ডিএনসিসির মেয়রের কাছে আমার একটি চাওয়া আছে
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম সাহেবের কাছে আমার একটি জরুরি সাহায্য চাওয়ার আছে। মিরপুর-১১ নম্বরে ১১ লেনের প্রথম বাসাটা আমার বাপ-চাচাদের নিজস্ব সম্পত্তি।
এখানে বিহারিদের তিনটি পরিবার প্রায় চল্লিশ বছর ধরে অবৈধভাবে জবরদস্তি করে বসবাস করছে। প্রথমে তারা শুধু মাথা গোঁজার ঠাঁই চেয়ে আমার দাদির সরলতার সুযোগে বসবাস শুরু করেছিল। কিন্তু এখন তারা এতটাই নৃশংস হয়ে উঠেছে যে, আমাদের জানে মেরে ফেলার হুমকি দেয় এবং নানা ধরনের অত্যাচার করে।
এমন কী তারা আমাদের বাড়ির রাস্তায় (যেটা সম্পূর্ণ সরকারি রাস্তা) পিলার করে বিল্ডিং তুলছে। আমরা এর প্রতিবাদ করতে গেলে উল্টো তারা আমাদের মারতে এসেছিল।
এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত এ দেশ আমাদের। আমরা বাংলাদেশি। আমাদের দেশে কেন অবাঙালি ও স্বাধীনতার চিহ্নিত বিরুদ্ধাচারণকারীদের দৌরাত্ম্য চলবে?
আমরা থানায় গিয়েছিলাম; কিন্তু কোনো লাভ হয়নি। এ অবস্থায় আপনার শরণাপন্ন হওয়া ছাড়া আমাদের কোনো উপায় নেই। আপনার সুবিবেচনাপ্রসূত পদক্ষেপে বিষয়টির সুষ্ঠু সমাধান হবে-এটাই প্রত্যাশা।
মিরপুর, ঢাকা
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ডিএনসিসির মেয়রের কাছে আমার একটি চাওয়া আছে
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম সাহেবের কাছে আমার একটি জরুরি সাহায্য চাওয়ার আছে। মিরপুর-১১ নম্বরে ১১ লেনের প্রথম বাসাটা আমার বাপ-চাচাদের নিজস্ব সম্পত্তি।
এখানে বিহারিদের তিনটি পরিবার প্রায় চল্লিশ বছর ধরে অবৈধভাবে জবরদস্তি করে বসবাস করছে। প্রথমে তারা শুধু মাথা গোঁজার ঠাঁই চেয়ে আমার দাদির সরলতার সুযোগে বসবাস শুরু করেছিল। কিন্তু এখন তারা এতটাই নৃশংস হয়ে উঠেছে যে, আমাদের জানে মেরে ফেলার হুমকি দেয় এবং নানা ধরনের অত্যাচার করে।
এমন কী তারা আমাদের বাড়ির রাস্তায় (যেটা সম্পূর্ণ সরকারি রাস্তা) পিলার করে বিল্ডিং তুলছে। আমরা এর প্রতিবাদ করতে গেলে উল্টো তারা আমাদের মারতে এসেছিল।
এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত এ দেশ আমাদের। আমরা বাংলাদেশি। আমাদের দেশে কেন অবাঙালি ও স্বাধীনতার চিহ্নিত বিরুদ্ধাচারণকারীদের দৌরাত্ম্য চলবে?
আমরা থানায় গিয়েছিলাম; কিন্তু কোনো লাভ হয়নি। এ অবস্থায় আপনার শরণাপন্ন হওয়া ছাড়া আমাদের কোনো উপায় নেই। আপনার সুবিবেচনাপ্রসূত পদক্ষেপে বিষয়টির সুষ্ঠু সমাধান হবে-এটাই প্রত্যাশা।
মিরপুর, ঢাকা