নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা
সিনিয়র শিক্ষক, গভর্নমেন্ট সায়েন্স হাইস্কুল তেজগাঁও, ঢাকা
রসায়নের ধারণা
০১। আলকেমি শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
উত্তর : আরবি
০২। আলকেমি শব্দটি দ্বারা কোন সভ্যতা বোঝানো হতো?
উত্তর : মিশরীয়
০৩। প্রাচীন রসায়নবিদ্যার সূচনা হয় কোন দেশে?
উত্তর : মিশরে
০৪। আলকেমি শব্দটি আরবি কী শব্দ থেকে উদ্ভূত?
উত্তর : আল-কিমিয়া
০৫। প্রাচীন ও মধ্যযুগীয় রসায়ন চর্চা কী নামে পরিচিত?
উত্তর : আল-কেমি
০৬। কাঠের প্রধান রাসায়নিক উপাদান কী?
উত্তর : সেলুলোজ
০৭। ভারতবর্ষে কত বছর আগে কাপড়কে রং করার কাজে রাসায়নিক দ্রব্যের ব্যবহার শুরু হয়েছিল?
উত্তর : ৫০০০ বছর আগে
০৮। মোম কোন কোন মৌলের সমন্বয়ে গঠিত?
উত্তর : কার্বন ও হাইড্রোজেন
০৯। কাপড়কে আকর্ষণীয় করে তুলতে প্রায় ৫০০০ বছর পূর্বে কোথায় রঙের ব্যবহার শুরু হয়েছিল?
উত্তর : ভারতবর্ষে
১০। মরিচা কী?
উত্তর : লোহা, অক্সিজেন ও পানির সৃষ্ট যৌগকে মরিচা বলে।
১১। কোন বিজ্ঞানকে জীবনের জন্য বিজ্ঞান বলা হয়?
উত্তর : রসায়নকে
১২। সেলুলোজ জাতীয় পদার্থে আগুন জ্বালানোর ফলে কী পাওয়া যাবে?
উত্তর : জলীয়বাষ্প
১৩। খ্রিষ্টপূর্ব ২৬০০ বছর পূর্বে মিশরীয়রা খনি থেকে কোন মূল্যবান ধাতু আহরণ করেন? উত্তর : স্বর্ণ
১৪। কেরোসিনের প্রধান উপাদান কী কী?
উত্তর : কার্বন ও হাইড্রোজেন
১৫। মিশরীয়রা স্বর্ণ আহরণ করে খ্রিষ্টপূর্ব কত বছর পূর্বে?
উত্তর : ২৬০০ বছর পূর্বে
১৬। আল-কেমি দ্বারা কোন যুগের রসায়ন চর্চাকে বোঝানো হয়েছে?
উত্তর : প্রাচীন ও মধ্যযুগ
১৭। কাঠ, কেরোসিন, প্রাকৃতিক গ্যাস এবং মোম মূলত কী দিয়ে গঠিত?
উত্তর : কার্বনের যৌগ
১৮। লোহার কোন যৌগ মরিচা নামে পরিচিত?
উত্তর : আর্দ্র অক্সাইড
১৯। আম পেকে হলুদ বর্ণ ধারণ করার কারণ কী?
উত্তর : কারণ জৈব রাসায়নিক প্রক্রিয়ায় হলুদ বর্ণবিশিষ্ট নতুন যৌগের সৃষ্টি হয়।
২০। প্রক্রিয়াজাত খাদ্য বেশি সময় ধরে সংরক্ষণে কোন পদার্থ ব্যবহৃত হয়?
উত্তর : প্রিজারভেটিভস
২১। প্রিজারভেটিভস-এর গ্রহণযোগ্য মাত্রা কত?
উত্তর : ০.১%
২২। মরিচার সংকেত লিখ।
উত্তর : Fe₂O₃.nH₂O
২৩। কেরোসিনকে দহন করলে কী উৎপন্ন হয়?
উত্তর : কার্বন ডাইঅক্সাইড, পানি ও তাপ
২৪। কোন সভ্যতা রসায়ন চর্চার মাধ্যমে মানুষের চাহিদা বহুলাংশে মেটাতে সক্ষম হয়েছিল?
উত্তর : প্রাচীন মিশরীয় সভ্যতা
২৫। কাপড় তৈরির মূল উপাদান কী?
উত্তর : তন্তু
২৬। জৈব যৌগ কাকে বলে?
উত্তর : কার্বন দ্বারা গঠিত যৌগগুলোকে জৈব যৌগ বলে।
২৭। অজৈব যৌগ কাকে বলে?
উত্তর : কার্বন ব্যতীত অন্য সব যৌগগুলোকে অজৈব যৌগ বলে।
২৮। নাইট্রক এসিড কোন ধরনের যৌগ?
উত্তর : অজৈব যৌগ
২৯। নিঃশ্বাসে গৃহীত অক্সিজেনের উৎস কী?
উত্তর : বায়ু
৩০। নিঃশ্বাসে গৃহীত বায়ুতে প্রধানত কী থাকে?
উত্তর : অক্সিজেন
৩১। কোন প্রক্রিয়ায় উদ্ভিদ শ্বেতসার উৎপন্ন করে?
উত্তর : সালোকসংশ্লেষণ
৩২। রসায়ন মানুষের কোন চাহিদা পূরণে সক্ষম?
উত্তর : মৌলিক
৩৩। পানি কোন ধরনের যৌগ?
উত্তর : অজৈব যৌগ
৩৪। সালোকসংশ্লেষণ বিক্রিয়ার জন্য কী অপরিহার্য?
উত্তর : সূর্যালোক
কৃষিশিক্ষা
দেওয়ান সামছুর রহমান
সিনিয়র শিক্ষক, গোয়ালপাড়া হাইস্কুল
সোনারগাঁ
কৃষিজ উৎপাদন
[পূর্বে প্রকাশিত অংশের পর]
৫৮। আনারস চাষে এক বেড থেকে অন্য বেডের দূরত্ব কত?
ক) ৩০-৫০ সে.মি. খ) ৫০-১০০ সে.মি.
গ) ১০০-১২০ সে.মি. ঘ) ১৫০-২০০ সে.মি.
৫৯। আনারসের জাত হলো-
i. হানিকুইন ii. জায়েন্ট কিউ iii. ঘোড়াশাল
নিচের কোনটি সঠিক
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
৬০। আনারস গাছে সাধারণত কয় ধরনের চারা উৎপন্ন হয়?
ক) ৯ খ) ৭ গ) ৬ ঘ) ৪
৬১। কোনটি জিওল মাছ
ক) শিং খ) পাবদা গ) ইলিশ ঘ) রুই
৬২। কোন মাসে শিং ও মাগুর মাছের সর্বোচ্চ প্রজনন হয়ে থাকে?
ক) মে-জুন খ) জুন-জুলাই
গ) আগস্ট-সেপ্টেম্বর ঘ) নভেম্বর-ডিসেম্বর
৬৩। শিং ও মাগুর মাছ চাষের জন্য পুকুরের গভীরতা কত হওয়া দরকার?
ক) ০.৫-১ মি. খ) ০.৭৫-১.২৫ মি.
গ) ১-১.৫ মি. ঘ) ১.৫-২.৫ মি.
৬৪। শিং ও মাগুর মাছের বৈশিষ্ট্য হলো-
i. দেহ লম্বাটে, সামনের দিক নলাকার ii. আঁশবিহীন iii. মাথার দুই পাশে দুটি কাঁটা আছে
নিচের কোনটি সঠিক
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
৬৫। গুলশা মাছের দৈর্ঘ্য কত সেমি হয়ে থাকে?
ক) ২৫-২৯ খ) ২২-২৮ গ) ২০-২৫ ঘ) ১৫-২৩
৬৬। পাবদা ও গুলশা মাছ কত মাসে বিপণনযোগ্য হয়?
ক) ৩-৪ মাস খ) ৪-৫ মাস
গ) ৫-৬ মাস ঘ) ৬-৭ মাস
৬৭। বাংলাদেশের শতকরা কত ভাগ লোক মৎস্য সেক্টর থেকে বিভিন্নভাবে জীবিকা নির্বাহ করে?
ক) ১০ ভাগ খ) ১১ ভাগ গ) ১৪ ভাগ ঘ) ১৫ ভাগ
৬৮। আমাদের প্রতিদিনের খাদ্য তালিকার শতকরা কত ভাগ আমিষের জোগান মাছ থেকে আসে?
ক) ৬০ ভাগ খ) ৬৮ ভাগ গ) ৭৫ ভাগ ঘ) ৮০ ভাগ
৬৯। লেয়ার মুরগি বছরে কতটি ডিম দিয়ে থাকে?
ক) ১০০-১৫০টি খ) ১৫০-২০০টি
গ) ২০০-২৫০টি ঘ) ২৫০-৩০০টি
৭০। কোনটি মাছের রোগ-
i. ক্ষত রোগ ii. লেজ বা পাখনা পচা রোগ iii. পেট ফোলা রোগ
নিচের কোনটি সঠিক
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
৭১। ভেড়ার ক্ষেত্রে প্রযোজ্য-
i. ভেড়া একটি নিরীহ প্রাণী ii. বছরে ২ বার বাচ্চা দেয় iii. পশম ও মাংসের জন্য পালন করা হয়
নিচের কোনটি সঠিক
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
৭২। হাঁস পালনের আবদ্ধ পদ্ধতি কয় ধরনের হয়ে থাকে?
ক) তিন খ) চার গ) দুই ঘ) এক
৭৩। বাংলাদেশে উৎপাদিত মোট আমের শতকরা কত ভাগ বৃহত্তর রাজশাহী জেলা থেকে আসে?
ক) ৮০ ভাগ খ) ৭০ ভাগ গ) ৬০ ভাগ ঘ) ৫০ ভাগ
৭৪। বাঁশ একটি-
ক) বীরুৎ জাতীয় উদ্ভিদ খ) গুল্ম জাতীয় উদ্ভিদ
গ) লতা জাতীয় উদ্ভিদ ঘ) ঘাস জাতীয় উদ্ভিদ
৭৫। সর্পগন্ধার প্রতি পর্বে কয়টি পাতা থাকে?
ক) ৮টি খ) ৫টি গ) ৪টি ঘ) ৩টি
৭৬। কোনটিকে ফলের রাজা বলা হয়?
ক) আম খ) কাঁঠাল গ) কলা ঘ) জাম
৭৭। আম উৎপাদনে বাংলাদেশ বিশ্বে কততম?
ক) ১ম খ) ৫ম গ) ৮ম ঘ) ৯ম
৭৮। তুলসী কী জাতীয় উদ্ভিদ?
ক) বীরুৎ জাতীয় উদ্ভিদ খ) গুল্ম জাতীয় উদ্ভিদ গ) লতা জাতীয় উদ্ভিদ ঘ) ঘাস জাতীয় উদ্ভিদ
৭৯। অর্জুনের ব্যবহৃত অংশ হলো-
i. পাতা ii. ছাল iii. ফল ও কাঠ
নিচের কোনটি সঠিক
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
৮০। হরীতকী কী জাতীয় উদ্ভিদ?
ক) বীরুৎ জাতীয় উদ্ভিদ খ) গুল্ম জাতীয় উদ্ভিদ
গ) লতা জাতীয় উদ্ভিদ ঘ) বৃক্ষ জাতীয় উদ্ভিদ
উত্তর : ৫৮। খ ৫৯। ঘ ৬০। ঘ ৬১। ক ৬২। খ ৬৩। গ ৬৪। ঘ ৬৫। ঘ ৬৬। গ ৬৭। খ ৬৮। ক ৬৯। গ ৭০। ঘ ৭১। খ ৭২। গ ৭৩। ক ৭৪। ঘ ৭৫। ঘ ৭৬। ক ৭৭। গ ৭৮। ক ৭৯। ঘ ৮০। ঘ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা
রসায়ন
সিনিয়র শিক্ষক, গভর্নমেন্ট সায়েন্স হাইস্কুল তেজগাঁও, ঢাকা
রসায়নের ধারণা
০১। আলকেমি শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
উত্তর : আরবি
০২। আলকেমি শব্দটি দ্বারা কোন সভ্যতা বোঝানো হতো?
উত্তর : মিশরীয়
০৩। প্রাচীন রসায়নবিদ্যার সূচনা হয় কোন দেশে?
উত্তর : মিশরে
০৪। আলকেমি শব্দটি আরবি কী শব্দ থেকে উদ্ভূত?
উত্তর : আল-কিমিয়া
০৫। প্রাচীন ও মধ্যযুগীয় রসায়ন চর্চা কী নামে পরিচিত?
উত্তর : আল-কেমি
০৬। কাঠের প্রধান রাসায়নিক উপাদান কী?
উত্তর : সেলুলোজ
০৭। ভারতবর্ষে কত বছর আগে কাপড়কে রং করার কাজে রাসায়নিক দ্রব্যের ব্যবহার শুরু হয়েছিল?
উত্তর : ৫০০০ বছর আগে
০৮। মোম কোন কোন মৌলের সমন্বয়ে গঠিত?
উত্তর : কার্বন ও হাইড্রোজেন
০৯। কাপড়কে আকর্ষণীয় করে তুলতে প্রায় ৫০০০ বছর পূর্বে কোথায় রঙের ব্যবহার শুরু হয়েছিল?
উত্তর : ভারতবর্ষে
১০। মরিচা কী?
উত্তর : লোহা, অক্সিজেন ও পানির সৃষ্ট যৌগকে মরিচা বলে।
১১। কোন বিজ্ঞানকে জীবনের জন্য বিজ্ঞান বলা হয়?
উত্তর : রসায়নকে
১২। সেলুলোজ জাতীয় পদার্থে আগুন জ্বালানোর ফলে কী পাওয়া যাবে?
উত্তর : জলীয়বাষ্প
১৩। খ্রিষ্টপূর্ব ২৬০০ বছর পূর্বে মিশরীয়রা খনি থেকে কোন মূল্যবান ধাতু আহরণ করেন? উত্তর : স্বর্ণ
১৪। কেরোসিনের প্রধান উপাদান কী কী?
উত্তর : কার্বন ও হাইড্রোজেন
১৫। মিশরীয়রা স্বর্ণ আহরণ করে খ্রিষ্টপূর্ব কত বছর পূর্বে?
উত্তর : ২৬০০ বছর পূর্বে
১৬। আল-কেমি দ্বারা কোন যুগের রসায়ন চর্চাকে বোঝানো হয়েছে?
উত্তর : প্রাচীন ও মধ্যযুগ
১৭। কাঠ, কেরোসিন, প্রাকৃতিক গ্যাস এবং মোম মূলত কী দিয়ে গঠিত?
উত্তর : কার্বনের যৌগ
১৮। লোহার কোন যৌগ মরিচা নামে পরিচিত?
উত্তর : আর্দ্র অক্সাইড
১৯। আম পেকে হলুদ বর্ণ ধারণ করার কারণ কী?
উত্তর : কারণ জৈব রাসায়নিক প্রক্রিয়ায় হলুদ বর্ণবিশিষ্ট নতুন যৌগের সৃষ্টি হয়।
২০। প্রক্রিয়াজাত খাদ্য বেশি সময় ধরে সংরক্ষণে কোন পদার্থ ব্যবহৃত হয়?
উত্তর : প্রিজারভেটিভস
২১। প্রিজারভেটিভস-এর গ্রহণযোগ্য মাত্রা কত?
উত্তর : ০.১%
২২। মরিচার সংকেত লিখ।
উত্তর : Fe₂O₃.nH₂O
২৩। কেরোসিনকে দহন করলে কী উৎপন্ন হয়?
উত্তর : কার্বন ডাইঅক্সাইড, পানি ও তাপ
২৪। কোন সভ্যতা রসায়ন চর্চার মাধ্যমে মানুষের চাহিদা বহুলাংশে মেটাতে সক্ষম হয়েছিল?
উত্তর : প্রাচীন মিশরীয় সভ্যতা
২৫। কাপড় তৈরির মূল উপাদান কী?
উত্তর : তন্তু
২৬। জৈব যৌগ কাকে বলে?
উত্তর : কার্বন দ্বারা গঠিত যৌগগুলোকে জৈব যৌগ বলে।
২৭। অজৈব যৌগ কাকে বলে?
উত্তর : কার্বন ব্যতীত অন্য সব যৌগগুলোকে অজৈব যৌগ বলে।
২৮। নাইট্রক এসিড কোন ধরনের যৌগ?
উত্তর : অজৈব যৌগ
২৯। নিঃশ্বাসে গৃহীত অক্সিজেনের উৎস কী?
উত্তর : বায়ু
৩০। নিঃশ্বাসে গৃহীত বায়ুতে প্রধানত কী থাকে?
উত্তর : অক্সিজেন
৩১। কোন প্রক্রিয়ায় উদ্ভিদ শ্বেতসার উৎপন্ন করে?
উত্তর : সালোকসংশ্লেষণ
৩২। রসায়ন মানুষের কোন চাহিদা পূরণে সক্ষম?
উত্তর : মৌলিক
৩৩। পানি কোন ধরনের যৌগ?
উত্তর : অজৈব যৌগ
৩৪। সালোকসংশ্লেষণ বিক্রিয়ার জন্য কী অপরিহার্য?
উত্তর : সূর্যালোক
কৃষিশিক্ষা
দেওয়ান সামছুর রহমান
সিনিয়র শিক্ষক, গোয়ালপাড়া হাইস্কুল
সোনারগাঁ
কৃষিজ উৎপাদন
[পূর্বে প্রকাশিত অংশের পর]
৫৮। আনারস চাষে এক বেড থেকে অন্য বেডের দূরত্ব কত?
ক) ৩০-৫০ সে.মি. খ) ৫০-১০০ সে.মি.
গ) ১০০-১২০ সে.মি. ঘ) ১৫০-২০০ সে.মি.
৫৯। আনারসের জাত হলো-
i. হানিকুইন ii. জায়েন্ট কিউ iii. ঘোড়াশাল
নিচের কোনটি সঠিক
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
৬০। আনারস গাছে সাধারণত কয় ধরনের চারা উৎপন্ন হয়?
ক) ৯ খ) ৭ গ) ৬ ঘ) ৪
৬১। কোনটি জিওল মাছ
ক) শিং খ) পাবদা গ) ইলিশ ঘ) রুই
৬২। কোন মাসে শিং ও মাগুর মাছের সর্বোচ্চ প্রজনন হয়ে থাকে?
ক) মে-জুন খ) জুন-জুলাই
গ) আগস্ট-সেপ্টেম্বর ঘ) নভেম্বর-ডিসেম্বর
৬৩। শিং ও মাগুর মাছ চাষের জন্য পুকুরের গভীরতা কত হওয়া দরকার?
ক) ০.৫-১ মি. খ) ০.৭৫-১.২৫ মি.
গ) ১-১.৫ মি. ঘ) ১.৫-২.৫ মি.
৬৪। শিং ও মাগুর মাছের বৈশিষ্ট্য হলো-
i. দেহ লম্বাটে, সামনের দিক নলাকার ii. আঁশবিহীন iii. মাথার দুই পাশে দুটি কাঁটা আছে
নিচের কোনটি সঠিক
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
৬৫। গুলশা মাছের দৈর্ঘ্য কত সেমি হয়ে থাকে?
ক) ২৫-২৯ খ) ২২-২৮ গ) ২০-২৫ ঘ) ১৫-২৩
৬৬। পাবদা ও গুলশা মাছ কত মাসে বিপণনযোগ্য হয়?
ক) ৩-৪ মাস খ) ৪-৫ মাস
গ) ৫-৬ মাস ঘ) ৬-৭ মাস
৬৭। বাংলাদেশের শতকরা কত ভাগ লোক মৎস্য সেক্টর থেকে বিভিন্নভাবে জীবিকা নির্বাহ করে?
ক) ১০ ভাগ খ) ১১ ভাগ গ) ১৪ ভাগ ঘ) ১৫ ভাগ
৬৮। আমাদের প্রতিদিনের খাদ্য তালিকার শতকরা কত ভাগ আমিষের জোগান মাছ থেকে আসে?
ক) ৬০ ভাগ খ) ৬৮ ভাগ গ) ৭৫ ভাগ ঘ) ৮০ ভাগ
৬৯। লেয়ার মুরগি বছরে কতটি ডিম দিয়ে থাকে?
ক) ১০০-১৫০টি খ) ১৫০-২০০টি
গ) ২০০-২৫০টি ঘ) ২৫০-৩০০টি
৭০। কোনটি মাছের রোগ-
i. ক্ষত রোগ ii. লেজ বা পাখনা পচা রোগ iii. পেট ফোলা রোগ
নিচের কোনটি সঠিক
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
৭১। ভেড়ার ক্ষেত্রে প্রযোজ্য-
i. ভেড়া একটি নিরীহ প্রাণী ii. বছরে ২ বার বাচ্চা দেয় iii. পশম ও মাংসের জন্য পালন করা হয়
নিচের কোনটি সঠিক
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
৭২। হাঁস পালনের আবদ্ধ পদ্ধতি কয় ধরনের হয়ে থাকে?
ক) তিন খ) চার গ) দুই ঘ) এক
৭৩। বাংলাদেশে উৎপাদিত মোট আমের শতকরা কত ভাগ বৃহত্তর রাজশাহী জেলা থেকে আসে?
ক) ৮০ ভাগ খ) ৭০ ভাগ গ) ৬০ ভাগ ঘ) ৫০ ভাগ
৭৪। বাঁশ একটি-
ক) বীরুৎ জাতীয় উদ্ভিদ খ) গুল্ম জাতীয় উদ্ভিদ
গ) লতা জাতীয় উদ্ভিদ ঘ) ঘাস জাতীয় উদ্ভিদ
৭৫। সর্পগন্ধার প্রতি পর্বে কয়টি পাতা থাকে?
ক) ৮টি খ) ৫টি গ) ৪টি ঘ) ৩টি
৭৬। কোনটিকে ফলের রাজা বলা হয়?
ক) আম খ) কাঁঠাল গ) কলা ঘ) জাম
৭৭। আম উৎপাদনে বাংলাদেশ বিশ্বে কততম?
ক) ১ম খ) ৫ম গ) ৮ম ঘ) ৯ম
৭৮। তুলসী কী জাতীয় উদ্ভিদ?
ক) বীরুৎ জাতীয় উদ্ভিদ খ) গুল্ম জাতীয় উদ্ভিদ গ) লতা জাতীয় উদ্ভিদ ঘ) ঘাস জাতীয় উদ্ভিদ
৭৯। অর্জুনের ব্যবহৃত অংশ হলো-
i. পাতা ii. ছাল iii. ফল ও কাঠ
নিচের কোনটি সঠিক
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
৮০। হরীতকী কী জাতীয় উদ্ভিদ?
ক) বীরুৎ জাতীয় উদ্ভিদ খ) গুল্ম জাতীয় উদ্ভিদ
গ) লতা জাতীয় উদ্ভিদ ঘ) বৃক্ষ জাতীয় উদ্ভিদ
উত্তর : ৫৮। খ ৫৯। ঘ ৬০। ঘ ৬১। ক ৬২। খ ৬৩। গ ৬৪। ঘ ৬৫। ঘ ৬৬। গ ৬৭। খ ৬৮। ক ৬৯। গ ৭০। ঘ ৭১। খ ৭২। গ ৭৩। ক ৭৪। ঘ ৭৫। ঘ ৭৬। ক ৭৭। গ ৭৮। ক ৭৯। ঘ ৮০। ঘ।