ফিন্যান্স ও ব্যাংকিং * বাংলাদেশ ও বিশ্বপরিচয়
নবম দশম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা
ফিন্যান্স ও ব্যাংকিং
মোহাম্মদ মনিরুজ্জামান সরকার
১৮ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
সিনিয়র শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, মিরপুর, ঢাকা
ঝুঁকি ও অনিশ্চয়তা
[পূর্বে প্রকাশিত অংশের পর]
৩১. কোম্পানি দেউলিয়া হয় কেন?
উত্তর : আয় পরিশোধে ব্যর্থ হলে কোম্পানি দেউলিয়া হয়।
৩২. কাঁচামালের ক্রয়ের ব্যয়কে কী বলা হয়?
উত্তর : পরিচালন ব্যয় বলে।
৩৩. কোন ব্যবসায়ে তারল্য ঝুঁকি বেশি?
উত্তর : একমালিকানা ও অংশীদারি ব্যবসায়ে তারল্য ঝুঁকি বেশি।
৩৪. বিনিয়োগকারীদের লক্ষ্য অর্জনে বাধা দেয় কে?
উত্তর : ঝুঁকি ও অনিশ্চয়তা।
৩৫. একটি ঝুঁকিমুক্ত আয়ের নাম লিখ।
উত্তর : কোনো দেশের সরকার কর্তৃক ইস্যুকৃত ট্রেজারি বন্ড থেকে প্রাপ্ত আয় ঝুঁকিমুক্ত আয়।
৩৬. বন্ড ক্রয়কারী কোন ঝুঁকি মোকাবিলা করে?
উত্তর : বন্ড ক্রয়কারী সুদ হারের ঝুঁকি মোকাবেলা করে।
৩৭. শেয়ার কিনলে কোন ঝুঁকিতে পড়ে?
উত্তর : শেয়ার কিনলে তারল্য ঝুঁকিতে পড়তে হয়।
৩৮. যেসব আয়ের সঙ্গে ঝুঁকি জড়িত তাকে কী বলে?
উত্তর : ঝুঁকিযুক্ত আয় বলে।
৩৯. কোনটি না হলে ঝুঁকি নেই?
উত্তর : প্রত্যাশিত আয়ের সঙ্গে প্রকৃত আয়ের বিচ্যুতি না হলে ঝুঁকি নেই।
৪০. ব্যবসায় প্রতিষ্ঠানের মুনাফা অর্জন কীসের ওপর নির্ভর করে? উত্তর : পণ্যের বাজার চাহিদার ওপর।
৪১. কীসের কারণে বিনিয়োগের মূল্য উঠানামা করে?
উত্তর : সুদ হারের ঝুঁকির কারণে।
৪২. বিটাক কোথায় তার নতুন কেন্দ্র স্থাপনের জন্য কাজ করছে? উত্তর : বগুড়া।
৪৩. ২০০৮ সালে বেসিক ব্যাংক কত কোটি টাকা ঋণ প্রদান করে? উত্তর : ১৭২২.৬৪ কোটি।
৪৪. ২০১০ সালে বেসিক ব্যাংক কত কোটি টাকা ঋণ প্রদান করে? উত্তর : ২৭৭৭.৭৯ কোটি।
৪৫. প্রশিক্ষণের সঙ্গে সঙ্গে যুব উন্নয়ন কাদের ঋণ প্রদান করে? উত্তর : সম্ভাব্য উদ্যোক্তাদের।
৪৬. মহিলা অধিদফতর কোন অঞ্চলের নারীদের নিয়ে কাজ করে?
উত্তর : শহর ও গ্রামের।
৪৭. আমাদের অগ্রযাত্রা ব্যাহত হওয়ার কারণ-
উত্তর : অনুকূল পরিবেশের অভাব।
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
জান্নাতুল ফেরদৌস
সিনিয়র শিক্ষক,
ভিক্টোরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
স্বাধীন বাংলাদেশ
১। ইয়াহিয়া খান আহূত জাতীয় পরিষদের অধিবেশন কোন শহরে যাওয়ার কথা ছিল?
ক. ইসলামাবাদে খ. করাচিতে
√গ. ঢাকায় ঘ. লাহোরে
২। ইয়াহিয়া খান আহূত জাতীয় পরিষদের অধিবেশন যোগদানে অস্বীকৃতি জানায় কে?
√ক. জুলফিকার আলো ভুট্টো খ. জিয়াউল হক
গ. আই আই চন্দ্রীগড় ঘ. মওলানা ভাসানী
৩। ইয়াহিয়া খানের জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করাটা কোন প্রকৃতির সিদ্ধান্ত ছিল?
√ক. ষড়যন্ত্রমূলক খ. যৌক্তিক
গ. আলোচনা প্রসূত ঘ. স্বৈরাচারী
৪। ইয়াহিয়া খান ১৯৭১ সালের কত তারিখের অধিবেশন অনির্দিষ্টিকালের জন্য স্থগিত করেন?
ক. ১ মার্চ খ. ২ মার্চ √গ. ৩ মার্চ ঘ. ৭ মার্চ
৫। ১৯৭১ সালের ২ মার্চ ঢাকায় হরতাল পালিত হয়। এর কারণ কী?
ক. অধিবেশন আহ্বান √খ. অধিবেশন স্থগিত
গ. ক্ষমতা হস্তান্তরের বিলম্ব ঘ. নির্বাচনের কারচুপি
৬। জাতীয় অধিবেশন স্থগিত ঘোষণা প্রেক্ষিতে ১৯৭১ সালের কত তারিখে সারা দেশে হরতাল পালিত হয়?
ক. ১ মার্চ খ. ২ মার্চ
√গ. ৩ মার্চ ঘ. ৪ মার্চ
৭। কোন নেতা জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করার কারণে অসহযোগ আন্দোলনের ডাক দেন?
√ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
খ. তাজউদ্দিন আহমেদ
গ. এম মনসুর আলী ঘ. মওলানা ভাসানী
৮। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের কত তারিখে ঐতিহাসিক ভাষণ দেন?
ক. ১ জানুয়ারি খ. ফেব্রুয়ারি
গ. ৩ মার্চ √ঘ. ৭ মার্চ
৯। বঙ্গবন্ধু কোথায় ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ দেন?
√ক. সোহরাওয়ার্দী উদ্যান খ. কার্জন হল
গ. রমনা বটমূল ঘ. ন্যাশনাল পার্ক
১০। রেসকোর্স ময়দানটি বর্তমানে কী নামে পরিচিত?
ক. রমনা উদ্যান খ. চন্দ্রিমা উদ্যান
গ. ওসমানী উদ্যান √ঘ. সোহরাওয়ার্দী উদ্যান
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
নবম দশম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা
ফিন্যান্স ও ব্যাংকিং * বাংলাদেশ ও বিশ্বপরিচয়
ফিন্যান্স ও ব্যাংকিং
সিনিয়র শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, মিরপুর, ঢাকা
ঝুঁকি ও অনিশ্চয়তা
[পূর্বে প্রকাশিত অংশের পর]
৩১. কোম্পানি দেউলিয়া হয় কেন?
উত্তর : আয় পরিশোধে ব্যর্থ হলে কোম্পানি দেউলিয়া হয়।
৩২. কাঁচামালের ক্রয়ের ব্যয়কে কী বলা হয়?
উত্তর : পরিচালন ব্যয় বলে।
৩৩. কোন ব্যবসায়ে তারল্য ঝুঁকি বেশি?
উত্তর : একমালিকানা ও অংশীদারি ব্যবসায়ে তারল্য ঝুঁকি বেশি।
৩৪. বিনিয়োগকারীদের লক্ষ্য অর্জনে বাধা দেয় কে?
উত্তর : ঝুঁকি ও অনিশ্চয়তা।
৩৫. একটি ঝুঁকিমুক্ত আয়ের নাম লিখ।
উত্তর : কোনো দেশের সরকার কর্তৃক ইস্যুকৃত ট্রেজারি বন্ড থেকে প্রাপ্ত আয় ঝুঁকিমুক্ত আয়।
৩৬. বন্ড ক্রয়কারী কোন ঝুঁকি মোকাবিলা করে?
উত্তর : বন্ড ক্রয়কারী সুদ হারের ঝুঁকি মোকাবেলা করে।
৩৭. শেয়ার কিনলে কোন ঝুঁকিতে পড়ে?
উত্তর : শেয়ার কিনলে তারল্য ঝুঁকিতে পড়তে হয়।
৩৮. যেসব আয়ের সঙ্গে ঝুঁকি জড়িত তাকে কী বলে?
উত্তর : ঝুঁকিযুক্ত আয় বলে।
৩৯. কোনটি না হলে ঝুঁকি নেই?
উত্তর : প্রত্যাশিত আয়ের সঙ্গে প্রকৃত আয়ের বিচ্যুতি না হলে ঝুঁকি নেই।
৪০. ব্যবসায় প্রতিষ্ঠানের মুনাফা অর্জন কীসের ওপর নির্ভর করে? উত্তর : পণ্যের বাজার চাহিদার ওপর।
৪১. কীসের কারণে বিনিয়োগের মূল্য উঠানামা করে?
উত্তর : সুদ হারের ঝুঁকির কারণে।
৪২. বিটাক কোথায় তার নতুন কেন্দ্র স্থাপনের জন্য কাজ করছে? উত্তর : বগুড়া।
৪৩. ২০০৮ সালে বেসিক ব্যাংক কত কোটি টাকা ঋণ প্রদান করে? উত্তর : ১৭২২.৬৪ কোটি।
৪৪. ২০১০ সালে বেসিক ব্যাংক কত কোটি টাকা ঋণ প্রদান করে? উত্তর : ২৭৭৭.৭৯ কোটি।
৪৫. প্রশিক্ষণের সঙ্গে সঙ্গে যুব উন্নয়ন কাদের ঋণ প্রদান করে? উত্তর : সম্ভাব্য উদ্যোক্তাদের।
৪৬. মহিলা অধিদফতর কোন অঞ্চলের নারীদের নিয়ে কাজ করে?
উত্তর : শহর ও গ্রামের।
৪৭. আমাদের অগ্রযাত্রা ব্যাহত হওয়ার কারণ-
উত্তর : অনুকূল পরিবেশের অভাব।
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
জান্নাতুল ফেরদৌস
সিনিয়র শিক্ষক,
ভিক্টোরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
স্বাধীন বাংলাদেশ
১। ইয়াহিয়া খান আহূত জাতীয় পরিষদের অধিবেশন কোন শহরে যাওয়ার কথা ছিল?
ক. ইসলামাবাদে খ. করাচিতে
√গ. ঢাকায় ঘ. লাহোরে
২। ইয়াহিয়া খান আহূত জাতীয় পরিষদের অধিবেশন যোগদানে অস্বীকৃতি জানায় কে?
√ক. জুলফিকার আলো ভুট্টো খ. জিয়াউল হক
গ. আই আই চন্দ্রীগড় ঘ. মওলানা ভাসানী
৩। ইয়াহিয়া খানের জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করাটা কোন প্রকৃতির সিদ্ধান্ত ছিল?
√ক. ষড়যন্ত্রমূলক খ. যৌক্তিক
গ. আলোচনা প্রসূত ঘ. স্বৈরাচারী
৪। ইয়াহিয়া খান ১৯৭১ সালের কত তারিখের অধিবেশন অনির্দিষ্টিকালের জন্য স্থগিত করেন?
ক. ১ মার্চ খ. ২ মার্চ √গ. ৩ মার্চ ঘ. ৭ মার্চ
৫। ১৯৭১ সালের ২ মার্চ ঢাকায় হরতাল পালিত হয়। এর কারণ কী?
ক. অধিবেশন আহ্বান √খ. অধিবেশন স্থগিত
গ. ক্ষমতা হস্তান্তরের বিলম্ব ঘ. নির্বাচনের কারচুপি
৬। জাতীয় অধিবেশন স্থগিত ঘোষণা প্রেক্ষিতে ১৯৭১ সালের কত তারিখে সারা দেশে হরতাল পালিত হয়?
ক. ১ মার্চ খ. ২ মার্চ
√গ. ৩ মার্চ ঘ. ৪ মার্চ
৭। কোন নেতা জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করার কারণে অসহযোগ আন্দোলনের ডাক দেন?
√ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
খ. তাজউদ্দিন আহমেদ
গ. এম মনসুর আলী ঘ. মওলানা ভাসানী
৮। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের কত তারিখে ঐতিহাসিক ভাষণ দেন?
ক. ১ জানুয়ারি খ. ফেব্রুয়ারি
গ. ৩ মার্চ √ঘ. ৭ মার্চ
৯। বঙ্গবন্ধু কোথায় ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ দেন?
√ক. সোহরাওয়ার্দী উদ্যান খ. কার্জন হল
গ. রমনা বটমূল ঘ. ন্যাশনাল পার্ক
১০। রেসকোর্স ময়দানটি বর্তমানে কী নামে পরিচিত?
ক. রমনা উদ্যান খ. চন্দ্রিমা উদ্যান
গ. ওসমানী উদ্যান √ঘ. সোহরাওয়ার্দী উদ্যান