বরেণ্য: শিল্পী কাইয়ুম চৌধুরী
কাইয়ুম চৌধুরী বাংলাদেশের একজন স্বনামধন্য চিত্রশিল্পী। তিনি ১৯৩২ সালের ৯ মার্চ ফেনী জেলায় এক জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। বাবার বদলি-চাকরির সুবাদে তিনি দেশের অনেক জেলায় ঘুরে বেড়িয়েছেন। ১৯৪৯ সালে ম্যাট্রিক পাস করার আগে থেকেই তিনি আঁকাআঁকির সঙ্গে সম্পৃক্ত হন। ১৯৪৯ সালে আর্ট ইন্সটিটিউটে ভর্তি হয়ে কৃতিত্বের সঙ্গে শিক্ষা শেষ করেন ১৯৫৪ সালে। ১৯৫৫ থেকে ১৯৫৬ সাল পর্যন্ত কাইয়ুম চৌধুরী নানা কাজে যুক্ত ছিলেন। বিজ্ঞাপনী সংস্থার সঙ্গে যুক্ত হয়েছেন, আর বইয়ের প্রচ্ছদ ও সচিত্রকরণের কাজ করেছেন। তেল রং, জল রং, কালি-কলম, মোম রং, রেশমছাপ ইত্যাদি নানা মাধ্যমে তার কাজ প্রশংসিত হয়। তার ছবি নকশা-প্রধান। বর্ণিল পটভূমিতে মোটাদাগের নকশা তার প্রধানতম অঙ্কনশৈলী। ১৯৮৬ সালে তিনি একুশে পদকে ভূষিত হন। ২০১৪ সালের ৩০ নভেম্বর তিনি মারা যান।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বরেণ্য: শিল্পী কাইয়ুম চৌধুরী
কাইয়ুম চৌধুরী বাংলাদেশের একজন স্বনামধন্য চিত্রশিল্পী। তিনি ১৯৩২ সালের ৯ মার্চ ফেনী জেলায় এক জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। বাবার বদলি-চাকরির সুবাদে তিনি দেশের অনেক জেলায় ঘুরে বেড়িয়েছেন। ১৯৪৯ সালে ম্যাট্রিক পাস করার আগে থেকেই তিনি আঁকাআঁকির সঙ্গে সম্পৃক্ত হন। ১৯৪৯ সালে আর্ট ইন্সটিটিউটে ভর্তি হয়ে কৃতিত্বের সঙ্গে শিক্ষা শেষ করেন ১৯৫৪ সালে। ১৯৫৫ থেকে ১৯৫৬ সাল পর্যন্ত কাইয়ুম চৌধুরী নানা কাজে যুক্ত ছিলেন। বিজ্ঞাপনী সংস্থার সঙ্গে যুক্ত হয়েছেন, আর বইয়ের প্রচ্ছদ ও সচিত্রকরণের কাজ করেছেন। তেল রং, জল রং, কালি-কলম, মোম রং, রেশমছাপ ইত্যাদি নানা মাধ্যমে তার কাজ প্রশংসিত হয়। তার ছবি নকশা-প্রধান। বর্ণিল পটভূমিতে মোটাদাগের নকশা তার প্রধানতম অঙ্কনশৈলী। ১৯৮৬ সালে তিনি একুশে পদকে ভূষিত হন। ২০১৪ সালের ৩০ নভেম্বর তিনি মারা যান।