Logo
Logo
×

টিউটোরিয়াল

ইসলাম ও নৈতিক শিক্ষা

Icon

মো. মুজাম্মেল হক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২২, ০১:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

ইসলাম ও নৈতিক শিক্ষা

ফাইল ছবি

সিনিয়র শিক্ষক, মিরপুর বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা

অনুধাবনমূলক প্রশ্নোত্তর

[পূর্বে প্রকাশিত অংশের পর]

১৯. ‘শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক দিয়ে দাও’। হাদিসটি বুঝিয়ে দাও।

উত্তর : উল্লিখিত হাদিস দ্বারা মহানবি (সা.) দ্রুত শ্রমিকের পারিশ্রমিক পরিশোধ করার প্রতি জোর তাগিদ দিয়েছেন। উল্লিখিত হাদিসটি দ্বারা বোঝানো হয়েছে, শ্রমিক যখন কাজ করবে তখন কাজ শেষ করার সঙ্গে সঙ্গে তাকে তার পারিশ্রমিক দিয়ে দিতে হবে। পারিশ্রমিক দিতে অকারণে বিলম্ব করা যাবে না, শ্রমিকদের সঙ্গে উত্তম ব্যবহার করতে হবে। অবশ্যই তাদের ন্যায্যমূল্য দিতে হবে। রাসূল (সা.) উল্লিখিত হাদিস দ্বারা শ্রমিককে উপযুক্ত এবং যথাসময়ে পারিশ্রমিক দেওয়ার ব্যাপারে গুরুত্বারোপ করেছেন।

২০. ইলম বলতে কী বোঝায়?

উত্তর : ইলম অর্থ জ্ঞান, জানা, অবগত হওয়া, বিদ্যা ইত্যাদি। ইসলামি পরিভাষায় ইলম হলো কোনো বস্তুর প্রকৃত অবস্থা উপলব্ধি করা অর্থাৎ কোনো বিষয়ের যথাযথ ও যাবতীয় তত্ত্ব ও তথ্যানুসারে সম্যক জ্ঞান অর্জন করাকে বলা হয় ইলম। অন্যের কথায় ইলম হলো নবির মাধ্যমে লব্ধ জ্ঞান যা মানুষ বুদ্ধির দ্বারা আবিষ্কার করতে পারে না অর্থাৎ যে ইলম মানব হৃদয়ে তাওহিদের প্রেরণা জাগায় এবং নিজের মধ্যে আল্লাহ প্রেম ও আল্লাহ ভীতি সঞ্চার করে তাই ইলম বা জ্ঞান।

২১. শিক্ষককে শ্রদ্ধা করতে হবে কেন?

উত্তর : যিনি আমাদের শিক্ষা দেন তিনি শিক্ষক। পিতা-মাতার পরেই শিক্ষকের অবস্থান, তাই তাদের শ্রদ্ধা করতে হবে।

শিক্ষক হলেন আদর্শ জাতি গঠনের কারিগর। শিক্ষকরা শিক্ষার্থীদের ধর্মীয় নিয়ম-কানুন, আদব-কায়দা, শিষ্টাচার, বিনয়, নম্রতা, নিয়মানুবর্তিতা ইত্যাদি শিক্ষা দেন। ফলে শিক্ষার্থী আদর্শ মানুষ হিসাবে গড়ে ওঠে। তা ছাড়া পুত্র ও পিতার মাঝে যেমন উত্তরাধিকারের সম্পর্ক আছে, ছাত্র-শিক্ষকের মাঝেও তেমন সম্পর্ক বিদ্যমান। তাই শিক্ষককে শ্রদ্ধা করা উচিত।

২২. একজন ভালো শিক্ষক ব্যক্তিত্বসম্পন্ন হবেন কীভাবে?

উত্তর : পৃথিবীর সবচেয়ে সম্মান ও মর্যাদার পেশা হলো শিক্ষকতা। পৃথিবীর শ্রেষ্ঠ পেশার লোকের বৈশিষ্ট্যগুলো শ্রেষ্ঠ হওয়া প্রয়োজন। একজন ভালো শিক্ষক ব্যক্তিত্বসম্পন্ন হবেন নিম্নোক্তভাবে-

১. পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবেন, ২. শালীন, মার্জিত ও ব্যক্তিত্ব রক্ষাকারী পোশাক পরিধান করবেন, ৩. বিশুদ্ধ উচ্চারণ ও প্রকাশ ভঙ্গির অধিকারী হবেন, ৪. মানসিক ভারসাম্য বজায় রাখবেন, ৫. নিয়মনীতির ক্ষেত্রে কঠোর হবেন, ৬. সুস্থ মন ও দেহের অধিকারী হবেন।

২৩. একজন ভালো শিক্ষক কীভাবে শিক্ষার্থীদের প্রতি মমত্ববোধ ও ভালোবাসা সম্পন্ন হবেন?

উত্তর : পৃথিবীর সবচেয়ে সম্মান ও মর্যাদার পেশা হলো শিক্ষকতা। পৃথিবীর শ্রেষ্ঠ পেশার লোকের বৈশিষ্ট্যগুলো শ্রেষ্ঠ হওয়া প্রয়োজন।

একজন ভালো শিক্ষক ছাত্রদের প্রতি মমত্ববোধ ও ভালোবাসাসম্পন্ন হবেন নিম্নোক্তভাবে-

১. স্নেহ-মমতা দিয়ে শিক্ষার্থীদের পাঠদান করবেন।

২. সব শিক্ষার্থীকে সমান চোখে দেখবেন।

৩. শিক্ষার্থীদের মাঝে জ্ঞান লাভের উৎসাহ তৈরি করবেন।

৪. প্রয়োজনে একটি বিষয় বারবার বলবেন।

৫. শিক্ষার্থীদের একান্ত আপনজন হবেন।

৬. শিক্ষার্থীদের অহেতুক ধমক দেবেন না অথবা শাসন করবেন না।

২৪. ছাত্র-শিক্ষকের সম্পর্ক বলতে কী বোঝায়?

উত্তর : ইসলাম হাক্কুল ইবাদ হিসাবে মানুষের জন্য যে দায়িত্ব পালন করা অনিবার্য করেছেন তার মধ্যে ছাত্র-শিক্ষক সম্পর্ক অন্যতম। ছাত্র-শিক্ষক সম্পর্ক বলতে বোঝায়, একজন ছাত্রের সঙ্গে শিক্ষকের সম্পর্ক কীরূপ।

ছাত্র-শিক্ষক সম্পর্ক হলো আত্মার সম্পর্ক। এটি পিতা-পুত্রের সম্পর্কের মতো। পিতা যেমন সর্বদা পুত্রের কল্যাণ কামনা করেন ও তাকে কল্যাণের পথে চলতে উদ্বুদ্ধ করেন, শিক্ষকও তেমনি তার ছাত্রের কল্যাণ কামনা করেন ও তাকে সৎপথ দেখান। পুত্র তার পিতার থেকে সম্পদের উত্তরাধিকারী হন পক্ষান্তরে ছাত্রও তার শিক্ষক থেকে জ্ঞানের উত্তরাধিকারী হন।

২৫. শিক্ষা বলতে কী বোঝায়?

উত্তর : শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষাহীন জাতি মেরুদণ্ডহীন প্রাণীর মতো। সঞ্চিত জ্ঞান এবং অভিজ্ঞতাকে নিজের জীবনে সফলভাবে প্রয়োগ করাকে শিক্ষা বলে। শিক্ষা মানুষকে প্রকৃত মানুষ হতে সাহায্য করে এবং মানবহৃদয়কে অজ্ঞতা ও অন্ধকার থেকে মুক্ত করে জ্ঞানের আলোয় উদ্ভাসিত করে। শিক্ষা বলতে আমরা বুঝি মানুষের শরীর, মন ও আত্মার সমন্বিত বিকাশ সাধন।

২৬. নৈতিকতা বলতে কী বোঝায়?

উত্তর : নৈতিকতা হলো ব্যক্তির মৌলিক মানবীয় গুণ এবং জীবনের শ্রেষ্ঠ সম্পদ, যা অর্জন করলে তার জীবন সুন্দর ও উন্নত হয়। নৈতিকতা বলতে সততা, সদাচার, সুন্দর স্বভাব, মিষ্টি কথা ও উন্নত চরিত্র এসব কিছুর সমন্বয়ে গঠিত এক বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্যকে বোঝায়। নৈতিকতা হলো ব্যক্তির মৌলিক মানবীয় গুণ এবং জীবনের শ্রেষ্ঠ সম্পদ, যা অর্জন করলে তার জীবন সুন্দর ও উন্নত হয়। একজন মানুষের দৈনন্দিন জীবনের চাল-চলন, ওঠা, বসা, আচার-ব্যবহার, লেনদেন সবকিছুই যখন প্রশংসনীয় ও গ্রহণযোগ্য হয় তখন তাকে নৈতিক গুণাবলীসম্পন্ন ব্যক্তি বলা হয়। তাই বলা যায়, নৈতিকতা হলো উন্নত চারিত্রিক বৈশিষ্ট্যের সমষ্টি।

২৭. ইসলামি শিক্ষার মূল উদ্দেশ্য কী?

উত্তর : একজন মুসলমানের ব্যক্তিজীবন থেকে শুরু করে জীবনের সর্বস্তরে আল্লাহর বিধিবিধান মেনে নেয়া ও তার সন্তুষ্টি অর্জন করাই হলো ইসলামি শিক্ষার মূল উদ্দেশ্য।

ইসলামি শিক্ষা ব্যবস্থায় পরিপূর্ণরূপে ইসলামকে তুলে ধরা হয়েছে। ইসলাম শিক্ষার মাধ্যমে আমরা আল্লাহতায়ালার ইবাদ ও আনুগত্য শিখতে পারি। কল্যাণমূলক ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনীয় জ্ঞানার্জন করতে পারি। পরকালীন জীবনে জান্নাত লাভ ও জাহান্নাম থেকে মুক্তির উপায় জানতে পারি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম