শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয় ও নেপালের জিপি কৈরালা ফাউন্ডেশনের যৌথ চিত্রকর্ম প্রদর্শনী শুরু
ক্যাম্পাস সংবাদ
৩০ মার্চ ২০২৩, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
গত ২১-২৩ মার্চ অনুষ্ঠিত হয় শান্ত-মারিয়ম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি ও নেপালের জিপি কৈরালা ফাউন্ডেশন ও সমকাল শিল্পীগোষ্ঠী, বাংলাদেশ-এর যৌথ আন্তর্জাতিক চিত্রকর্ম প্রদর্শনী। কালারস অব পিস শিরোনামে আয়োজিত এ প্রদর্শনী আজ রাজধানীর উত্তরায় ক্রিয়েটিভ দ্যা আর্ট গ্যালারিতে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশস্থ নেপাল অ্যাম্বাসির রাষ্ট্রদূত অনুষ্ঠানের প্রধান অতিথি ঘনশ্যাম ভান্ডারী। এসময় বরেণ্য শিল্পী অধ্যাপক হাসেম খান, শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ও সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাইভেট লি. এর চেয়ারম্যান ডা. আহসানুল কবীর, শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বরেণ্য চিত্রশিল্পী মোস্তাফিজুল হক উপস্থিত ছিলেন।
শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ও কোষাধ্যক্ষ প্রফেসর শামসুন নাহারের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে নেপাল ও বাংলাদেশের বিভিন্ন চিত্রশিল্পী ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রদর্শনীতে দুই দেশের সর্বমোট ৭১ জন শিল্পী নিজ দেশের শিল্প, সংস্কৃতি তথা ঐতিহ্য ধারণ করে এমন যুগপৎ মোটিফ ও কালারস-এর ৭১টি বিমূর্ত চিত্রকর্ম প্রদর্শন করেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ক্যাম্পাস সংবাদ
শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয় ও নেপালের জিপি কৈরালা ফাউন্ডেশনের যৌথ চিত্রকর্ম প্রদর্শনী শুরু
গত ২১-২৩ মার্চ অনুষ্ঠিত হয় শান্ত-মারিয়ম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি ও নেপালের জিপি কৈরালা ফাউন্ডেশন ও সমকাল শিল্পীগোষ্ঠী, বাংলাদেশ-এর যৌথ আন্তর্জাতিক চিত্রকর্ম প্রদর্শনী। কালারস অব পিস শিরোনামে আয়োজিত এ প্রদর্শনী আজ রাজধানীর উত্তরায় ক্রিয়েটিভ দ্যা আর্ট গ্যালারিতে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশস্থ নেপাল অ্যাম্বাসির রাষ্ট্রদূত অনুষ্ঠানের প্রধান অতিথি ঘনশ্যাম ভান্ডারী। এসময় বরেণ্য শিল্পী অধ্যাপক হাসেম খান, শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ও সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাইভেট লি. এর চেয়ারম্যান ডা. আহসানুল কবীর, শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বরেণ্য চিত্রশিল্পী মোস্তাফিজুল হক উপস্থিত ছিলেন।
শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ও কোষাধ্যক্ষ প্রফেসর শামসুন নাহারের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে নেপাল ও বাংলাদেশের বিভিন্ন চিত্রশিল্পী ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রদর্শনীতে দুই দেশের সর্বমোট ৭১ জন শিল্পী নিজ দেশের শিল্প, সংস্কৃতি তথা ঐতিহ্য ধারণ করে এমন যুগপৎ মোটিফ ও কালারস-এর ৭১টি বিমূর্ত চিত্রকর্ম প্রদর্শন করেন।