নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা
পদার্থবিজ্ঞান
মো. বদরুল ইসলাম
২৩ অক্টোবর ২০২১, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
সহকারী শিক্ষক, গভর্নমেন্ট সায়েন্স হাইস্কুল তেজগাঁও, ঢাকা
গতি
[পূর্বে প্রকাশিত অংশের পর]
৬৭। পরম স্থিতি কাকে বলে?
উত্তর : প্রসঙ্গ বস্তু যদি প্রকৃতপক্ষে স্থির হয় তাহলে তার সাপেক্ষে যে বস্তু স্থিতিশীল রয়েছে সেও প্রকৃতপক্ষে স্থির। এ ধরনের স্থিতিকে পরম স্থিতি বলে।
৬৮। রৈখিক গতি কাকে বলে?
উত্তর : কোনো বস্তু যদি একটি সরল রেখা বরাবর গতিশীল হয় তাহলে তার গতিকে রৈখিক গতি বলে।
৬৯। ঘূর্ণন গতি বা বৃত্তকার গতি কাকে বলে?
উত্তর : যখন কোনো বস্তু কোনা নির্দিষ্ট বিন্দু বা রেখা থেকে বস্তু কণাগুলোর দূরত্ব অপরিবর্তিত রেখে ওই বিন্দু বা রেখাকে কেন্দ্র করে ঘোরে তখন সে বস্তুর গতিকে ঘূর্ণন গতি বলে। যেমন ঘড়ির কাঁটার গতি।
৭০। চলন গতি কাকে বলে?
উত্তর : কোনো বস্তু যদি এমনভাবে চলতে থাকে যাতে করে বস্তুর সব কণা একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে তাহলে ওই গতিকে চলন গতি বলে।
৭১। পর্যায়বৃত্ত গতি কাকে বলে?
উত্তর : কোনো গতিশীল বস্তুকণার গতি যদি এমন হয় যে, এটি এর গতিপথে কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে অতিক্রম করে, তাহলে সেই গতিকে পর্যায়বৃত্ত গতি বলে।
৭২। স্পন্দন গতি, কম্পন বা দোলন গতি কাকে বলে?
উত্তর : পর্যায়বৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে চলে তবে এর গতিকে স্পন্দন, দোলন বা কম্পন গতি বলে।
৭৩। তাৎক্ষণিক দ্রুতি কাকে বলে?
উত্তর : অতি অল্প সময়ের ব্যবধানে যে কোনো মুহূর্তে কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে যে দ্রুতি পাওয়া যায় তাকে তাৎক্ষণিক দ্রুতি বলে।
৭৪। সুসম দ্রুতি কাকে বলে?
উত্তর : কোনো বস্তু তার গতিকালে যদি সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে তাহলে সেই দ্রুতিকে সুসম দ্রুতি বলে।
৭৫। অসম দ্রুতি কাকে বলে?
উত্তর : কোনো বস্তু তার গতিকালে যদি সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম না করে তাহলে সেই দ্রুতিকে অসম দ্রুতি বলে।
৭৬। সুষম ত্বরণ কাকে বলে?
উত্তর : কোনো বস্তুর বেগ যদি নির্দিষ্ট দিকে সব সময় একই হারে বাড়তে থাকে তাহলে সেই ত্বরণকে সুষম ত্বরণ বলে। যেমন অভিকর্ষের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ত্বরণ।
৭৭। অসম ত্বরণ তাকে বলে?
উত্তর : কোনো বস্তুর বেগ বৃদ্ধির হার যদি সমান না থাকে, তাহলে সে ত্বরণকে অসম ত্বরণ বলে। সাইকেল, রিকশার ত্বরণ অসম ত্বরণ।
৭৮। অভিকর্ষ কাকে বলে?
উত্তর : কোনো বস্তুর ওপর পৃথিবীর আকর্ষণকে অভিকর্ষ বলে।
৭৯। অভিকর্ষজ ত্বরণ কাকে বলে?
উত্তর : অভিকর্ষ বলের প্রভাবে ভূ-পৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে।
৮০। পড়ন্ত বস্তুর ১ম সূত্রটি লিখ।
উত্তর : স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত সব বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে।
৮১। পড়ন্ত বস্তুর ২য় সূত্রটি লিখ।
উত্তর : স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে (t) প্রাপ্ত বেগ (v) ওই সময়ের সমানুপাতিক।
অর্থাৎ v x t
ভূগোল ও পরিবেশ
দেওয়ান সামছুর রহমান
সিনিয়র শিক্ষক, গোয়ালপাড়া হাইস্কুল
সোনারগাঁ
মহাবিশ্ব ও আমাদের পৃথিবী
সৃজনশীল নৈর্ব্যত্তিক
১। পৃথিবীর চারদিকে ঘিরে রয়েছে কোনটি?
ক. ছায়াপথ খ. উল্কা গ. মহাকাশ ঘ. নক্ষত্র
২। সূর্য একটি-
ক. নক্ষত্র খ. গ্রহ গ. নীহারিকা ঘ. উল্কা
৩। যেসব জ্যোতিষ্কের নিজের আলো আছে তাদের কী বলে?
ক. গ্রহ খ. নক্ষত্র গ. উপগ্রহ ঘ. গ্যালাক্সি
৪। পৃথিবী ও সূর্যের মধ্যবর্তী দূরত্ব কত?
ক. প্রায় ৮ কোটি কি.মি.
খ. প্রায় ১২ কোটি কি.মি.
গ. প্রায় ১৩ কোটি কি.মি.
ঘ. প্রায় ১৫ কোটি কি.মি.
৫। পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটি?
ক. প্রক্সিমা সেন্টারাই খ. বুধ
গ. সূর্য ঘ. ট্রাইটন
৬। ছায়াপথ হলো-
i. গ্যালাক্সির ক্ষুদ্র অংশ ii. একটি মাথা ও একটি লেজবিশিষ্ট iii. আকাশ গঙ্গা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭। বিষুব রেখার আরেক নাম কী?
ক. মকর ক্রান্তি খ. কর্কট ক্রান্তি গ. কুমেরু বৃত্ত ঘ. মহাবৃত্ত
৮। সূর্যের নিকটতম নক্ষত্র কোনটি?
ক. প্রক্সিমা সেনটোরাই খ. বুধ গ. পৃথিবী ঘ. ট্রাইটন
৯। পৃথিবী থেকে প্রক্সিমা সেনটোরাই-এর দূরত্ব কত?
ক. প্রায় ২ আলোকবর্ষ খ. প্রায় ৩.৫ আলোকবর্ষ
গ. প্রায় ৪ আলোকবর্ষ ঘ. প্রায় ৪.২ আলোকবর্ষ
১০। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে কত?
ক. প্রায় ৭ মি. ১৯ সে. খ. প্রায় ৮ মি. ১৯ সে.
গ. প্রায় ৯ মি. ১৭ সে. ঘ. প্রায় ৯ মি. ১৮ সে.
১১। আলোর গতি প্রতি সেকেন্ডে প্রায় কত কি.মি.?
ক. ২ লক্ষ খ. ২.৫ লক্ষ গ. ৩ লক্ষ ঘ. ৪ লক্ষ
১২। নিচের কোনগুলো নক্ষত্রমণ্ডলী?
i. সপ্তর্ষি মণ্ডল ii. কালপুরুষ iii. ক্যাসিওপিয়া
নিচের কোনটি সঠিক?
ক. i খ. iii গ. i ও ii ঘ. i, ii ও iii
১৩। গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে কী বলে?
ক. নীহারিকা খ. ছায়াপথ গ. উল্কা ঘ. ধূমকেতু
১৪। মাথা ও লেজবিশিষ্ট জ্যোতিষ্ককে কী বলে?
ক. ধূমকেতু খ. উল্কা গ. ছায়াপথ ঘ. নীহারিকা
১৫। মহাকাশে গ্যালাক্সির সংখ্যা কত?
ক. একশত কোটি খ. একশত মিলিয়ন গ. একশত বিলিয়ন ঘ. এক বিলিয়ন
১৬। মহাকাশের এক অতি বিস্ময়কর জ্যোতিষ্ক কোনটি?
ক. উল্কা খ. তারকা গ. ছায়াপথ ঘ. ধূমকেতু
১৭। হ্যালির ধূমকেতু প্রতি কত বছরে একবার দেখা যায়?
ক. ৫৬ বছরে খ. ৭৬ বছরে গ. ৮৬ বছরে ঘ. ৯৬ বছরে
উত্তর : ১.গ ২.ক ৩.খ ৪.ঘ ৫.গ ৬.খ ৭.গ ৮.ক ৯.ঘ ১০.খ ১১.গ ১২.ঘ ১৩.খ ১৪.ক ১৫.গ ১৬.ঘ ১৭.খ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা
পদার্থবিজ্ঞান
সহকারী শিক্ষক, গভর্নমেন্ট সায়েন্স হাইস্কুল তেজগাঁও, ঢাকা
গতি
[পূর্বে প্রকাশিত অংশের পর]
৬৭। পরম স্থিতি কাকে বলে?
উত্তর : প্রসঙ্গ বস্তু যদি প্রকৃতপক্ষে স্থির হয় তাহলে তার সাপেক্ষে যে বস্তু স্থিতিশীল রয়েছে সেও প্রকৃতপক্ষে স্থির। এ ধরনের স্থিতিকে পরম স্থিতি বলে।
৬৮। রৈখিক গতি কাকে বলে?
উত্তর : কোনো বস্তু যদি একটি সরল রেখা বরাবর গতিশীল হয় তাহলে তার গতিকে রৈখিক গতি বলে।
৬৯। ঘূর্ণন গতি বা বৃত্তকার গতি কাকে বলে?
উত্তর : যখন কোনো বস্তু কোনা নির্দিষ্ট বিন্দু বা রেখা থেকে বস্তু কণাগুলোর দূরত্ব অপরিবর্তিত রেখে ওই বিন্দু বা রেখাকে কেন্দ্র করে ঘোরে তখন সে বস্তুর গতিকে ঘূর্ণন গতি বলে। যেমন ঘড়ির কাঁটার গতি।
৭০। চলন গতি কাকে বলে?
উত্তর : কোনো বস্তু যদি এমনভাবে চলতে থাকে যাতে করে বস্তুর সব কণা একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে তাহলে ওই গতিকে চলন গতি বলে।
৭১। পর্যায়বৃত্ত গতি কাকে বলে?
উত্তর : কোনো গতিশীল বস্তুকণার গতি যদি এমন হয় যে, এটি এর গতিপথে কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে অতিক্রম করে, তাহলে সেই গতিকে পর্যায়বৃত্ত গতি বলে।
৭২। স্পন্দন গতি, কম্পন বা দোলন গতি কাকে বলে?
উত্তর : পর্যায়বৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে চলে তবে এর গতিকে স্পন্দন, দোলন বা কম্পন গতি বলে।
৭৩। তাৎক্ষণিক দ্রুতি কাকে বলে?
উত্তর : অতি অল্প সময়ের ব্যবধানে যে কোনো মুহূর্তে কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে যে দ্রুতি পাওয়া যায় তাকে তাৎক্ষণিক দ্রুতি বলে।
৭৪। সুসম দ্রুতি কাকে বলে?
উত্তর : কোনো বস্তু তার গতিকালে যদি সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে তাহলে সেই দ্রুতিকে সুসম দ্রুতি বলে।
৭৫। অসম দ্রুতি কাকে বলে?
উত্তর : কোনো বস্তু তার গতিকালে যদি সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম না করে তাহলে সেই দ্রুতিকে অসম দ্রুতি বলে।
৭৬। সুষম ত্বরণ কাকে বলে?
উত্তর : কোনো বস্তুর বেগ যদি নির্দিষ্ট দিকে সব সময় একই হারে বাড়তে থাকে তাহলে সেই ত্বরণকে সুষম ত্বরণ বলে। যেমন অভিকর্ষের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ত্বরণ।
৭৭। অসম ত্বরণ তাকে বলে?
উত্তর : কোনো বস্তুর বেগ বৃদ্ধির হার যদি সমান না থাকে, তাহলে সে ত্বরণকে অসম ত্বরণ বলে। সাইকেল, রিকশার ত্বরণ অসম ত্বরণ।
৭৮। অভিকর্ষ কাকে বলে?
উত্তর : কোনো বস্তুর ওপর পৃথিবীর আকর্ষণকে অভিকর্ষ বলে।
৭৯। অভিকর্ষজ ত্বরণ কাকে বলে?
উত্তর : অভিকর্ষ বলের প্রভাবে ভূ-পৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে।
৮০। পড়ন্ত বস্তুর ১ম সূত্রটি লিখ।
উত্তর : স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত সব বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে।
৮১। পড়ন্ত বস্তুর ২য় সূত্রটি লিখ।
উত্তর : স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে (t) প্রাপ্ত বেগ (v) ওই সময়ের সমানুপাতিক।
অর্থাৎ v x t
ভূগোল ও পরিবেশ
দেওয়ান সামছুর রহমান
সিনিয়র শিক্ষক, গোয়ালপাড়া হাইস্কুল
সোনারগাঁ
মহাবিশ্ব ও আমাদের পৃথিবী
সৃজনশীল নৈর্ব্যত্তিক
১। পৃথিবীর চারদিকে ঘিরে রয়েছে কোনটি?
ক. ছায়াপথ খ. উল্কা গ. মহাকাশ ঘ. নক্ষত্র
২। সূর্য একটি-
ক. নক্ষত্র খ. গ্রহ গ. নীহারিকা ঘ. উল্কা
৩। যেসব জ্যোতিষ্কের নিজের আলো আছে তাদের কী বলে?
ক. গ্রহ খ. নক্ষত্র গ. উপগ্রহ ঘ. গ্যালাক্সি
৪। পৃথিবী ও সূর্যের মধ্যবর্তী দূরত্ব কত?
ক. প্রায় ৮ কোটি কি.মি.
খ. প্রায় ১২ কোটি কি.মি.
গ. প্রায় ১৩ কোটি কি.মি.
ঘ. প্রায় ১৫ কোটি কি.মি.
৫। পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটি?
ক. প্রক্সিমা সেন্টারাই খ. বুধ
গ. সূর্য ঘ. ট্রাইটন
৬। ছায়াপথ হলো-
i. গ্যালাক্সির ক্ষুদ্র অংশ ii. একটি মাথা ও একটি লেজবিশিষ্ট iii. আকাশ গঙ্গা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭। বিষুব রেখার আরেক নাম কী?
ক. মকর ক্রান্তি খ. কর্কট ক্রান্তি গ. কুমেরু বৃত্ত ঘ. মহাবৃত্ত
৮। সূর্যের নিকটতম নক্ষত্র কোনটি?
ক. প্রক্সিমা সেনটোরাই খ. বুধ গ. পৃথিবী ঘ. ট্রাইটন
৯। পৃথিবী থেকে প্রক্সিমা সেনটোরাই-এর দূরত্ব কত?
ক. প্রায় ২ আলোকবর্ষ খ. প্রায় ৩.৫ আলোকবর্ষ
গ. প্রায় ৪ আলোকবর্ষ ঘ. প্রায় ৪.২ আলোকবর্ষ
১০। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে কত?
ক. প্রায় ৭ মি. ১৯ সে. খ. প্রায় ৮ মি. ১৯ সে.
গ. প্রায় ৯ মি. ১৭ সে. ঘ. প্রায় ৯ মি. ১৮ সে.
১১। আলোর গতি প্রতি সেকেন্ডে প্রায় কত কি.মি.?
ক. ২ লক্ষ খ. ২.৫ লক্ষ গ. ৩ লক্ষ ঘ. ৪ লক্ষ
১২। নিচের কোনগুলো নক্ষত্রমণ্ডলী?
i. সপ্তর্ষি মণ্ডল ii. কালপুরুষ iii. ক্যাসিওপিয়া
নিচের কোনটি সঠিক?
ক. i খ. iii গ. i ও ii ঘ. i, ii ও iii
১৩। গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে কী বলে?
ক. নীহারিকা খ. ছায়াপথ গ. উল্কা ঘ. ধূমকেতু
১৪। মাথা ও লেজবিশিষ্ট জ্যোতিষ্ককে কী বলে?
ক. ধূমকেতু খ. উল্কা গ. ছায়াপথ ঘ. নীহারিকা
১৫। মহাকাশে গ্যালাক্সির সংখ্যা কত?
ক. একশত কোটি খ. একশত মিলিয়ন গ. একশত বিলিয়ন ঘ. এক বিলিয়ন
১৬। মহাকাশের এক অতি বিস্ময়কর জ্যোতিষ্ক কোনটি?
ক. উল্কা খ. তারকা গ. ছায়াপথ ঘ. ধূমকেতু
১৭। হ্যালির ধূমকেতু প্রতি কত বছরে একবার দেখা যায়?
ক. ৫৬ বছরে খ. ৭৬ বছরে গ. ৮৬ বছরে ঘ. ৯৬ বছরে
উত্তর : ১.গ ২.ক ৩.খ ৪.ঘ ৫.গ ৬.খ ৭.গ ৮.ক ৯.ঘ ১০.খ ১১.গ ১২.ঘ ১৩.খ ১৪.ক ১৫.গ ১৬.ঘ ১৭.খ।