Logo
Logo
×

টিউটোরিয়াল

পঞ্চম শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা

Icon

মো. ফোরকান আহমেদ

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পঞ্চম শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা

সহকারী শিক্ষক, মুনলাইট মডেল স্কুল অ্যান্ড কলেজ, ভোলা

ইবাদত

[পূর্বে প্রকাশিত অংশের পর]

৫৫। উমরার প্রথম ফরজ কাজ কী?

(ক) নিয়ত করা (খ) ইহরাম বাঁধা

(গ) তাওয়াফে জিয়ারত করা

(ঘ) সেলাইবিহীন সাদা কাপড় পরা√

৫৬। ইবাদত বলতে বুঝায়-

(ক) পৃথিবীতে শান্তিতে বসবাস করা

(খ) আল্লাহর আনুগত্য, শ্রদ্ধা করা√

(গ) নামাজ আদায় করা

(ঘ) রমজানে রোজা রাখা

৫৭। সাওম শব্দের অর্থ কী?

(ক) বৃদ্ধি (খ) পবিত্রতা

(গ) বিরত থাকা√ (ঘ) আল্লাহর প্রীতি

৫৮। ‘পবিত্রতা ইমানের অঙ্গ’-এটি কোন হাদিস গ্রন্থে আছে?

(ক) মুসলিম√ (খ) বায়হাকী

(গ) বুখারী (ঘ) ইবনে মাজাহ

৫৯। তুমি আল্লাহর ইবাদত করবে, কারণ ইবাদত করলে-

(ক) আল্লাহ সন্তুষ্ট হন√

(খ) দুনিয়ায় বিখ্যাত হওয়া যায়

(গ) আখিরাতে নেতা হওয়া যায়

(ঘ) নামাজের শিক্ষা পাওয়া যায়

৬০। এশার সালাতের শেষে কয় রাকাত ওয়াজিব সালাত পড়তে হয়?

(ক) ২ রাকাত (খ) ৩ রাকাত√

(গ) ৪ রাকাত (ঘ) ৫ রাকাত

৬১। হজ ইসলামের কততম রুকন?

(ক) প্রথম (খ) দ্বিতীয়

(গ) চতুর্থ√ (ঘ) পঞ্চম

৬২। ইসলাম ধর্ম কয়টি মৌলিক স্তম্ভের ওপর প্রতিষ্ঠিত?

(ক) ৪টি (খ) ৫টি√

(গ) ৬টি (ঘ) ৭টি

৬৩। প্রতিদিন মুখ মেসওয়াক করা ইসলামের দৃষ্টিতে-

(ক) সুন্নত√ (খ) ওয়াজিব

(গ) ফরজ (ঘ) নফল

৬৪। কিসের মাধ্যমে বান্দা আল্লাহতায়ালার বেশি নৈকট্য লাভ করতে পারে?

(ক) পাক-পবিত্রতার (খ) ইমানের√

(গ) সালাতের (ঘ) সাওমের

৬৫। ‘সালাত দীন ইসলামের খুঁটি।’-উক্তিটি কে করেছেন?

(ক) হজরত আদম (আ.) (খ) আল্লাহতায়ালা

(গ) রাসূল (সা.)√ (ঘ) হজরত আলী (রা.)

৬৬। মসজিদে আকসা বা বাইতুল মুকাদ্দাস কোথায় অবস্থিত?

(ক) মক্কায় (খ) মদিনায়

(গ) ইরাকে (ঘ) জেরুজালেমে√

৬৭। সালাতের ওয়াজিব কয়টি?

(ক) ৭টি (খ) ১৪টি√ (গ) ১৫টি (ঘ) ২১টি

৬৯। আত্মরক্ষা ও আত্মশুদ্ধির ঢাল কোনটি?

(ক) জাকাত (খ) সাওম√

(গ) সালাত (ঘ) হজ

৬৯। জান্নাতের চাবিতুল্য-

(ক) কালিমা তায়্যিবা (খ) সালাত√

(গ) সাওম (ঘ) জাকাত

৭০। মসজিদে হারাম কোথায় অবস্থিত?

(ক) সিরিয়ায় (খ) মক্কায়√

(গ) মদিনায় (ঘ) বাগদাদে

৭১। কোন শহরকে মসজিদের শহর বলা হয়?

(ক) বরিশাল (খ) খুলনা

(গ) সিলেট (ঘ) ঢাকা√

৭২। আল্লাহপাক জাকাতের বিধান দিয়েছেন কেন?

(ক) ধনীদের অর্থের পরিমাণ বৃদ্ধি করতে

(খ) গরিবদের অভাব দূর করতে

(গ) মধ্যবিত্তদের চাহিদা মেটাতে

(ঘ) ধনী ও গরিব উভয়ের কল্যাণার্থে√

৭৩। সালাতের পর কোনটির গুরুত্ব বেশি?

(ক) সাদকা (খ) জাকাত√

(গ) সাওম (ঘ) হজ

৭৪। দুনিয়ার সব মুসলিম কোন দিকে মুখ করে সালাত আদায় করে?

(ক) পূর্বদিকে (খ) কাবার দিকে√

(গ) পশ্চিম দিকে (ঘ) উত্তর দিকে

৭৫। সা√ সিজদাহ কী?

(ক) সিজদাহ (খ) ভুল সংশোধনের সিজদাহ√

(গ) নফল সিজদাহ (ঘ) ফরজ সিজদাহ

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম