পঞ্চম শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা

 মো. ফোরকান আহমেদ 
০১ জুন ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

সহকারি শিক্ষক, মুনলাইট মডেল স্কুল অ্যান্ড কলেজ, ভোলা

আকাইদ-বিশ্বাস

[পূর্বে প্রকাশিত অংশের পর]

৮৭। কাউকে না জানিয়ে কারও কোনো জিনিস নিবে না। কারণ-

ক. এতে বাবা-মা বুঝতে পারবেন

খ. কেই না দেখলেও মহান আল্লাহতায়ালা সবকিছু দেখেছেন

গ. কাউকে না বলে কিছু নিলে অভিশাপ পাওয়া যায়

ঘ. এতে অভ্যাস খারাপ হয়ে যায়

৮৮। রোজাদার রোজা অবস্থায় গোপনে কোনো কিছু খায় না কেন?

ক. খেলে মুসলমান থেকে খারিজ হয়ে যাবে বলে

খ. মহান আল্লাহতায়ালা সবই দেখেন বলে

গ. এতে পেটে অসুখ হয় বলে

ঘ. এতে সম্মান নষ্ট হয় বলে

৮৯। আমরা গোপনে বিড়ি-সিগারেট বা নেশাজাতীয় দ্রব্য সেবন থেকে বিরত থাকব। কারণ-

ক. বাবা-মা টের পেলে দুঃখ পাবেন

খ. সকলে আমাদের পরিত্যাগ করবে

গ. আল্লাহতায়ালা সবকিছু দেখছেন

ঘ. মানুষ মন্দ বলবে

৯০। আল্লাহ কাদিরুন অর্থ কী?

ক. আল্লাহ অতি ক্ষমাশীল খ. আল্লাহ অতি সহনশীল

গ. আল্লাহ সর্বদ্রষ্টা ঘ. আল্লাহ সর্বশক্তিমান

৯১। আকাশ ও পৃথিবীর সবকিছু কার অধীন?

ক. হজরত নূহ (আ.) খ. আদম (আ.)

গ. নবি ও রাসূলগণের ঘ. আল্লাহতায়ালার

৯২। ‘নিশ্চয়ই তুমি সব বিষয়ে সর্বশক্তিমান।’-আয়াতটি কোন সূরার?

ক. সূরা আল ইমরান খ. সূরা নাস

গ. সূরা বাকারা ঘ. সূরা লোকমান

৯৩। নিচের কোনটি আল্লাহতায়ালার গুণের সঙ্গে সম্পৃক্ত?

ক. সর্বশক্তিমান খ. সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা

গ. ক্ষমাশীল ঘ. সবগুলোই সঠিক

৯৪। ইসলামের দ্বিতীয় মৌলিক বিশ্বাস কী?

ক. হজ খ. জাকাত গ. নামাজ ঘ. রিসালাত

৯৫। রিসালাত অর্থ কী?

ক. বার্তা খ. বার্তা বহন

গ. সৎপথ ঘ. নবি-রসূলের বাণী

৯৬। যে ব্যক্তি একজনের কথা অন্যজনের কাছে নিয়ে পৌঁছায় তাকে কী বলা হয়?

ক. বার্তাবাহক বা রাসূল খ. হাজী

গ. দোভাষী ঘ. সাহায্যকারী

৯৭। যিনি আল্লাহর বাণী তাঁর বান্দাদের কাছে নিয়ে পৌঁছায় এবং আল্লাহ নির্দেশ অনুযায়ী তাদেরকে সৎপথে পরিচালিত করেন, তাঁকে কী বলা হয়?

ক. হাদিস খ. নবি বা রাসূল

খ. তওহিদ ঘ. রিসালাত

৯৮। নবি-রাসূলের কাজ বা দায়িত্বকে কী বলে?

ক. তাওহিদ খ. রিসালাত

গ. হাদিস ঘ. কুরআন

৯৯। কীভাবে জীবনযাপন করলে দুঃখ-কষ্ট থেকে বাঁচা যায়?

ক. সাধারণ খ. জাঁকজমক

গ. আল্লাহ পথে ঘ. বৈরাগী

১০০। আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ-

ক. নবি-রাসূল খ. সাধারণ মুসলমান

গ. বিধর্মীগণ ঘ. কাফেরগণ

১০১। নবি-রাসূলরা আল্লাহর নিকট থেকে কীভাবে জ্ঞান লাভ করতেন?

ক. অলৌকিতভাবে খ. ওহির মাধ্যমে

গ. মুমিন বান্দাদের মাধ্যমে ঘ. জাদুর মাধ্যমে

১০২। কে নবি-রাসূলগণের কাছে ওহি নিয়ে আসতেন?

ক. হজরত মুহাম্মদ (সা.) খ. হজরত জিবরাইল (আ.)

গ. হজরত আলী (রা.) ঘ. হজরত ইবরাহিম (আ.)

১০৩। নবি-রাসূলগণের জীবনের লক্ষ্য কী ছিল?

ক. বিষয়-সম্পত্তির মালিক

খ. মুসলমানদের শাসন করা

গ. মুসলিম শাসন কায়েম করা

ঘ. মানুষের কল্যাণ সাধন করা

১০৪। আখিরাত শব্দের অর্থ কী?

ক. ইহকালীন জীবন খ. পরকালীন জীবন

গ. বর্মমানকালের জীবন ঘ. অতীতকালের জীবন

১০৫। পরকালের বিশ্বাস স্থাপন করতে হবে। কারণ-

ক. তা না হলে ইসলাম থেকে খারিজ হয়ে যায়

খ. যে কোনো সময় মৃত্যু এসে হাজির হবে

গ. পাপের পরিমাণ বাড়ানো উচিত নয়

ঘ. উপরের সবগুলোই সঠিক

১০৬। সওয়াল ও জওয়াব অর্থ কী?

ক. শান্তি ও আরাম খ. প্রশ্ন ও উত্তর

গ. হাদিস ও কুরআন ঘ. আজাব ও শাস্তি

১০৭। কবরে কোন প্রশ্ন জিজ্ঞাসা করা হবে?

ক. তোমার রব কে

খ. তোমার দীন বা জীবনব্যবস্থা কী

গ. এ ব্যক্তি কে

ঘ. উপরের সবগুলোই সঠিক

১০৮। আজাব অর্থ কী?

ক. শান্তি খ. শাস্তি গ. জান্নাত ঘ. জাহান্নাম

১০৯। কবরে জীবন কাদের জন্য সুখী হবে?

ক. যারা প্রচুর ধন সম্পত্তির মালিক

খ. যারা দরিদ্র মানুষকে সাহায্য করেনি

গ. যাদের ভিতরে অহঙ্কার

ঘ. যারা সওয়ালের সঠিক জওয়াব দিতে পারবে

উত্তর : ৮৭খ ৮৮খ ৮৯গ ৯০ঘ ৯১গ ৯২ক ৯৩ঘ ৯৪ঘ ৯৫ক ৯৬ক ৯৭খ ৯৮খ ৯৯গ ১০০ক ১০১খ ১০২খ ১০৩ঘ ১০৪খ ১০৫ক ১০৬খ ১০৭ঘ ১০৮খ ১০৯ঘ।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন