অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বিজ্ঞান
সিনিয়র শিক্ষক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা
ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদন
[পূর্বে প্রকাশিত অংশের পর]
১৩২। উদ্ভিদদেহে বিদ্যমান সেলুলোজ হলো-
i) কলয়েডধর্মী পদার্থ ii) পানিগ্রাহী পদার্থ iii) তরল পদার্থ
নিচের কোনটি সঠিক?
√ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৩৩। উদ্ভিদের মাটির রস থেকে খনিজ লবণ শোষণ করার পদ্ধতি হলো-
i) নিয়ন্ত্রিত শোষণ ii) সক্রিয় শোষণ iii) নিষ্ক্রিয় শোষণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii √গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৩৪। উদ্ভিদের পরিবহণ টিস্যু হচ্ছে-
i) ফ্লোয়েম ii) জাইলেম iii) কোলেনকাইমা
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii √গ) i ও ii ঘ) i, ii ও iii
১৩৫। প্রস্বেদন প্রক্রিয়ায় বাহ্যিক প্রভাবক হচ্ছে-
i) আলো ii) আপেক্ষিক আর্দ্রতা iii) মাটিস্থ অনুজীব
নিচের কোনটি সঠিক?
ক) i √খ) i ও ii গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৩৬। প্রস্বেদন বেশি হয়?
i) পাতার আয়তন বেশি হলে ii) বায়ুমণ্ডলের চাপ বাড়লে
iii) তাপমাত্রা বৃদ্ধি পেলে
নিচের কোনটি সঠিক?
ক) i খ) i ও ii √গ) i ও iii ঘ) i, ii ও iii
১৩৭। প্রস্বেদন প্রক্রিয়া সহায়তা করে-
i) মাটির রস শোষণে ii) উদ্ভিদদেহকে শীতলকরণে
iii) ক্লোরোফিল গঠনে
নিচের কোনটি সঠিক?
ক) i √খ) i ও ii গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৩৮। অসমোসিস অর্থ কী?
ক) শ্বসন খ) ব্যাপন √গ) অভিস্রবণ ঘ) সালোকসংশ্লেষণ
১৩৯। পাতায় প্রস্বেদনের ফলে কোথায় পানির টান তৈরি হয়?
√ক) জাইলেম বাহিকায় খ) ফ্লোয়েম বাহিকায়
গ) বহিঃত্বকে গ) অন্তঃত্বকে
১৪০। মূলরোমের প্রাচীর ও কোষপ্রাচীর কী ধরনের পর্দা?
ক) অভেদ্য √খ) ভেদ্য গ) অধভেদ্য ঘ) কোনটিই নয়
১৪১। কোনটিতে প্রস্বেদন হয় না?
ক) পাতা খ) ত্বক গ) লেন্টিসেল √ঘ) মূল
১৪২। পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণকে একত্রে কী বলে?
√ক) কোষ রস খ) কোষ দ্রাব গ) কোষ খাদ্য ঘ) কোষ লবণ
১৪৩। মূলরোম কোন পানি শোষণ করে?
ক) কণাশোষিত পানি খ) মাধ্যাকর্ষণজনিত পানি
√গ) কৈশিক পানি ঘ) ভূ-ত্বকীয় পানি
১৪৪। লবণের গাঢ় দ্রবণে আঙুর ডুবিয়ে রাখলে কী হবে?
ক) অন্তঃঅভিস্রবণ √খ) বহিঃঅভিস্রবণ গ) ইমবাইবিশন ঘ) ব্যাপন
১৪৫। পরিবহনের সঠিক প্রবাহ কোনটি?
ক) মূলরোম→পাতা→জাইলেম
খ) ফ্লোয়েম→পাতা→দেহের বিভিন্ন অঙ্গে
√গ) মূলরোম→জাইলেম→পাতা
ঘ) পাতা→জাইলেম→মূলরোম
১৪৬। উদ্ভিদের খনিজ লবণ শোষণ-
i) দুইভাবে সম্পন্ন হয়
ii) এর সঙ্গে পানি শোষণের সম্পর্ক নেই
iii) লবণগুলো কেবল আয়ন হিসেবে শোষিত হয়
নিচের কোনটি সঠিক?
ক) i খ) i ও ii √গ) ii ও iii ঘ) i, ii ও iii
অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বিজ্ঞান
মো. কামরুজ্জামান
০৮ জুন ২০২৩, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
সিনিয়র শিক্ষক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা
ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদন
[পূর্বে প্রকাশিত অংশের পর]
১৩২। উদ্ভিদদেহে বিদ্যমান সেলুলোজ হলো-
i) কলয়েডধর্মী পদার্থ ii) পানিগ্রাহী পদার্থ iii) তরল পদার্থ
নিচের কোনটি সঠিক?
√ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৩৩। উদ্ভিদের মাটির রস থেকে খনিজ লবণ শোষণ করার পদ্ধতি হলো-
i) নিয়ন্ত্রিত শোষণ ii) সক্রিয় শোষণ iii) নিষ্ক্রিয় শোষণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii √গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৩৪। উদ্ভিদের পরিবহণ টিস্যু হচ্ছে-
i) ফ্লোয়েম ii) জাইলেম iii) কোলেনকাইমা
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii √গ) i ও ii ঘ) i, ii ও iii
১৩৫। প্রস্বেদন প্রক্রিয়ায় বাহ্যিক প্রভাবক হচ্ছে-
i) আলো ii) আপেক্ষিক আর্দ্রতা iii) মাটিস্থ অনুজীব
নিচের কোনটি সঠিক?
ক) i √খ) i ও ii গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৩৬। প্রস্বেদন বেশি হয়?
i) পাতার আয়তন বেশি হলে ii) বায়ুমণ্ডলের চাপ বাড়লে
iii) তাপমাত্রা বৃদ্ধি পেলে
নিচের কোনটি সঠিক?
ক) i খ) i ও ii √গ) i ও iii ঘ) i, ii ও iii
১৩৭। প্রস্বেদন প্রক্রিয়া সহায়তা করে-
i) মাটির রস শোষণে ii) উদ্ভিদদেহকে শীতলকরণে
iii) ক্লোরোফিল গঠনে
নিচের কোনটি সঠিক?
ক) i √খ) i ও ii গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৩৮। অসমোসিস অর্থ কী?
ক) শ্বসন খ) ব্যাপন √গ) অভিস্রবণ ঘ) সালোকসংশ্লেষণ
১৩৯। পাতায় প্রস্বেদনের ফলে কোথায় পানির টান তৈরি হয়?
√ক) জাইলেম বাহিকায় খ) ফ্লোয়েম বাহিকায়
গ) বহিঃত্বকে গ) অন্তঃত্বকে
১৪০। মূলরোমের প্রাচীর ও কোষপ্রাচীর কী ধরনের পর্দা?
ক) অভেদ্য √খ) ভেদ্য গ) অধভেদ্য ঘ) কোনটিই নয়
১৪১। কোনটিতে প্রস্বেদন হয় না?
ক) পাতা খ) ত্বক গ) লেন্টিসেল √ঘ) মূল
১৪২। পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণকে একত্রে কী বলে?
√ক) কোষ রস খ) কোষ দ্রাব গ) কোষ খাদ্য ঘ) কোষ লবণ
১৪৩। মূলরোম কোন পানি শোষণ করে?
ক) কণাশোষিত পানি খ) মাধ্যাকর্ষণজনিত পানি
√গ) কৈশিক পানি ঘ) ভূ-ত্বকীয় পানি
১৪৪। লবণের গাঢ় দ্রবণে আঙুর ডুবিয়ে রাখলে কী হবে?
ক) অন্তঃঅভিস্রবণ √খ) বহিঃঅভিস্রবণ গ) ইমবাইবিশন ঘ) ব্যাপন
১৪৫। পরিবহনের সঠিক প্রবাহ কোনটি?
ক) মূলরোম→পাতা→জাইলেম
খ) ফ্লোয়েম→পাতা→দেহের বিভিন্ন অঙ্গে
√গ) মূলরোম→জাইলেম→পাতা
ঘ) পাতা→জাইলেম→মূলরোম
১৪৬। উদ্ভিদের খনিজ লবণ শোষণ-
i) দুইভাবে সম্পন্ন হয়
ii) এর সঙ্গে পানি শোষণের সম্পর্ক নেই
iii) লবণগুলো কেবল আয়ন হিসেবে শোষিত হয়
নিচের কোনটি সঠিক?
ক) i খ) i ও ii √গ) ii ও iii ঘ) i, ii ও iii
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023