এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা
ভূগোল ও পরিবেশ
দেওয়ান সামছুর রহমান
২৭ জানুয়ারি ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
সিনিয়র শিক্ষক, গোয়ালপাড়া হাইস্কুল, সোনারগাঁ
পৃথিবীর বাহ্যিক ও অভ্যন্তরীণ গঠন
[পূর্বে প্রকাশিত অংশের পর]
৬৯। নদী কয়ভাবে ভূমিরূপের সৃষ্টি করে?
ক) দুই খ) তিন গ) চার ঘ) পাঁচ
৭০। নদী নিম্নক্ষয়ের চেয়ে পার্শ্বক্ষয় বেশি করে কোন আকৃতি ধারণ করে?
ক) ‘জেড’ আকৃতি খ) ‘ভি’ আকৃতি
গ) ‘ইউ’ আকৃতি ঘ) ‘ও’ আকৃতি
৭১। সিন্ধু নদের গিরিখাতের গভীরতা কত?
ক) ৩৭৮ মি. খ) ৪২৮ মি.
গ) ৪৫৮ মি. ঘ) ৫১৮ মি.
৭২। উত্তর আমেরিকার সেন্ট লরেন্স নদীর বিখ্যাত জলপ্রপাত কোনটি?
ক) নায়াগ্রা খ) ভিসুভিয়াস
গ) ক্যানিয়ন ঘ) কলেরাডো
৭৩। পৃথিবীবিখ্যাত গিরিখাত গ্র্যান্ডক্যানিয়ন কোন মহাদেশে অবস্থিত?
ক) দক্ষিণ আমেরিকা খ) উত্তর আমেরিকা
গ) ইউরোপ ঘ) এশিয়া
৭৪। পৃথিবীবিখ্যাত গিরিখাত গ্র্যান্ডক্যানিয়ন যা-
i. ১৩৭-১৫৭ মি. বিস্তৃত ii. ২.৪ কি.মি.গভীর
iii. ৪৮২ কি.মি. দীর্ঘ
নিচের কোনটি সঠিক
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
৭৫। কোনো অঞ্চল থেকে হঠাৎ কোনো নদী সমভূমিতে পতিত হলে পলল কোণের সৃষ্টি হয়?
ক) মালভূমি অঞ্চল খ) সামুদ্রিক অঞ্চল
গ) পার্বত্য অঞ্চল ঘ) জলপ্রপাত
উত্তর : ৬৯। ক ৭০। গ ৭১। ঘ ৭২। ক ৭৩। খ ৭৪। ঘ ৭৫। গ।
বায়ুমণ্ডল
১। সৌর জগতের বাসযোগ্য আদর্শ গ্রহ কোনটি?
ক) পৃথিবী খ) মঙ্গল
গ) বৃহস্পতি ঘ) ইউরেনাস
২। যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে কী বলে?
ক) ভূমিরূপ খ) ভূ-ত্বক
গ) নভোমণ্ডল ঘ) বায়ুমণ্ডল
৩। ভূ-পৃষ্ঠ থেকে উপরের দিকে প্রায় কত কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডল বিস্তৃত?
ক) ১,০০০ কি.মি. খ) ১০,০০০ কি.মি.
গ) ৫০,০০০ কি.মি. ঘ) ১,০০,০০০ কি.মি.
৪। বায়ুমণ্ডলের শতকরা কতভাগ উপাদান ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ৩০ কি.মি.-এর মধ্যে সীমাবদ্ধ?
ক) প্রায় ৮৫ ভাগ খ) প্রায় ৯০ ভাগ
গ) প্রায় ৯৭ ভাগ ঘ) প্রায় ৯৯ ভাগ
৫। বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি?
ক) কার্বন ডাই অক্সাইড খ) নাইট্রোজেন
গ) অক্সিজেন ঘ) হাইড্রোজেন
৬। বায়ুমণ্ডলে অক্সিজেন গ্যাসের পরিমাণ শতকরা কত ভাগ?
ক) ৯৮.৭৩ খ) ৭৮.০২
গ) ৫৫.০৫ ঘ) ২০.৭১
৭। বায়ুমণ্ডলের উপাদানগুলোকে কয়টি স্তরে ভাগ করা যায়?
ক) ৩টি খ) ৫টি গ) ৬টি ঘ) ৯টি
৮। ট্রপোমণ্ডল ভূ-পৃষ্ঠ থেকে নিরক্ষীয় অঞ্চলে প্রায় কত কি.মি. পর্যন্ত বিস্তৃত রয়েছে?
ক) প্রায় ৩-৫ কি.মি. খ) প্রায় ৫-৭ কি.মি.
গ) প্রায় ৮-৯ কি.মি. ঘ) প্রায় ১৬-১৮ কি.মি.
৯। বায়ুমণ্ডলে কোন উপাদানগুলো আয়তনের দিক থেকে অধিক পরিমাণে রয়েছে?
i. অক্সিজেন ii. নাইট্রোজেন iii. কার্বন ডাই-অক্সাইড
নিচের কোনটি সঠিক
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
উত্তর : ১। ক ২। ঘ ৩। খ ৪। গ ৫। খ ৬। ঘ ৭। গ ৮। ঘ ৯। ক।
পদার্থবিজ্ঞান
মো. বদরুল ইসলাম
সহকারী শিক্ষক, গভর্নমেন্ট সায়েন্স হাইস্কুল তেজগাঁও, ঢাকা
পদার্থের অবস্থা ও চাপ
[পূর্বে প্রকাশিত অংশের পর]
১০০। পদার্থের অণুগুলো গতিশীল আছে, এ ধারণা পদার্থের কোন তত্ত্বের মূল বিষয়? উত্তর : আণবিক তত্ত্ব।
১০১। একটি হাইড্রোলিক প্রেসের ছোট ও বড় পিস্টনের ক্ষেত্রফল যথাক্রমে 20cm² ও 20cm²। ছোট পিস্টনে 100N বল প্রয়োগ করলে বড় পিস্টনে কত বল পাওয়া যাবে? উত্তর : 500N
১০২। পদার্থের চতুর্থ অবস্থার নাম কী? উত্তর : প্লাজমা।
১০৩। শিল্প কারখানায় ধাতব পদার্থ কাটার জন্য কী ব্যবহার করা হয়? উত্তর : প্লাজমা টর্চ।
১০৪। কিসের আপেক্ষিক গুরুত্ব সবচেয়ে কম?
উত্তর : লোহা।
১০৫। 5kg ভরের মধ্যে 2cm² ক্ষেত্রফল বিশিষ্ট তলে স্থাপন করা হলে, চাপ কত হবে?
উত্তর : 2.45x105 Pa
১০৬। একটি পুকুরের দৈর্ঘ্য 25m এবং প্রস্থ 15m. এতে 2m গভীর পানি থাকলে পানির ভর কত?
উত্তর : 7.5x105 Kg
১০৭। কোনো বস্তুর প্রতি একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে প্রযুক্ত বলকে কী বলে? উত্তর : চাপ।
বস্তুর উপর তাপের প্রভাব
১। পূর্বে তাপের একক হিসাবে কী ব্যবহৃত হতো?
উত্তর : ক্যালরি।
২। তাপের SI একক কী? উত্তর : জুল।
৩। এক জুল তাপ কত ক্যালরির সমান? উত্তর : 0.24
৪। এক ক্যালরি তাপ উৎপন্ন করতে কত জুল যান্ত্রিক বা তড়িৎশক্তি ব্যয় করতে হয়? উত্তর : 4.2 জুল।
৫। দুটি বস্তুর তাপমাত্রা এক হলে কী ঘটবে?
উত্তর : তাপের পরিমাণ সমান কিংবা ভিন্ন হবে।
৬। কীভাবে তাপ প্রবাহিত হয়?
উত্তর : উষ্ণতর বস্তু থেকে শীতলতর বস্তুর দিকে।
৭। 4.2 J শক্তি ব্যয়িত হলে কত ক্যালরি তাপ উৎপন্ন হয়?
উত্তর : 1
৮। তাপের আদান-প্রদান বস্তুদ্বয়ের কিসের ওপর নির্ভর করে? উত্তর : তাপীয় অবস্থার ওপর।
৯। পদার্থের অণুগুলো সবসময় কোন অবস্থায় থাকে?
উত্তর : গতিশীল।
১০। কোনো বস্তুতে তাপ প্রয়োগ করা হলে বস্তুর কী বেড়ে যাবে? উত্তর : গতিশক্তি।
১১। তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম কী?
উত্তর : থার্মোমিটার।
১২। আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার একক কোনটি?
উত্তর : কেলভিন।
১৩। দুটি পাত্রে সমান ভরের পানির তাপমাত্রা ভিন্ন হলে তাপের কী ঘটবে?
উত্তর : যে পাত্রের তাপমাত্রা বেশি তার তাপ বেশি।
১৪। 1 Cal = কত জুল? উত্তর : 42
১৫। ত্রৈধবিন্দু তাপমাত্রায় পানি কয়টি অবস্থায় অবস্থান করে? উত্তর : তিন অবস্থায়।
১৬। পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রা কত? উত্তর : 272K
১৭। পদার্থের আয়তন, রোধ, চাপ ইত্যাদি ধর্মগুলো কোন প্রকৃতির? উত্তর : তাপমাত্রিক।
১৮। পারদ থার্মোমিটারের ক্ষেত্রে কাচের কৈশিক নলের ভিতরে রক্ষিত পারদকে কী বলে? উত্তর: তাপমাত্রিক পদার্থ।
১৯। তাপ প্রয়োগে কোন পদার্থের প্রসারণ সবচেয়ে কম?
উত্তর : কঠিন।
২০। গ্যাস থার্মোমিটারের ক্ষেত্রে ধ্রুব আয়তন পাত্রে রক্ষিত গ্যাসকে কী বলে? উত্তর : তাপমাত্রিক পদার্থ।
২১। সেলসিয়াস স্কেলে তাপমাত্রার পার্থক্য 500C হলে কেলভিন স্কেলে তাপমাত্রার পার্থক্য কত? উত্তর : 50K
২২। তাপমাত্রার স্কেল তৈরির জন্য কয়টি নির্দিষ্ট তাপমাত্রাকে স্থির ধরে নেওয়া হয়? উত্তর : ২টি
২৩। পানির ত্রৈধ বিন্দু কত? উত্তর : 00C
২৪। বরফের গলনাঙ্ক ও পানির স্ফুটনাঙ্কের মধ্যে তাপমাত্রার পার্থক্য কত? উত্তর : 100K
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা
ভূগোল ও পরিবেশ
সিনিয়র শিক্ষক, গোয়ালপাড়া হাইস্কুল, সোনারগাঁ
পৃথিবীর বাহ্যিক ও অভ্যন্তরীণ গঠন
[পূর্বে প্রকাশিত অংশের পর]
৬৯। নদী কয়ভাবে ভূমিরূপের সৃষ্টি করে?
ক) দুই খ) তিন গ) চার ঘ) পাঁচ
৭০। নদী নিম্নক্ষয়ের চেয়ে পার্শ্বক্ষয় বেশি করে কোন আকৃতি ধারণ করে?
ক) ‘জেড’ আকৃতি খ) ‘ভি’ আকৃতি
গ) ‘ইউ’ আকৃতি ঘ) ‘ও’ আকৃতি
৭১। সিন্ধু নদের গিরিখাতের গভীরতা কত?
ক) ৩৭৮ মি. খ) ৪২৮ মি.
গ) ৪৫৮ মি. ঘ) ৫১৮ মি.
৭২। উত্তর আমেরিকার সেন্ট লরেন্স নদীর বিখ্যাত জলপ্রপাত কোনটি?
ক) নায়াগ্রা খ) ভিসুভিয়াস
গ) ক্যানিয়ন ঘ) কলেরাডো
৭৩। পৃথিবীবিখ্যাত গিরিখাত গ্র্যান্ডক্যানিয়ন কোন মহাদেশে অবস্থিত?
ক) দক্ষিণ আমেরিকা খ) উত্তর আমেরিকা
গ) ইউরোপ ঘ) এশিয়া
৭৪। পৃথিবীবিখ্যাত গিরিখাত গ্র্যান্ডক্যানিয়ন যা-
i. ১৩৭-১৫৭ মি. বিস্তৃত ii. ২.৪ কি.মি.গভীর
iii. ৪৮২ কি.মি. দীর্ঘ
নিচের কোনটি সঠিক
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
৭৫। কোনো অঞ্চল থেকে হঠাৎ কোনো নদী সমভূমিতে পতিত হলে পলল কোণের সৃষ্টি হয়?
ক) মালভূমি অঞ্চল খ) সামুদ্রিক অঞ্চল
গ) পার্বত্য অঞ্চল ঘ) জলপ্রপাত
উত্তর : ৬৯। ক ৭০। গ ৭১। ঘ ৭২। ক ৭৩। খ ৭৪। ঘ ৭৫। গ।
বায়ুমণ্ডল
১। সৌর জগতের বাসযোগ্য আদর্শ গ্রহ কোনটি?
ক) পৃথিবী খ) মঙ্গল
গ) বৃহস্পতি ঘ) ইউরেনাস
২। যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে কী বলে?
ক) ভূমিরূপ খ) ভূ-ত্বক
গ) নভোমণ্ডল ঘ) বায়ুমণ্ডল
৩। ভূ-পৃষ্ঠ থেকে উপরের দিকে প্রায় কত কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডল বিস্তৃত?
ক) ১,০০০ কি.মি. খ) ১০,০০০ কি.মি.
গ) ৫০,০০০ কি.মি. ঘ) ১,০০,০০০ কি.মি.
৪। বায়ুমণ্ডলের শতকরা কতভাগ উপাদান ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ৩০ কি.মি.-এর মধ্যে সীমাবদ্ধ?
ক) প্রায় ৮৫ ভাগ খ) প্রায় ৯০ ভাগ
গ) প্রায় ৯৭ ভাগ ঘ) প্রায় ৯৯ ভাগ
৫। বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি?
ক) কার্বন ডাই অক্সাইড খ) নাইট্রোজেন
গ) অক্সিজেন ঘ) হাইড্রোজেন
৬। বায়ুমণ্ডলে অক্সিজেন গ্যাসের পরিমাণ শতকরা কত ভাগ?
ক) ৯৮.৭৩ খ) ৭৮.০২
গ) ৫৫.০৫ ঘ) ২০.৭১
৭। বায়ুমণ্ডলের উপাদানগুলোকে কয়টি স্তরে ভাগ করা যায়?
ক) ৩টি খ) ৫টি গ) ৬টি ঘ) ৯টি
৮। ট্রপোমণ্ডল ভূ-পৃষ্ঠ থেকে নিরক্ষীয় অঞ্চলে প্রায় কত কি.মি. পর্যন্ত বিস্তৃত রয়েছে?
ক) প্রায় ৩-৫ কি.মি. খ) প্রায় ৫-৭ কি.মি.
গ) প্রায় ৮-৯ কি.মি. ঘ) প্রায় ১৬-১৮ কি.মি.
৯। বায়ুমণ্ডলে কোন উপাদানগুলো আয়তনের দিক থেকে অধিক পরিমাণে রয়েছে?
i. অক্সিজেন ii. নাইট্রোজেন iii. কার্বন ডাই-অক্সাইড
নিচের কোনটি সঠিক
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
উত্তর : ১। ক ২। ঘ ৩। খ ৪। গ ৫। খ ৬। ঘ ৭। গ ৮। ঘ ৯। ক।
পদার্থবিজ্ঞান
মো. বদরুল ইসলাম
সহকারী শিক্ষক, গভর্নমেন্ট সায়েন্স হাইস্কুল তেজগাঁও, ঢাকা
পদার্থের অবস্থা ও চাপ
[পূর্বে প্রকাশিত অংশের পর]
১০০। পদার্থের অণুগুলো গতিশীল আছে, এ ধারণা পদার্থের কোন তত্ত্বের মূল বিষয়? উত্তর : আণবিক তত্ত্ব।
১০১। একটি হাইড্রোলিক প্রেসের ছোট ও বড় পিস্টনের ক্ষেত্রফল যথাক্রমে 20cm² ও 20cm²। ছোট পিস্টনে 100N বল প্রয়োগ করলে বড় পিস্টনে কত বল পাওয়া যাবে? উত্তর : 500N
১০২। পদার্থের চতুর্থ অবস্থার নাম কী? উত্তর : প্লাজমা।
১০৩। শিল্প কারখানায় ধাতব পদার্থ কাটার জন্য কী ব্যবহার করা হয়? উত্তর : প্লাজমা টর্চ।
১০৪। কিসের আপেক্ষিক গুরুত্ব সবচেয়ে কম?
উত্তর : লোহা।
১০৫। 5kg ভরের মধ্যে 2cm² ক্ষেত্রফল বিশিষ্ট তলে স্থাপন করা হলে, চাপ কত হবে?
উত্তর : 2.45x105 Pa
১০৬। একটি পুকুরের দৈর্ঘ্য 25m এবং প্রস্থ 15m. এতে 2m গভীর পানি থাকলে পানির ভর কত?
উত্তর : 7.5x105 Kg
১০৭। কোনো বস্তুর প্রতি একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে প্রযুক্ত বলকে কী বলে? উত্তর : চাপ।
বস্তুর উপর তাপের প্রভাব
১। পূর্বে তাপের একক হিসাবে কী ব্যবহৃত হতো?
উত্তর : ক্যালরি।
২। তাপের SI একক কী? উত্তর : জুল।
৩। এক জুল তাপ কত ক্যালরির সমান? উত্তর : 0.24
৪। এক ক্যালরি তাপ উৎপন্ন করতে কত জুল যান্ত্রিক বা তড়িৎশক্তি ব্যয় করতে হয়? উত্তর : 4.2 জুল।
৫। দুটি বস্তুর তাপমাত্রা এক হলে কী ঘটবে?
উত্তর : তাপের পরিমাণ সমান কিংবা ভিন্ন হবে।
৬। কীভাবে তাপ প্রবাহিত হয়?
উত্তর : উষ্ণতর বস্তু থেকে শীতলতর বস্তুর দিকে।
৭। 4.2 J শক্তি ব্যয়িত হলে কত ক্যালরি তাপ উৎপন্ন হয়?
উত্তর : 1
৮। তাপের আদান-প্রদান বস্তুদ্বয়ের কিসের ওপর নির্ভর করে? উত্তর : তাপীয় অবস্থার ওপর।
৯। পদার্থের অণুগুলো সবসময় কোন অবস্থায় থাকে?
উত্তর : গতিশীল।
১০। কোনো বস্তুতে তাপ প্রয়োগ করা হলে বস্তুর কী বেড়ে যাবে? উত্তর : গতিশক্তি।
১১। তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম কী?
উত্তর : থার্মোমিটার।
১২। আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার একক কোনটি?
উত্তর : কেলভিন।
১৩। দুটি পাত্রে সমান ভরের পানির তাপমাত্রা ভিন্ন হলে তাপের কী ঘটবে?
উত্তর : যে পাত্রের তাপমাত্রা বেশি তার তাপ বেশি।
১৪। 1 Cal = কত জুল? উত্তর : 42
১৫। ত্রৈধবিন্দু তাপমাত্রায় পানি কয়টি অবস্থায় অবস্থান করে? উত্তর : তিন অবস্থায়।
১৬। পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রা কত? উত্তর : 272K
১৭। পদার্থের আয়তন, রোধ, চাপ ইত্যাদি ধর্মগুলো কোন প্রকৃতির? উত্তর : তাপমাত্রিক।
১৮। পারদ থার্মোমিটারের ক্ষেত্রে কাচের কৈশিক নলের ভিতরে রক্ষিত পারদকে কী বলে? উত্তর: তাপমাত্রিক পদার্থ।
১৯। তাপ প্রয়োগে কোন পদার্থের প্রসারণ সবচেয়ে কম?
উত্তর : কঠিন।
২০। গ্যাস থার্মোমিটারের ক্ষেত্রে ধ্রুব আয়তন পাত্রে রক্ষিত গ্যাসকে কী বলে? উত্তর : তাপমাত্রিক পদার্থ।
২১। সেলসিয়াস স্কেলে তাপমাত্রার পার্থক্য 500C হলে কেলভিন স্কেলে তাপমাত্রার পার্থক্য কত? উত্তর : 50K
২২। তাপমাত্রার স্কেল তৈরির জন্য কয়টি নির্দিষ্ট তাপমাত্রাকে স্থির ধরে নেওয়া হয়? উত্তর : ২টি
২৩। পানির ত্রৈধ বিন্দু কত? উত্তর : 00C
২৪। বরফের গলনাঙ্ক ও পানির স্ফুটনাঙ্কের মধ্যে তাপমাত্রার পার্থক্য কত? উত্তর : 100K