‘ইন্ডিয়া’র নাম অটুট থাকাও কম চমক নয়। মঙ্গলবার নয়াদিল্লির নতুন সংসদ ভবনে অধিবেশন শুরুর আগে সেন্ট্রাল হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘নতুন সংসদ ভবনের হাত ধরে নতুন ভবিষ্যতের সূচনা হলো।’ লোকসভার স্পিকার ওম বিড়লা বলেন, ‘নতুন সংসদ ভবন সবার জন্য নতুন আশা-আকাঙ্ক্ষা নিয়ে আসবে।’
সোমবার পুরোনো সংসদ ভবনের শেষ অধিবেশন ছিল। ৯৬ বছরের পুরোনো ভবন নিয়ে আবেগতাড়িত ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বলেন, ১৯২৭ সাল থেকে এ পর্যন্ত ৭ হাজার ৫০০ এমপি পুরোনো ভবনে বসেছেন। তাদের প্রত্যেকের প্রতিই শ্রদ্ধা নিবেদন করছেন তিনি। ব্রিটিশ আর্কিটেক্ট লুটিয়েনের তৈরি ওই গোল ভবনে ১৯৪৭ সালের ১৫ আগস্ট মধ্যরাতে প্রথম স্বাধীন ভারতের বক্তৃতা দিয়েছিলেন জওহরলাল নেহরু। আর শেষ ভাষণ দিলেন নরেন্দ্র মোদি। ওই ভবনেই ভারতীয় সংবিধান গ্রহণ করা হয়। বস্তুত, জায়গার অভাব এবং প্রযুক্তির উন্নয়নের কারণেই নতুন সংসদ ভবন তৈরি করা হয়েছে। তিন কোনা নতুন ভবন পুরোনো ভবনের চেয়ে অনেকটাই আলাদা দেখতে। সব ধরনের প্রযুক্তির ব্যবহার আছে নতুন ভবনে। সব এমপির জন্য আলাদা চেম্বারও রাখা হয়েছে নতুন ভবনে। মঙ্গলবার পুরোনো ভবনের সেন্ট্রাল হলে একটি বিদায়ি অনুষ্ঠানে দেশটির তিন বর্ষীয়ান রাজনীতিক বক্তৃতা দেন। তারা হলেন সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, ঝাড়খন্ড মুক্তি মোর্চার নেতা শিবু সোরেন এবং বিজেপি সংসদ-সদস্য মানেকা গান্ধী। পুরোনো ভবনে সব এমপিকে নিয়ে ফটোসেশনের পর প্রধানমন্ত্রী মোদি সংবিধানের একটি কপি হাতে নিয়ে নতুন পার্লামেন্ট ভবনে প্রবেশ করেন। পেছনে ছিলেন বাকি সব এমপিরা।
রীতিমতো ঢেলে সাজানো হয়েছে ভারতের নতুন সংসদ ভবনের অন্দরমহল। দেশটির বিভিন্ন রাজ্যের বিখ্যাত উপকরণ নিয়ে তৈরি হয়েছে নতুন সংসদ ভবন। নাগপুরের সেগুনকাঠ থেকে শুরু করে উত্তরপ্রদেশের মির্জাপুর থেকে আনা কার্পেট! কী নেই সেখানে।
২০২০ সালের ১০ ডিসেম্বর। নয়া সংসদ ভবনের ভূমিপূজা এবং শিলান্যাস করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রায় আড়াই বছর ধরে চলেছিল ভবন নির্মাণের কাজ। এরপর ২০২৩ সালের ২৮ মে উদ্বোধন হয়েছিল নতুন সংসদ ভবনের। উদ্বোধনের আগে ভবনের মাটি ছুঁয়ে সাষ্টাঙ্গ প্রণাম করেছিলেন মোদি। সেই সংসদ ভবনেই এদিন আনুষ্ঠানিকভাবে প্রবেশ করলেন এমপিরা। দুপুর ১টা ১৫ মিনিট থেকে নতুন লোকসভা ভবনে শুরু হয় সংসদের বিশেষ অধিবেশন। ‘গণেশ চতুর্থী’র দিনে নতুন ভবনে প্রবেশকে কেন্দ্র করে এদিন সকাল থেকেই প্রস্তুতি ছিল তুঙ্গে। নতুন সংসদ ভবনে প্রবেশের আগে পুরোনো সংসদ ভবনের সামনে ‘ফটোসেশন’ করেন সংসদ-সদস্যরা। মধ্যমণি হয়ে ছবি তুলতে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। পরে পুরোনো সংসদ ভবন থেকে নতুন সংসদ ভবনে সংবিধান নিয়ে প্রবেশ করেন মোদি। নতুন সংসদ ভবনের নাম ‘পার্লামেন্ট হাউজ অব ইন্ডিয়া’। নতুন সংসদ ভবনের মোট ছয়টি প্রবেশদ্বার রয়েছে। আর সেই ছয় দরজায় পাহারায় রয়েছে ছয় ‘বিশেষ’ রক্ষী। কয়েকটি বাস্তবের এবং কয়েকটি পৌরাণিক কাহিনির প্রাণীর মূর্তি বসানো হয়েছে ছয়টি দরজায়। প্রত্যেকটি মূর্তি সংসদের বিভিন্ন দিক নির্দেশ করে। এই ছয়টি প্রবেশদ্বার হলো-গজদ্বার, অশ্বদ্বার, গরুড়দ্বার, মকরদ্বার, শার্দূলদ্বার এবং হংসদ্বার। উচ্চ এবং নিম্নকক্ষের (রাজ্যসভা এবং লোকসভা) ‘ফলস সিলিং’ তৈরিতে ব্যবহৃত ইস্পাতের কাঠামো কেন্দ্রশাসিত অঞ্চল দমন এবং দিউ থেকে আনা। ভবনের পাথরের ‘জালি’র কাজগুলো রাজস্থানের রাজনগর এবং উত্তরপ্রদেশের নয়ডা থেকে আনানো হয়েছিল। নতুন সংসদ ভবনে থাকা অশোকস্তম্ভে ব্যবহৃত উপকরণগুলো মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ এবং রাজস্থানের জয়পুর থেকে আমদানি করা। নতুন লোকসভা হলে মোট আসনের সংখ্যা ৮৮৮। নতুন সংসদের নিম্নকক্ষের নকশা ভারতের জাতীয় পাখি ময়ূরের থিমের ওপর তৈরি করা হয়েছে। উচ্চকক্ষ রাজ্যসভার অন্দরের নকশা তৈরি হয়েছে জাতীয় ফুল পদ্মের থিমে। রাজ্যসভা হলের মোট আসন সংখ্যা ৩০০টি। সংসদ ভবনে পাকাপাকিভাবে স্থান পেতে চলেছে স্বর্ণদণ্ড ‘সেঙ্গল’।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023