বরেণ্য: স্যার আলেকজান্ডার ফ্লেমিং
জীবাণুনাশক পেনিসিলিনের আবিষ্কারক ব্রিটিশ নাগরিক আলেকজান্ডার ফ্লেমিং ১৮৮১ সালের ৬ আগস্ট স্কটল্যান্ডের লকফিল্ড গ্রামের একটি কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯০৬ সালে সেন্ট মরিস হাসপাতাল মেডিকেল স্কুল থেকে চিকিৎসাবিজ্ঞানে পড়ালেখা শেষ করেন। ১৯০৮ সালে ডাক্তার হিসেবে সেনাবাহিনীতে যোগ দেন। প্রকৃতির কীটপতঙ্গ, বিশেষ করে ছত্রাক, ব্যাকটেরিয়া- এসবের ওপর ছোটবেলা থেকেই কৌতূহলী ছিলেন তিনি। ডাক্তার হলেও জীবাণু সংক্রান্ত বিষয়গুলোই তাকে বেশি আকৃষ্ট করত। ১৯২৯ সালে তিনি জীবাণুনাশক ছত্রাক ‘পেনিসিলিন’ আবিষ্কার করেন। হাওয়ার্ড ফ্লোরি ও আর্নস্ট চেইন, ১৯৩৮ সালে পেনিসিলিনের নিষ্কাশন ও বিশুদ্ধকরণের কাজ সম্পন্ন করেন। ফলে এ দুই বিজ্ঞানী এবং আলেকজান্ডার ফ্লেমিং সম্মিলিতভাবে ১৯৪৫ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। ১৯৪৪ সালে তিনি নাইট উপাধিতে ভূষিত হন। তিনি ১৯৫৫ সালের ১১ মার্চ লন্ডনে মৃত্যুবরণ করেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বরেণ্য: স্যার আলেকজান্ডার ফ্লেমিং
জীবাণুনাশক পেনিসিলিনের আবিষ্কারক ব্রিটিশ নাগরিক আলেকজান্ডার ফ্লেমিং ১৮৮১ সালের ৬ আগস্ট স্কটল্যান্ডের লকফিল্ড গ্রামের একটি কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯০৬ সালে সেন্ট মরিস হাসপাতাল মেডিকেল স্কুল থেকে চিকিৎসাবিজ্ঞানে পড়ালেখা শেষ করেন। ১৯০৮ সালে ডাক্তার হিসেবে সেনাবাহিনীতে যোগ দেন। প্রকৃতির কীটপতঙ্গ, বিশেষ করে ছত্রাক, ব্যাকটেরিয়া- এসবের ওপর ছোটবেলা থেকেই কৌতূহলী ছিলেন তিনি। ডাক্তার হলেও জীবাণু সংক্রান্ত বিষয়গুলোই তাকে বেশি আকৃষ্ট করত। ১৯২৯ সালে তিনি জীবাণুনাশক ছত্রাক ‘পেনিসিলিন’ আবিষ্কার করেন। হাওয়ার্ড ফ্লোরি ও আর্নস্ট চেইন, ১৯৩৮ সালে পেনিসিলিনের নিষ্কাশন ও বিশুদ্ধকরণের কাজ সম্পন্ন করেন। ফলে এ দুই বিজ্ঞানী এবং আলেকজান্ডার ফ্লেমিং সম্মিলিতভাবে ১৯৪৫ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। ১৯৪৪ সালে তিনি নাইট উপাধিতে ভূষিত হন। তিনি ১৯৫৫ সালের ১১ মার্চ লন্ডনে মৃত্যুবরণ করেন।