এইচএসসি পরীক্ষার্থীদের বাংলা প্রথমপত্র
jugantor
এইচএসসি পরীক্ষার্থীদের বাংলা প্রথমপত্র

  ড. সনজিত পাল  

২০ জানুয়ারি ২০২২, ০০:০০:০০  |  প্রিন্ট সংস্করণ

এইচএসসি পরীক্ষার্থীদের বাংলা প্রথমপত্র

সিনিয়র শিক্ষক, সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ লক্ষ্মীবাজার, ঢাকা

মাসি-পিসি

-মানিক বন্দ্যোপাধ্যায়

অনুধাবন প্রশ্ন :

[পূর্বে প্রকাশিত অংশের পর]

২২. ‘কত দায়িত্ব তাদের, কত কাজ, কত ভাবনা’-বলতে কী বোঝানো হয়েছে?

২৩. ‘স্বামীর বাড়িতে যাওয়ার কথা ভাবলেই আহ্লাদি আতঙ্কে পাশুটে মেরে যায়’-কেন?

২৪. ‘তবু মুফতে যা পাওয়া যায় তাতেই জগুর প্রবল লোভ’-বলতে কী বোঝানো হয়েছে?

২৫. ‘খালি ঘরে আহ্লাদিকে রেখে যাওয়ার সাহস হয় না মাসি-পিসির’- কেন?

২৬. মা-মাসির কাছেই রইতে হয় এ সময়টা’-বলতে কী বোঝানো হয়েছে?

২৭. ‘নিজেকে তার ছ্যাঁচরা, নোংরা, নর্দমার মতো লাগে’-ব্যাখ্যা কর।

২৮. গকুল মাসি-পিসিকে পাগল করে তুলছে কেন?

২৯. ‘ঈষৎ তন্দ্রার ঘোরে শিউরে উঠে আহ্লাদি’-কেন?

৩০. ‘সে যেন অনুভব করে, সেই এখানকার কর্তা, সেই সর্বেসর্বা’- বলতে কী বোঝানো হয়েছে?

৩১. বাইরে থেকে হাঁক আসে কানাই চকিদারের-কেন?

৩২. বেঁধে নিয়ে যাবার হুকুম আছে-কেন বলা হয়েছে?

৩৩. মাসি-পিসি দুজন একত্রে কাছারিতে যেতে চায় না কেন?

৩৪. বঁটির এক কোপে গলা ফাঁক করে দিবো-কেন বলা হয়েছে?

৩৫. মারাত্মক ভঙ্গিতে বঁটি আর দা উঁচু হয় মাসি-পিসির কেন?

৩৬. ‘শোনো কানাই এর্কি নয় মোটে’-কেন বলা হয়েছে?

৩৭. ‘মাসি-পিসি হঠাৎ গলা ছেড়ে’-কেন?

৩৮. কানাই অদৃশ্য হয়ে যায় দলবল নিয়ে-কেন?

৩৯.‘কেমন একটা স্বস্তি বোধ করে মাসি-পিসি’ বলতে কী বোঝানো হয়েছে?

৪০. ‘সজাগ রইতে হবে রাতটা’-কেন?

৪১. মাসি-পিসি কাঁথা-কম্বলটা জলে চুবিয়ে রাখে কেন?

৪২. ‘মাসি-পিসি অতি সন্তর্পণে বিছানা ছেড়ে উঠে’-কেন?

৪৩. ‘যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি-পিসি’-কেন?

৪৪. ‘ঘড়ায় আর হাঁড়ি-কলসিতে আরও জল এনে রাখে’-কেন?

৪৫. কলকেপোড়া ছ্যাঁকা বলতে কী বোঝানো হয়েছে?

৪৬. জগু বউ ফেরত নিতে চাচ্ছিল কেন?

৪৭. ‘ছেলের মুখ দেখে পাষাণ নরম হয়’-ব্যাখ্যা কর।

৪৮. মাসি-পিসি শাক-সবজি ফলমূলের ব্যবসা করতে চাইলেন কেন?

৪৯. আহ্লাদি কেন স্বামীর বাড়ি থেকে চলে আসে?

৫০. ‘আহ্লাদিকে মাঝখানে নিয়ে শুয়ে ঘুম আসে না মাসি-পিসির চোখে’-কেন?

সৃজনশীল প্রশ্নের দিকগুলো :

১. স্বামীর নির্মম নির্যাতনের শিকার আহ্লাদির জীবনের করুণ কাহিনি।

২. দু’জন বিধাব ও নিঃস্ব নারীর অস্তিত্ব রক্ষার জীবন সংগ্রাম।

৩. প্রতিকূল পরিস্থিতিতে আহ্লাদিকে রক্ষার জন্য মাসি-পিসির বুদ্ধিদীপ্ত ও সাহসী সংগ্রাম।

৪. আহ্লাদির প্রতি মাসি-পিসির দায়িত্বশীল ও মানবিক জীবনবোধ।

৫. জগুর লোভী, কৌশলী, স্বার্থপর ও নষ্ট চরিত্র।

৬. গোকুলের স্বার্থপর, লোভী চরিত্র।

৭. বিপদে আপন্ন মাসি-পিসির প্রতি প্রতিবেশীর সহনুভূতিশীল আচরণ।

৮. ১৯৪২/৪৩ সালের দুর্ভিক্ষে সাধারণ মানুষের কষ্টের বর্ণনা।

৯. পিসি-মাসির প্রতি আহ্লাদির বাবার অভিভাবকতুল্য আচরণ।

১০. প্রথম দিকে মাসির প্রতি পিসির আক্রোশ।

১১. আহ্লাদির উপর বৃদ্ধ মাঝির মেয়ের ভাবনা প্রকাশ।

১২. নারীদের উপর সমাজপতিদের উন্মত্ত-লালসার দৃষ্টি।

মূলদিক : জীবনযুদ্ধে অবতীর্ণ মাসি-পিসির অস্তিত্ব বাঁচানোর সঙ্গে স্বামী নির্যাতিতা আহ্লাদিকে বাঁচিয়ে রাখার সংগ্রাম।

মডেল সৃজনশীল প্রশ্ন :

রমিজ মিয়া দশ বছর আগে মারা গেলেও তার বৃদ্ধা স্ত্রী জরিনা খাতুন স্বামীর ভিটা ধরে আজও পড়ে আছে। নিঃসন্তান এ পরিবারে কোনো ছেলে-মেয়ে না থাকায় প্রতিবেশী খালেক ও তার স্ত্রী জরিনা খাতুনকে দেখাশোনা করে। জরিনা খাতুন তার নিজের ভিটা-মাটি খালেককে দিয়ে যাবে-এমন কথা দিয়েছে। অথচ এ জমির উপর নজর পড়েছে গ্রামের মাতুব্বর রজব আলীর। সে জাল দলিল তৈরি করে রেখেছে। জরিনা খাতুন মারা গেলেই সে এই জমি নিজের বলে দাবি করবে। এ খবর জেনে জরিনা খাতুন থানা থেকে পুলিশ নিয়ে ভূমি অফিসে গিয়ে নিজের ভিটা-মাটি খালেককে লিখে দেয়।

ক) ‘মাসি-পিসি’ গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশ হয়?

খ) মাসি-পিসি আহ্লাদিকে স্বামীর বাড়িতে পাঠাতে চায় না কেন?

গ) উদ্দীপকের রজব আলীর সঙ্গে ‘মাসি-পিসি’ গল্পের কোন চরিত্রের সাদৃশ্য পাওয়া যায়? বর্ণনা কর।

ঘ) ‘উদ্দীপকের জরিনা খাতুন যেন মাসি-পিসির প্রতিমূর্তি’- মন্তব্যের যথার্থতা যাচাই কর।

এইচএসসি পরীক্ষার্থীদের বাংলা প্রথমপত্র

 ড. সনজিত পাল 
২০ জানুয়ারি ২০২২, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ
এইচএসসি পরীক্ষার্থীদের বাংলা প্রথমপত্র
ছবি: সংগৃহীত

সিনিয়র শিক্ষক, সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ লক্ষ্মীবাজার, ঢাকা

মাসি-পিসি

-মানিক বন্দ্যোপাধ্যায়

অনুধাবন প্রশ্ন :

[পূর্বে প্রকাশিত অংশের পর]

২২. ‘কত দায়িত্ব তাদের, কত কাজ, কত ভাবনা’-বলতে কী বোঝানো হয়েছে?

২৩. ‘স্বামীর বাড়িতে যাওয়ার কথা ভাবলেই আহ্লাদি আতঙ্কে পাশুটে মেরে যায়’-কেন?

২৪. ‘তবু মুফতে যা পাওয়া যায় তাতেই জগুর প্রবল লোভ’-বলতে কী বোঝানো হয়েছে?

২৫. ‘খালি ঘরে আহ্লাদিকে রেখে যাওয়ার সাহস হয় না মাসি-পিসির’- কেন?

২৬. মা-মাসির কাছেই রইতে হয় এ সময়টা’-বলতে কী বোঝানো হয়েছে?

২৭. ‘নিজেকে তার ছ্যাঁচরা, নোংরা, নর্দমার মতো লাগে’-ব্যাখ্যা কর।

২৮. গকুল মাসি-পিসিকে পাগল করে তুলছে কেন?

২৯. ‘ঈষৎ তন্দ্রার ঘোরে শিউরে উঠে আহ্লাদি’-কেন?

৩০. ‘সে যেন অনুভব করে, সেই এখানকার কর্তা, সেই সর্বেসর্বা’- বলতে কী বোঝানো হয়েছে?

৩১. বাইরে থেকে হাঁক আসে কানাই চকিদারের-কেন?

৩২. বেঁধে নিয়ে যাবার হুকুম আছে-কেন বলা হয়েছে?

৩৩. মাসি-পিসি দুজন একত্রে কাছারিতে যেতে চায় না কেন?

৩৪. বঁটির এক কোপে গলা ফাঁক করে দিবো-কেন বলা হয়েছে?

৩৫. মারাত্মক ভঙ্গিতে বঁটি আর দা উঁচু হয় মাসি-পিসির কেন?

৩৬. ‘শোনো কানাই এর্কি নয় মোটে’-কেন বলা হয়েছে?

৩৭. ‘মাসি-পিসি হঠাৎ গলা ছেড়ে’-কেন?

৩৮. কানাই অদৃশ্য হয়ে যায় দলবল নিয়ে-কেন?

৩৯.‘কেমন একটা স্বস্তি বোধ করে মাসি-পিসি’ বলতে কী বোঝানো হয়েছে?

৪০. ‘সজাগ রইতে হবে রাতটা’-কেন?

৪১. মাসি-পিসি কাঁথা-কম্বলটা জলে চুবিয়ে রাখে কেন?

৪২. ‘মাসি-পিসি অতি সন্তর্পণে বিছানা ছেড়ে উঠে’-কেন?

৪৩. ‘যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি-পিসি’-কেন?

৪৪. ‘ঘড়ায় আর হাঁড়ি-কলসিতে আরও জল এনে রাখে’-কেন?

৪৫. কলকেপোড়া ছ্যাঁকা বলতে কী বোঝানো হয়েছে?

৪৬. জগু বউ ফেরত নিতে চাচ্ছিল কেন?

৪৭. ‘ছেলের মুখ দেখে পাষাণ নরম হয়’-ব্যাখ্যা কর।

৪৮. মাসি-পিসি শাক-সবজি ফলমূলের ব্যবসা করতে চাইলেন কেন?

৪৯. আহ্লাদি কেন স্বামীর বাড়ি থেকে চলে আসে?

৫০. ‘আহ্লাদিকে মাঝখানে নিয়ে শুয়ে ঘুম আসে না মাসি-পিসির চোখে’-কেন?

সৃজনশীল প্রশ্নের দিকগুলো :

১. স্বামীর নির্মম নির্যাতনের শিকার আহ্লাদির জীবনের করুণ কাহিনি।

২. দু’জন বিধাব ও নিঃস্ব নারীর অস্তিত্ব রক্ষার জীবন সংগ্রাম।

৩. প্রতিকূল পরিস্থিতিতে আহ্লাদিকে রক্ষার জন্য মাসি-পিসির বুদ্ধিদীপ্ত ও সাহসী সংগ্রাম।

৪. আহ্লাদির প্রতি মাসি-পিসির দায়িত্বশীল ও মানবিক জীবনবোধ।

৫. জগুর লোভী, কৌশলী, স্বার্থপর ও নষ্ট চরিত্র।

৬. গোকুলের স্বার্থপর, লোভী চরিত্র।

৭. বিপদে আপন্ন মাসি-পিসির প্রতি প্রতিবেশীর সহনুভূতিশীল আচরণ।

৮. ১৯৪২/৪৩ সালের দুর্ভিক্ষে সাধারণ মানুষের কষ্টের বর্ণনা।

৯. পিসি-মাসির প্রতি আহ্লাদির বাবার অভিভাবকতুল্য আচরণ।

১০. প্রথম দিকে মাসির প্রতি পিসির আক্রোশ।

১১. আহ্লাদির উপর বৃদ্ধ মাঝির মেয়ের ভাবনা প্রকাশ।

১২. নারীদের উপর সমাজপতিদের উন্মত্ত-লালসার দৃষ্টি।

মূলদিক : জীবনযুদ্ধে অবতীর্ণ মাসি-পিসির অস্তিত্ব বাঁচানোর সঙ্গে স্বামী নির্যাতিতা আহ্লাদিকে বাঁচিয়ে রাখার সংগ্রাম।

মডেল সৃজনশীল প্রশ্ন :

রমিজ মিয়া দশ বছর আগে মারা গেলেও তার বৃদ্ধা স্ত্রী জরিনা খাতুন স্বামীর ভিটা ধরে আজও পড়ে আছে। নিঃসন্তান এ পরিবারে কোনো ছেলে-মেয়ে না থাকায় প্রতিবেশী খালেক ও তার স্ত্রী জরিনা খাতুনকে দেখাশোনা করে। জরিনা খাতুন তার নিজের ভিটা-মাটি খালেককে দিয়ে যাবে-এমন কথা দিয়েছে। অথচ এ জমির উপর নজর পড়েছে গ্রামের মাতুব্বর রজব আলীর। সে জাল দলিল তৈরি করে রেখেছে। জরিনা খাতুন মারা গেলেই সে এই জমি নিজের বলে দাবি করবে। এ খবর জেনে জরিনা খাতুন থানা থেকে পুলিশ নিয়ে ভূমি অফিসে গিয়ে নিজের ভিটা-মাটি খালেককে লিখে দেয়।

ক) ‘মাসি-পিসি’ গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশ হয়?

খ) মাসি-পিসি আহ্লাদিকে স্বামীর বাড়িতে পাঠাতে চায় না কেন?

গ) উদ্দীপকের রজব আলীর সঙ্গে ‘মাসি-পিসি’ গল্পের কোন চরিত্রের সাদৃশ্য পাওয়া যায়? বর্ণনা কর।

ঘ) ‘উদ্দীপকের জরিনা খাতুন যেন মাসি-পিসির প্রতিমূর্তি’- মন্তব্যের যথার্থতা যাচাই কর।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন