Logo
Logo
×

দৃষ্টিপাত

নিম্ন ও মধ্যবিত্ত পরিবার

Icon

মো. আরিফুর রহমান সুমন

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০১৮, ০১:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

সীমিত আয়, এক রুমে অনেক সদস্যের অবস্থান, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, পড়ালেখার খরচ এবং প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির মিল না থাকা ইত্যাদি নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জীবনে নিত্যদিনের সঙ্গী। এসব পরিবারের অনেক শিক্ষার্থী শিক্ষা জীবনেই টিউশনি শুরু করে আয়ের পথ বেছে নেয়। তাদের প্রতিনিয়ত মোকাবেলা করতে হয় জীবনের কঠিন বাস্তবতা।

তবে এ পরিস্থিতি মোকাবেলা করতে হবে সততা, অধ্যবসায় ও পরিশ্রমের মাধ্যমে। নিজেকে ছোট বা দুর্বল না ভেবে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে নিজের শিক্ষা, পরিশ্রম ও সৎ সাহস দিয়ে। চাওয়া-পাওয়ার কথা না ভেবে স্বউদ্যোগেই নিজেকে গড়তে হবে এবং প্রতিনিয়ত দক্ষতা ও মানোন্নয়নে সচেষ্ট হতে হবে।

পৃথিবীতে অনেক সফল ও ধনী ব্যক্তি রয়েছেন, যারা চরম দারিদ্র্যকে জয় করে সবার কাছে দৃষ্টান্ত ও অনুকরণীয় ব্যক্তিত্ব হিসেবে পরিণত হয়েছেন। নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের সদস্যের মনে রাখতে হবে, কোনো কিছুই সহজভাবে আসবে না এবং তাদের অনেক কঠিন সময়ের মুখোমুখি হতে হবে। কিন্তু কখনোই হাল ছেড়ে দেয়া যাবে না। যদি কেউ সততা, অধ্যবসায় ও পরিশ্রম করেন, তাহলে সবাইকে ছাড়িয়ে অবশ্যই তিনি সফল হবেন এবং সাফল্যের গল্প রচনা করবেন। আমাদের সমাজের অনেকেই আছেন এভাবে সফল হচ্ছেন এবং গুরুত্বপূর্ণ পদে থেকে দায়িত্ব পালন করছেন।

সহকারী ব্যবস্থাপক, সাধারণ বীমা কর্পোরেশন, সাভার শাখা, ঢাকা

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম