অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বিজ্ঞান
সিনিয়র শিক্ষক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা
উদ্ভিদের বংশবৃদ্ধি
নিচের উদ্দীপকটি পড় এবং ১৬০ ও ১৬১ নং প্রশ্নের উত্তর দাও :
জিহাদ তার জমির শস্য রক্ষা করার জন্য বেড়া দেওয়ার সময় সজিনার ডাল খুঁটি হিসাবে মাটিতে পুঁতে দেয়। কয়েকদিন পর সে দেখল সজিনা গাছে ফুল, ফল ধরেছে।
১৬০। জিহাদের সজিনার ডালের কি ধরনের প্রজনন হয়েছে?
√ক) স্বাভাবিক অঙ্গজ খ) কৃত্রিম অঙ্গজ গ) যৌন ঘ) অযৌন
১৬১। জিহাদের সজিনার ডাল পোতার ফলে-
i) সজিনার নতুন কুঁড়ি উৎপন্ন হয়েছে
ii) নতুন সজিনা গাছ উৎপন্ন হয়েছে
iii) সজিনার ডালটি শুকিয়ে গেছে
নিচের কোনটি সঠিক?
√ক) i ও ii খ) i ও iii গ) ) ii ও iii ঘ) i, ii ও iii
১৬২। সরাসরি জননে অংশগ্রহণ করে-
i) ডিম্বাণু ii) গর্ভমুণ্ড iii) শুক্রাণু
√ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৬৩। বৃতির কাজ হলো ফুলের-
i) কুঁড়ি গঠন করা ii) ভিতরের অংশ রক্ষা করা
iii) খাদ্য তৈরি করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii √গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৬৪। কোনগুলোতে স্বপরাগায়ন ঘটে?
ক) সরিষা, কদম খ) কুমড়া, শিমুল
√গ) ধুতুরা, কুমড়া ঘ) পেঁপে, ধুতুরা
১৬৫। পতঙ্গপরাগী ফুলের বৈশিষ্ট্য হলো-
i) পরাগরেণু আঁঠালো
ii) ফুলে গন্ধ নাও থাকতে পারে iii) রঙিন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii √খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ১৬৬ ও ১৬৭ নং প্রশ্নের উত্তর দাও:
পাশা একজন চাষি। একদা তার সরিষার ক্ষেতে এক মৌচাষি মৌবক্স স্থাপন করল। সে বছর সে দেখল সরিষার ফলন বৃদ্ধি পেয়েছে।
১৬৬। পাশার সরিষার ফলন বৃদ্ধির কারণ হলো-
i) অধিক পরাগায়ন হয়েছে
ii) বাহকের উপস্থিতি ছিল বেশি
iii) সেচ সার ঠিকমতো দেওয়া হয়েছে
নিচের কোনটি সঠিক?
√ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৬৭। মৌচাষির মৌবাক্স স্থাপনের উদ্দেশ্য কি?
ক) পরাগায়ন ঘটানো √খ) মধু সংগ্রহ
গ) স্ব-পরাগায়ন নিশ্চিত করা ঘ) নতুন প্রকরণ সৃষ্টি করা
১৬৮। কোন জোড় অসস্যল বীজ?
ক) ধান, শিম √খ) রেড়ি, ভুট্টা গ) মটর, গম ঘ) আম, ধান
১৬৯। বীজের সুচালো অংশের কাছে যে ছিদ্র থাকে তাকে কি বলে?
ক) জার্মপোর খ) স্ট্রকিওল √গ) মাইক্রোপাইল ঘ) বীজপত্র
১৭০। মৃদভেদী অঙ্কুরোদগম হয় কোন জোড়ায়?
ক) ধান, পেঁয়াজ খ) মটরশুটি, গম
গ) লাউ, ছোলা √ঘ) তেঁতুল, কুমড়া
১৭১। কোন উদ্ভিদের মূল খাদ্য সঞ্চয়ের মাধ্যমে বেশ মোটা ও রসালো হয়?
ক) কচু √খ) মিষ্টি আলু গ) রসুন ঘ) পেঁয়াজ
১৭২। কোন উদ্ভিদের প্রজননে স্টোলন সাহায্য করে?
ক) রসুন √খ) কচু গ) পেঁয়াজ ঘ) আদা
১৭৩। প্রাণিপিরাগী ফুল কোনটি?
ক) জবা খ) পাতাশ্যাওলা
√গ) কদম ঘ) গম
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বিজ্ঞান
সিনিয়র শিক্ষক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা
উদ্ভিদের বংশবৃদ্ধি
নিচের উদ্দীপকটি পড় এবং ১৬০ ও ১৬১ নং প্রশ্নের উত্তর দাও :
জিহাদ তার জমির শস্য রক্ষা করার জন্য বেড়া দেওয়ার সময় সজিনার ডাল খুঁটি হিসাবে মাটিতে পুঁতে দেয়। কয়েকদিন পর সে দেখল সজিনা গাছে ফুল, ফল ধরেছে।
১৬০। জিহাদের সজিনার ডালের কি ধরনের প্রজনন হয়েছে?
√ক) স্বাভাবিক অঙ্গজ খ) কৃত্রিম অঙ্গজ গ) যৌন ঘ) অযৌন
১৬১। জিহাদের সজিনার ডাল পোতার ফলে-
i) সজিনার নতুন কুঁড়ি উৎপন্ন হয়েছে
ii) নতুন সজিনা গাছ উৎপন্ন হয়েছে
iii) সজিনার ডালটি শুকিয়ে গেছে
নিচের কোনটি সঠিক?
√ক) i ও ii খ) i ও iii গ) ) ii ও iii ঘ) i, ii ও iii
১৬২। সরাসরি জননে অংশগ্রহণ করে-
i) ডিম্বাণু ii) গর্ভমুণ্ড iii) শুক্রাণু
√ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৬৩। বৃতির কাজ হলো ফুলের-
i) কুঁড়ি গঠন করা ii) ভিতরের অংশ রক্ষা করা
iii) খাদ্য তৈরি করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii √গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৬৪। কোনগুলোতে স্বপরাগায়ন ঘটে?
ক) সরিষা, কদম খ) কুমড়া, শিমুল
√গ) ধুতুরা, কুমড়া ঘ) পেঁপে, ধুতুরা
১৬৫। পতঙ্গপরাগী ফুলের বৈশিষ্ট্য হলো-
i) পরাগরেণু আঁঠালো
ii) ফুলে গন্ধ নাও থাকতে পারে iii) রঙিন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii √খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ১৬৬ ও ১৬৭ নং প্রশ্নের উত্তর দাও:
পাশা একজন চাষি। একদা তার সরিষার ক্ষেতে এক মৌচাষি মৌবক্স স্থাপন করল। সে বছর সে দেখল সরিষার ফলন বৃদ্ধি পেয়েছে।
১৬৬। পাশার সরিষার ফলন বৃদ্ধির কারণ হলো-
i) অধিক পরাগায়ন হয়েছে
ii) বাহকের উপস্থিতি ছিল বেশি
iii) সেচ সার ঠিকমতো দেওয়া হয়েছে
নিচের কোনটি সঠিক?
√ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৬৭। মৌচাষির মৌবাক্স স্থাপনের উদ্দেশ্য কি?
ক) পরাগায়ন ঘটানো √খ) মধু সংগ্রহ
গ) স্ব-পরাগায়ন নিশ্চিত করা ঘ) নতুন প্রকরণ সৃষ্টি করা
১৬৮। কোন জোড় অসস্যল বীজ?
ক) ধান, শিম √খ) রেড়ি, ভুট্টা গ) মটর, গম ঘ) আম, ধান
১৬৯। বীজের সুচালো অংশের কাছে যে ছিদ্র থাকে তাকে কি বলে?
ক) জার্মপোর খ) স্ট্রকিওল √গ) মাইক্রোপাইল ঘ) বীজপত্র
১৭০। মৃদভেদী অঙ্কুরোদগম হয় কোন জোড়ায়?
ক) ধান, পেঁয়াজ খ) মটরশুটি, গম
গ) লাউ, ছোলা √ঘ) তেঁতুল, কুমড়া
১৭১। কোন উদ্ভিদের মূল খাদ্য সঞ্চয়ের মাধ্যমে বেশ মোটা ও রসালো হয়?
ক) কচু √খ) মিষ্টি আলু গ) রসুন ঘ) পেঁয়াজ
১৭২। কোন উদ্ভিদের প্রজননে স্টোলন সাহায্য করে?
ক) রসুন √খ) কচু গ) পেঁয়াজ ঘ) আদা
১৭৩। প্রাণিপিরাগী ফুল কোনটি?
ক) জবা খ) পাতাশ্যাওলা
√গ) কদম ঘ) গম