হাতুড়ে দন্ত্য চিকিৎসকদের দৌরাত্ম্য রোধ করুন
নূরে আলম সিদ্দিকি শান্ত
২৫ নভেম্বর ২০২০, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
দাঁতের সঠিক চিকিৎসায় দেশের সাধারণ মানুষ এখনও সচেতন হতে পারেনি। সেই সুযোগে দেশের গ্রামাঞ্চল থেকে শুরু করে শহরের অলিগলিতে এখনও বহাল তবিয়তে চলছে হাতুড়ে দন্ত্য চিকিৎসকদের রাজত্ব। কোনোরকম শিক্ষাগত যোগ্যতা ছাড়া এসব হাতুড়ে চিকিৎসক দাঁতের চিকিৎসা করে আসছেন। বিশেষ করে বর্তমান সময়ে বেড়েছে ডেন্টাল টেকনোলজিস্টদের দৌরাত্ম্য। ডেন্টাল টেকনেশিয়ানরা বিডিএস ডিগ্রিধারী চিকিৎসকদের সাহায্যকারী হিসেবে কাজ করতে পারেন। কিন্তু কোনোভাবেই দাঁতের চিকিৎসা বা রোগীকে ব্যবস্থাপত্র দিতে পারেন না।
অথচ বাস্তবে দেখা যাচ্ছে, টেকনেশিয়ানরা নিজেই ডেন্টাল চেম্বার খুলে রোগীদের চিকিৎসাসেবা দিচ্ছেন। কম খরচে দাঁতের চিকিৎসা পাওয়া যায় বলে সাধারণ মানুষ বিশেষজ্ঞ ডেন্টাল সার্জনের কাছে না গিয়ে হাতুড়ে চিকিৎসকদের কাছেই ছুটছেন। কিন্তু বুঝতে পারছেন না, টাকা বাঁচাতে গিয়ে নিজের কত বড় ক্ষতি করছেন। অনেক ক্ষেত্রে দেখা যায়, ভুল চিকিৎসায় রোগীর মাড়ি ফুলে পুঁজ বের হয়, তীব্র ব্যথা হয়। এমনকি রোগী দীর্ঘমেয়াদি নানা জটিল রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকে। তাই কখনোই এসব হাতুড়ে চিকিৎসকের কাছে যাওয়া উচিত নয়।
দাঁত আমাদের দেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। তাই দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে হবে। হাতুড়ে দন্ত্য চিকিৎসকদের দৌরাত্ম্য রোধে জনসাধারণের সচেতন ভূমিকা ও প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন।
শিক্ষার্থী, তেজগাঁও কলেজ
nasshanto@gmail.com
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
হাতুড়ে দন্ত্য চিকিৎসকদের দৌরাত্ম্য রোধ করুন
দাঁতের সঠিক চিকিৎসায় দেশের সাধারণ মানুষ এখনও সচেতন হতে পারেনি। সেই সুযোগে দেশের গ্রামাঞ্চল থেকে শুরু করে শহরের অলিগলিতে এখনও বহাল তবিয়তে চলছে হাতুড়ে দন্ত্য চিকিৎসকদের রাজত্ব। কোনোরকম শিক্ষাগত যোগ্যতা ছাড়া এসব হাতুড়ে চিকিৎসক দাঁতের চিকিৎসা করে আসছেন। বিশেষ করে বর্তমান সময়ে বেড়েছে ডেন্টাল টেকনোলজিস্টদের দৌরাত্ম্য। ডেন্টাল টেকনেশিয়ানরা বিডিএস ডিগ্রিধারী চিকিৎসকদের সাহায্যকারী হিসেবে কাজ করতে পারেন। কিন্তু কোনোভাবেই দাঁতের চিকিৎসা বা রোগীকে ব্যবস্থাপত্র দিতে পারেন না।
অথচ বাস্তবে দেখা যাচ্ছে, টেকনেশিয়ানরা নিজেই ডেন্টাল চেম্বার খুলে রোগীদের চিকিৎসাসেবা দিচ্ছেন। কম খরচে দাঁতের চিকিৎসা পাওয়া যায় বলে সাধারণ মানুষ বিশেষজ্ঞ ডেন্টাল সার্জনের কাছে না গিয়ে হাতুড়ে চিকিৎসকদের কাছেই ছুটছেন। কিন্তু বুঝতে পারছেন না, টাকা বাঁচাতে গিয়ে নিজের কত বড় ক্ষতি করছেন। অনেক ক্ষেত্রে দেখা যায়, ভুল চিকিৎসায় রোগীর মাড়ি ফুলে পুঁজ বের হয়, তীব্র ব্যথা হয়। এমনকি রোগী দীর্ঘমেয়াদি নানা জটিল রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকে। তাই কখনোই এসব হাতুড়ে চিকিৎসকের কাছে যাওয়া উচিত নয়।
দাঁত আমাদের দেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। তাই দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে হবে। হাতুড়ে দন্ত্য চিকিৎসকদের দৌরাত্ম্য রোধে জনসাধারণের সচেতন ভূমিকা ও প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন।
শিক্ষার্থী, তেজগাঁও কলেজ
nasshanto@gmail.com