৪৬তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি (৪)

আন্তর্জাতিক বিষয়াবলি
  
০১ জুন ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

১. Article 50 কোনটির সঙ্গে জড়িত?

ক. NATO খ. UNPK গ. EU ঘ. OIC

২. ‘রোজ বিপ্লব’ কোথায় সংঘটিত হয়?

ক. ইরান খ. ইউক্রেন

গ. জর্জিয়া ঘ. হংকং

৩. নিচের কোনটি De Facto রাষ্ট্রের উদাহরণ নয়?

ক. তাইওয়ান খ. হংকং

গ. গ্রিনল্যান্ড ঘ. ভুটান

৪. SDR (Special Drawing Rights) সুবিধা প্রবর্তনের জন্য কত সালে IMF-এর গঠনতন্ত্র (Articles) সংশোধন করা হয়েছিল?

ক. ১৯৬৯ খ. ১৯৭১ গ. ১৯৭৫ ঘ. ১৯৭৮

৫. আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ নিষিদ্ধকারী ‘প্যারিস প্যাক্ট’ স্বাক্ষরিত হয় কবে?

ক. ১৯২৮ সালের ১২ আগস্ট

খ. ১৯২৮ সালের ২৭ আগস্ট

গ. ১৯২৮ সালের ৩ নভেম্বর

ঘ. ১৯২৯ সালের ৫ জানুয়ারি

৬. ‘Piecing together the poverty puzzle’ নামক প্রতিবেদন কোন সংস্থাটি প্রকাশ করে?

ক. UNDP খ. World Bank

গ. World Economic Foundation

ঘ. UNCTAD

৭. চলমান রাশিয়া-ইউক্রেন সংকটের সূচনা হয় কখন?

ক. অক্টোবর ২০২১ খ. নভেম্বর ২০২১

গ. জানুয়ারি ২০২২ ঘ. ফেব্রুয়ারি ২০২২

৮. সম্প্রতি ভারতের সঙ্গে চুক্তি অনুসারে ভারত ফেনী নদী থেকে কতটুকু পানি প্রত্যাহার করবে?

ক. ০.৮২ কিউসেক প্রতি সেকেন্ড

খ. ১.৮২ কিউসেক প্রতি সেকেন্ড

গ. ২.৮২ কিউসেক প্রতি সেকেন্ড

ঘ. ৩.৮২ কিউসেক প্রতি সেকেন্ড

৯. বিশ্ব আবহাওয়া সংস্থা প্রতিষ্ঠিত হয় কত সালে?

ক. ১৯৫০ খ. ১৯৬০ গ. ১৯৭০ ঘ. ১৯৮০

১০. চেরোনোবিল পারমাণবিক বিপর্যয় ঘটে কত সালে?

ক. ১৯৮৪ খ. ১৯৮৫ গ. ১৯৮৬ ঘ. ১৯৮৭

১১. ন্যাটোর সর্বশেষ সদস্যরাষ্ট্র (৩১তম) কোন দেশটি?

ক. উত্তর মেসিডোনিয়া খ. ফিনল্যান্ড

গ. মন্টিনিগ্রো ঘ. লাটভিয়া

১২. সম্প্রতি Developing Countries Trading Scheme (DTCS) নামের নতুন উদার বাণিজ্যনীতির ঘোষণা দিয়েছে কোন দেশ?

ক. চীন খ. রাশিয়া গ. যুক্তরাষ্ট্র ঘ. যুক্তরাজ্য

১৩. যুক্তরাজ্যের ইতিহাসে স্বল্পতম (৪৫তম দিন) মেয়াদে দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী কে?

ক. লিজ ট্রাস খ. বরিস জনজন

গ. থেরেসা মে ঘ. ডেভিড ক্যামেরন

১৪. ২০২২-২৩ মেয়াদে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এশিয়া মহাদেশের অস্থায়ী সদস্য দেশ কোনটি?

ক. মিয়ানমার খ. সংযুক্ত আরব আমিরাত

গ. জাপান ঘ. ইন্দোনেশিয়া

১৫. জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে সভাপতি নির্বাচিত হন কে?

ক. আব্দুল্লাহ শহীদ খ. কাসাবা কোরোসি

গ. জোয়ান কারলোস ঘ. আব্দুল জামান

১৬. ২০২২ সালে BIMSTEC এর পঞ্চম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?

ক. মিয়ানমার খ. ভারত গ. শ্রীলংকা ঘ. ভুটান

১৭. চীনের দ্বৈতনীতির মেয়াদ শেষ হবে কত সালে?

ক. ২০২০ খ. ২০৫০ গ. ২০৪৭ ঘ. ২০৬২

১৮. BRICS-এর ১৪তম সম্মেলন ২০২২ কোন দেশে অনুষ্ঠিত হয়?

ক. দক্ষিণ আফ্রিকা খ. রাশিয়া

গ. চীন ঘ. ভারত

১৯. ২০২২ সালের বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় কোন স্টেডিয়ামে?

ক. আল-বাইত স্টেডিয়ামে

খ. লুসাইল আইকনিক স্টেডিয়ামে

গ. এডুকেশন সিটি স্টেডিয়ামে

ঘ. আহামাদ বিন আলী স্টেডিয়ামে

২০. ৯৪তম অস্কার-২০২২-এ সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে কোনটি?

ক. কিং রিচার্ড খ. দ্য পাওয়ার অব দ্য ডগ

গ. কোডা ঘ. স্পটলাইট

উত্তর : ১.গ, ২.গ, ৩.ঘ, ৪.ক, ৫.খ, ৬.খ, ৭.ক, ৮.খ, ৯.ক, ১০.গ, ১১.খ, ১২.ঘ, ১৩.ক, ১৪.খ, ১৫.খ, ১৬.গ, ১৭.গ, ১৮.ঘ, ১৯খ, ২০গ।

গ্রন্থনা : আফজাল হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন