৪৬তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি (৬)

আন্তর্জাতিক বিষয়াবলি
  
০৮ জুন ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

১. ২০২২ সালে G-7 এর চেয়ারম্যান হিসাবে দায়িত্ব গ্রহণ করেন কে?

ক. জো বাইডেন খ. বরিস জনসন

গ. ওলার্ফ শালজ ঘ. ডোনাল্ড ট্রাম্প

২. বিশ্বকাপ ফুটবল ২০২২-এর সেরা উদীয়মান খেলোয়াড় কে?

ক. লিওনেল মেসি খ. এনজো ফার্নান্দেজ

গ. কিলিয়ান এমবাপ্পে ঘ. নেইমার

৩. ২০২২ সালে বিজ্ঞানীরা প্রথমবারের মতো তাপ প্রবাহকে কী নামকরণ করেন?

ক. Doe খ. Foe গ. Toe থ. Zoe

৪. ইসলামী সহযোগিতা সংস্থা (OIC)-এর সচিবালয় কোথায় অবস্থিত?

ক. রিয়াদ, সৌদি আরব খ. জেদ্দা, সৌদি আরব

গ. দামেস্ক, সিরিয়া ঘ. মক্কা, সৌদি আরব

৫. ২০২২ সালে জাতিসংঘ মহাসাগর সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?

ক. স্পেন খ. পর্তুগাল গ. ইতালি ঘ. জার্মানি

৬. ২৫ জুন ২০২২ কোন দেশ কমনওয়েলথের ৫৬তম সদস্যপদ লাভ করে?

ক. দক্ষিণ-সুদান খ. গ্যাবন গ. সোমালিয়া ঘ. টোগো

৭. জাতিসংঘের পুলিশপ্রধান সম্মেলন-২০২২ কোথায় অনুষ্ঠিত হয়?

ক. লন্ডন খ. নিউইয়র্ক গ. প্যারিস ঘ. টোকিও

৮. ২০২২ সালে কোন সংস্থা ২৫ বছর বা রজতজয়ন্তী পালন করে?

ক. CIRDAP খ. BIMSTEC

গ. SAARC ঘ. IPCC

৯. মার্চ ২০২২-এ বাংলাদেশে প্রথমবারের মতো কোন সংস্থার ৩৬তম এশিয়া ও প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন (APRC) অনুষ্ঠিত হয়?

ক. UNESCO খ. UNICEF

গ. COP-26 ঘ. FAO

১০. ষষ্ঠ নারী সাফ চ্যাম্পিয়নশিপ ২০২২-এ বিজয়ী বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন কে?

ক. কৃষ্ণা রানি সরকার খ. মনিকা চাকমা

গ. সাবিনা খাতুন ঘ. রূপনা চাকমা

১১. ‘The End of History and the Last Man (1992)’ গ্রন্থটির লেখক কে?

ক. স্যামুয়েল হান্টিংটন খ. জর্জ কেনান

গ. ফ্রান্সিস ফুকিয়ামা ঘ. ডালেস

১২. ‘বিশ্ব অভিবাসী দিবস’ কবে পালিত হয়?

ক. ২১ জুন খ. ১১ আগস্ট গ. ১১ মে ঘ. ১৮ ডিসেম্বর

১৩. রাসায়নিক অস্ত্র চুক্তি (Chemical Weapons Convention) কত সালে স্বাক্ষরিত হয়?

ক. ১৯৯০ খ. ১৯৯৩ গ. ১৯৯৬ ঘ. ১৯৯৯

১৪. বাংলাদেশ কত সালের জন্য জাতিসংঘের মানবাধিকার পরিষদ (UNHRC)-এর ষষ্ঠবারের মতো সদস্যপদ লাভ করে?

ক. ২০২৩-২০২৪ খ. ২০২১-২৩

গ. ২০২৩-২০২৫ ঘ. ২০২২-২৪

১৫. যুক্তরাষ্ট্রের সিনেটের মোট আসন সংখ্যা কতটি?

ক. ৯৯ খ. ১০০ গ. ১০১ ঘ. ১০২

১৬. বিশ্ব অর্থনৈতিক ফোরাম (WEF)-এর সদর দপ্তর সুইজারল্যান্ডের কোন শহরে?

ক. জেনেভায় খ. দাভোসে গ. গ্লান্ডে ঘ. বার্নে

১৭. আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা করা গাম্বিয়ার আইনজীবীর নাম কী?

ক. আবু বাকার তাম্বাদু খ. ইব্রাহীম গাম্বারী

গ. মাইকেল সুলায়মান ঘ. সুলায়মান সন্দির

১৮. যুদ্ধ ও সশস্ত্র সংঘর্ষ সংক্রান্ত আইন প্রণয়ন বিষয়ে ১৯৪৯ সালের জেনেভা কনভেনশনগুলো কী নামে অভিহিত?

ক. দুটি রেডক্রস কনভেনশন

খ. তিনটি রেডক্রস কনভেনশন

গ. চারটি রেডক্রস কনভেনশন

ঘ. পাঁচটি রেডক্রস কনভেনশন

১৯. মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে কখন আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়?

ক. ১৯৫০ সালে খ. ১৯৫৫ সালে

গ. ১৯৬৫ সালে ঘ. ১৯৬৬ সালে

২০. ‘ব্লু লাইন’ কোন দুটি দেশের সীমান্তবর্তী রেখাকে চিহ্নিত করে?

ক. ইসরাইল ও লেবানন

খ. ইসরাইল ও ফিলিস্তিন

গ. চীন ও তাইওয়ান

ঘ. ভারত ও পাকিস্তান

উত্তর : ১.গ, ২.খ, ৩.ঘ, ৪.খ, ৫.খ, ৬.ঘ, ৭.খ, ৮.খ, ৯.ঘ, ১০.গ, ১১.গ, ১২.ঘ, ১৩.খ, ১৪.গ, ১৫.খ, ১৬.ক, ১৭.ক, ১৮.গ, ১৯ঘ, ২০ক।

গ্রন্থনা : আফজাল হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন