ক্যাম্পাস সংবাদ

দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় শিক্ষার্থীরা

  
০১ জুন ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

ঢাকা মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটি উত্তরা অঞ্চলের আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, ঢাকায়-১’র সার্বিক দিকনির্দেশনায় অনুষ্ঠিত হলো দুর্নীতিবিরোধী প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতা। ২৯ মে ২০২৩, রাজউক উত্তরা মডেল কলেজে অনুষ্ঠিত উক্ত বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন রাজধানীর উত্তরা অঞ্চলের আটটি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত সততা সংঘের সদস্যরা। ঢাকা মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি লে. কর্নেল এম আব্দুল খালেক (অব.)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজউক উত্তরা মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল এএসএম বাহাউদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়, ঢাকা-১’র সহকারী পরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম ভূঁইয়া, উপসহকারী পরিচালক মাহমুদুল হাসান এবং এএসআই সৈয়দ মহিদুল হাসান। দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আসলাম সেরনিয়াবাত, সহ-সভাপতি মো. মনিরুজ্জামান এবং কমিটির সদস্য নাজমুল আলম, লায়লা রোকসানা, সীমা সেন, আব্দুল কাদের প্রমুখ।

বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রাজউক উত্তরা মডেল কলেজ এবং রানার্সআপ শিরোপা জিতেন ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস কলেজ। উল্লেখ্য, বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে- মাইলস্টোন কলেজ, কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজ, আই ই এস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, নবাব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ, দক্ষিণখান উচ্চবালিকা বিদ্যালয় এবং বি এ এফ শাহীন কলেজ কুর্মিটোলা।

 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন