বরেণ্য: শিল্পী কাইয়ুম চৌধুরী
jugantor
বরেণ্য: শিল্পী কাইয়ুম চৌধুরী

   

১৬ মার্চ ২০২৩, ০০:০০:০০  |  প্রিন্ট সংস্করণ

কাইয়ুম চৌধুরী বাংলাদেশের একজন স্বনামধন্য চিত্রশিল্পী। তিনি ১৯৩২ সালের ৯ মার্চ ফেনী জেলায় এক জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। বাবার বদলি-চাকরির সুবাদে তিনি দেশের অনেক জেলায় ঘুরে বেড়িয়েছেন। ১৯৪৯ সালে ম্যাট্রিক পাস করার আগে থেকেই তিনি আঁকাআঁকির সঙ্গে সম্পৃক্ত হন। ১৯৪৯ সালে আর্ট ইন্সটিটিউটে ভর্তি হয়ে কৃতিত্বের সঙ্গে শিক্ষা শেষ করেন ১৯৫৪ সালে। ১৯৫৫ থেকে ১৯৫৬ সাল পর্যন্ত কাইয়ুম চৌধুরী নানা কাজে যুক্ত ছিলেন। বিজ্ঞাপনী সংস্থার সঙ্গে যুক্ত হয়েছেন, আর বইয়ের প্রচ্ছদ ও সচিত্রকরণের কাজ করেছেন। তেল রং, জল রং, কালি-কলম, মোম রং, রেশমছাপ ইত্যাদি নানা মাধ্যমে তার কাজ প্রশংসিত হয়। তার ছবি নকশা-প্রধান। বর্ণিল পটভূমিতে মোটাদাগের নকশা তার প্রধানতম অঙ্কনশৈলী। ১৯৮৬ সালে তিনি একুশে পদকে ভূষিত হন। ২০১৪ সালের ৩০ নভেম্বর তিনি মারা যান।

বরেণ্য: শিল্পী কাইয়ুম চৌধুরী

  
১৬ মার্চ ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

কাইয়ুম চৌধুরী বাংলাদেশের একজন স্বনামধন্য চিত্রশিল্পী। তিনি ১৯৩২ সালের ৯ মার্চ ফেনী জেলায় এক জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। বাবার বদলি-চাকরির সুবাদে তিনি দেশের অনেক জেলায় ঘুরে বেড়িয়েছেন। ১৯৪৯ সালে ম্যাট্রিক পাস করার আগে থেকেই তিনি আঁকাআঁকির সঙ্গে সম্পৃক্ত হন। ১৯৪৯ সালে আর্ট ইন্সটিটিউটে ভর্তি হয়ে কৃতিত্বের সঙ্গে শিক্ষা শেষ করেন ১৯৫৪ সালে। ১৯৫৫ থেকে ১৯৫৬ সাল পর্যন্ত কাইয়ুম চৌধুরী নানা কাজে যুক্ত ছিলেন। বিজ্ঞাপনী সংস্থার সঙ্গে যুক্ত হয়েছেন, আর বইয়ের প্রচ্ছদ ও সচিত্রকরণের কাজ করেছেন। তেল রং, জল রং, কালি-কলম, মোম রং, রেশমছাপ ইত্যাদি নানা মাধ্যমে তার কাজ প্রশংসিত হয়। তার ছবি নকশা-প্রধান। বর্ণিল পটভূমিতে মোটাদাগের নকশা তার প্রধানতম অঙ্কনশৈলী। ১৯৮৬ সালে তিনি একুশে পদকে ভূষিত হন। ২০১৪ সালের ৩০ নভেম্বর তিনি মারা যান।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন